পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N??g সংবাদ পত্রে সেকালের কথা ( ৩০ জানুয়ারি ১৮৩০ । ১৮ মাঘ ১২৩৬ ) ধৰ্ম্মসভার আমুকূল্যে যে সকল টাকা চাদায় সহী হইতেছে তাহার বেওরা চন্দ্রিকায় প্রকাশ হইতেছে গত বৃহস্পতিবারের চন্দ্রিকায় নীচে লিখিত টাকার সহী দেখিতেছি । শ্ৰীযুত বাবু প্রাণনাথ চৌধুরী। 重母南 শ্ৰীযুত বাবু রাজনারায়ণ রায় বাহাদুর। 6: в о শ্ৰীযুত বাবু মধুসূদন সাপ্তাল । Wa p —উদয়চাদ দত্ত । ఫి ఆ ఆ --জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় । У a o --নবীনচন্দ্র বসু । {t a —ভবানীপ্রসাদ ঘোষ । ét a –শিবচন্দ্র বস্ব । ৩৫ : এতদ্ব্যতিরেকে এগারো জনে অষ্টআশী টাকার সহী করেন । ( ৬ ফেব্রুয়ারি ১৮৩০ । ২৫ মাঘ ১২৩৬ ) মিশ্রিত সম্বাদ —•••চন্দ্রিকায় কহে যে শ্ৰীযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে গত সপ্তাহে এক ধৰ্ম্মসভা করিয়াছেন তাহ কলিকাতায় স্থাপিত ধৰ্ম্মসভার অনুগুণ ঐ সভাতে তত্রস্থ লোকেরদের দুই হাজার দুই শত নিরালব্বই টাকা স্বাক্ষর হইয়াছে। ( ৬ ফেব্রুয়ারি ১৮৩e । ২৫ মাঘ ১২৩৬ ) ধৰ্ম্মসভা —হিন্দু বিশিষ্ট শিষ্টবৰ্গ প্রতি বিজ্ঞাপনমিদং । আমারদিগের দেশে ধৰ্ম্মশাসনকর্তৃত্বাভাবে ধৰ্ম্মহানি হইতেছে অতএব সধৰ্ম্ম ও সদাচার ও সদ্ব্যবহারাদিরক্ষার্থ বিশিষ্ট শিষ্টসমূহের ঐক্য হইয়া সৰ্ব্বদা সদুপায় চেষ্টা আবশুক হয় কিন্তু অনেকে একত্রহওয়া দুঃসাধ্য যেহেতুক পরস্পর কেহ কাহার বাটতে স্বগণব্যতিরেকে আহবান ও গমন করেন না এবং সৰ্ব্বসাধারণের বৈঠক নিমিত্ত কোন নিরূপিত স্থান নাই অম্মদাদির ঐক্য বাক্য থাকাতেও একত্রহওনাভাবে অনৈক্য বোধ করিয়া বিপরীত ধৰ্ম্মাবলম্বির আমারদিগের ধৰ্ম্মহানির নিমিত্ত নিয়ত চেষ্ট পাইতেছে একারণ বৰ্ত্তমান শকের গত ৫ মাঘে এভন্নগরস্থ বহুতর ভদ্রলোক একত্র হইয়া ধৰ্ম্মসভা নামে এক সমাজ স্থাপন করিয়াছেন ঐ ধৰ্ম্মসভার নিমিত্ত এই মহানগরমধ্যে এক বাট প্রস্তুত হইবেক । 's এবং সংপ্রতি সহমরণনিবারণের যে আইন হইয়াছে তাহাতে শ্ৰীশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরের আজ্ঞানুসারে বিলাতে শ্ৰীলশ্ৰীযুত বাদশাহের নিকটে আপীল করিতে হইবেক । বিলাতে ষে আরজী পাঠান যাইবেক তাহ কি প্রকারে কোন ভাষায় কাহার দ্বারা