ধৰ্ম্ম రిటి& প্রেরম্বিতব্য তাহা পশ্চাৎ জ্ঞাত করান যাইবেক এই বিষয়ে কাহার কিছু বক্তব্য থাকে তাহা সম্পাদকের নিকট লিখিয়া পাঠাইবেন । অপর ইহার পর সর্বসাধারণের ধৰ্ম্মবিষয়ে যখন যাহ উপস্থিত হইবেক তাহ বিবেচনামতে বিহিত করিতে হইবেক । 後 উক্তবিষয় সকলে যে ব্যয় হইবেক তন্নিমিত্ত ধনসংগ্রহ আবশুক বিধায় পূৰ্ব্বোক্ত সভায় সমাগত ব্যক্তিদিগের মত চাদাকর কৰ্ত্তব্য হইয়াছে অতএব বিশিষ্টলোক র্যাহার যত টাকা দিতে ইচ্ছা হইবেক তাহা স্বাক্ষরপূর্বক অঙ্কপাত করিবেন। ঐ সভায় সমাগত তাবৎ সভ্যগণের অমুমতানুসারে ধৰ্ম্মসভাধ্যক্ষ বিবেচক বার এবং ধনরক্ষক এক আর সভাসম্পাদক এক জন নিযুক্ত হইয়াছেন তাহারদিগের নাম এতৎপত্রে লিখিত হুইল এসভার নিয়ম ও অভিপ্রায়মতে কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য বিবেচনার দ্বারা যাহা স্থির হইবেক তাহ। মুদ্রাঙ্কিত করিয়া প্রত্যেক ধনদাতা ও স্বধৰ্ম্মরক্ষকাঙ্ক্ষিরদিগকে দেওয়া যাইবেক । সংপ্রতি নিয়মের স্কুল লেখা যাইতেছে । ধনরক্ষকের স্বাক্ষরিত রসিদ প্রমাণে সম্পাদকের দ্বারা টাকা আদায় হইয়া ধনরক্ষকের নিকট জমা হইবেক । সভার অংশ। সভার নিমিত্ত অল্প টাকা দিলেও সাধারণ কর্তৃত্বের অংশী হইবেন ধ•রক্ষকের কৰ্ত্তব্য । আপন নাম স্বাক্ষরে রসিদ দিলে ধনদাতারদিগের নিকট টাকা পাইবেন ধৰ্ম্মসভার বহিতে দাতার নাম দিয়া জমা করবেন । ধনব্যয়বিষয় –ধৰ্ম্মসভার অধ্যক্ষ বিবেচক ১২ জন ঐক্য হইয়া যে বিষয়ে ব্যয় কৰ্ত্তব্য স্থির করিবেন তজ্জন্ত অকুমতিস্থচক লিপি দিলে ধনরক্ষক সম্পাদককে টাকা দিবেন। অধ্যক্ষের কৰ্ত্তব্য । মধ্যে২ বৈঠক করত কৰ্ম্মনিৰ্ব্বাহ করিবেন এবং সম্পাদকের হিসাব লইবেন সেই হিসাব সৰ্ব্বসাধারণ অংশিরদিগের ধখন সভা হইবেক তখন সকলকে জ্ঞাত করাইবেন । কোন ভারি বিষয় উপস্থিত হইলে সাধারণ সভার আহবান করিতে সম্পাদককে অনুমতি দিবেন এবং যখন যে বিষয় সম্পাদককে করিতে হইবেক তাই লিথিয়া পাঠাইবেন। - অংশিরদিগের কৰ্ত্তব্য —সম্পাদকের সভা আহবানের পত্রদ্বারা নির্ণীত দিবসে ও স্থানে উপস্থিত হইয়া আহবানের কারণ মনোযোগ কfরবেন । সম্পাদকের কৰ্ত্তব্য —যে বিষয়ে অধ্যক্ষেরদিগের অনুমতির আবশুক হকবেক তাহাতে সভাস্থ অধ্যক্ষেরদিগের মত হইলে সেই মত বলবৎ জানিয়া সে কৰ্ম্মসম্পন্ন করিবেন এবং যখন যে বিষয়ের নিমিত্ত অধক্ষেরদিগের বৈঠক আবশুক বুঝেন তজ্জন্য বৈঠকের নিমিত্ত আহবান করিতে পাfরবেন অপর অধ্যক্ষেরা যিনি যখন যে বিষয়ের নিমিত্ত লিখিয়া পাঠাইবেন তখনি তাহার উত্তর লিখিয়া দিবেন। অধ্যক্ষের মধ্যে যদি কেহ দীর্ঘকালের নিমিত্ত উপস্থিত না হন তবে তাহার পরিবণ্ডে Jo
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।