ধৰ্ম্ম هم وعيه —রাজকৃষ্ণ চৌধুরী। —উদয়চাদ দত্ত । —রামরতু রায় । —নবকৃষ্ণ সিংহ । --উমানন্দ ঠাকুর । –শিবনারায়ণ ঘোৰ । ইহারদিগকে উপস্থিত অধ্যক্ষেরা ধৰ্ম্মসভার অধ্যক্ষতাপদে অভিষিক্ত করিলেন সম্পাদকের সহকারিতাজন্য শ্ৰীযুত বাৰু আশুতোষ দে কহিলেন যে শ্ৰীযুত বাবু কৃষ্ণজীবন বন্দ্যোপাধ্যায় হইলে ভাল হয় তাহাতে অধ্যক্ষের সম্মত হইয়া কহিলেন ধৰ্ম্মসভার লিখিত পত্রাদিতে যাহা সম্পাদকের স্বাক্ষরের আবশ্বক হয় যদ্যপি সম্পাদক কোন কারণপ্রযুক্ত স্বাক্ষর করিতে অক্ষম হন সহকারিসম্পাদক তাহ স্বাক্ষর করিলে গ্রাহ হইবেক এবং সম্পাদক তাহাকে যে কৰ্ম্মের ভারাপণ করিবেন তাহা তিনি করিবেন । অপর অধ্যক্ষের কহিলেন অদ্য যে কএক জন মনোনীত হইলেন র্তাহারদিগকে পত্রের দ্বারা অবগত করাইয়া তাহারদিগের স্বীকৃত উত্তর সকল অধ্যক্ষেরদিগকে জ্ঞাত করাইবেন । সং চং ( ৬ মার্চ ১৮৩৯ ৷ ২৪ ফাৰ্ত্তন ১২৩৬ ) ধৰ্ম্মসভাধ্যক্ষেরদিগের বৈঠক —গত ১১ ফালগুণ রবিবার পটলডাঙ্গার শ্ৰীযুত বাৰু বৈদ্যনাথ দাসের দরুন ২৮ নম্বরের বাটীতে সভাধ্যক্ষদিগের বৈঠক হইয়াছিল ঐ বৈঠকে সভার নানা কৰ্ম্ম সমাপনীনস্তর শ্ৰীযুত বাৰু বৈষ্ণবদাস মল্পিক ধনরক্ষক পদ পরিত্যাগের যে পত্র প্রেরণ করিয়াছিলেন তাহ সম্পাদককতৃক পঠিত হইবাতে উপস্থিত অধক্ষেরা তাহার প্রার্থনা গ্রাহ করিলেন অনস্তর সম্পাদক প্রশ্ন করিলেন এক ব্যক্তি ধনী শিষ্ট ধৰ্ম্মিষ্ঠ কৰ্ম্মোপযুক্ত বিবেচনা করিয়া ধনরক্ষক পদে নিযুক্ত করুন তাহাতে শ্ৰীযুত বাবু রামগোপাল মল্লিক কহিলেন বাবু রামদুলাল দেবের দ্বিতীয় পুত্ৰ শ্ৰীযুত বাবু প্রমথনাথ দেব নিযুক্ত হইলে ভাল হয় শ্ৰীযুক্ত বাৰু গোপীমোহন দেব ঐ কথার পোষকতা করিবাতে সভাস্থ সকলেই তাহাতে সম্মত হইলেন পরে সম্পাদকের প্রশ্নমতে শ্ৰীযুত বাৰু শিবচন্দ্র দাস ও শ্ৰীযুত বাবু জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় সভার অধ্যক্ষতায় নিযুক্ত হইলেন অনস্তর পাটনা মালদহাদি নানা স্থানহইতে ধৰ্ম্মসভাসম্পৰ্কীয় যে সকল পত্র আসিয়াছিল তাহার সদুত্তর লিখিতে সম্পাদককে অল্পমতি হইল । সং চং ধৰ্ম্মস্থান ( ১৫ মে ১৮১৯ । ৩ জ্যৈষ্ঠ ১২২৬ ) হরিদ্বারের মেলা –গত মাসে মোং হরিদ্বারে বৎসরই এক মেলা হইয়া থাকে এবং কাশ্মীর ও কাবোল ও নেপাল ও রজপুতানা ইত্যাদি নানা দেশহইতে অনেক২
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।