se్సo KBB SBBB BBBBB BB aC ছিল পরে ১-২০ ইংরাজী শালে মসউদ নামে সেনাপতি কাশী শহর লুঠ করিয়া বিদ্ধস্ত করিয়াছিল। ইহার পরে ১১৯৩ ইংরাজী শালে কোতবুদ্দীন বাদশাহ পুনৰ্ব্বার ঐ শহর লুঠ করিয়াছিল । তাহাতে ঐ উভয়ে অনেক ধন পাইয়াছিল ও অনেক দেবপ্রতিমা বিনাশ করিয়াছিল। ১৭৩০ শালে মহম্মদশাহ বাদশাহের কালে মনসারাম জমীদার আপন পুত্র বলবন্ত সিংহের নামে ঐ কাশীর রাজত্বের ও টাকশাল ও আদালতের শনন্দ পাইল । কাশীতে গঙ্গাতীরে মানমন্দির নামে এক অপূৰ্ব্ব অট্টালিকাময়ী পুরী ১৫৫০ শালে রাজা মানসিংহ কতৃক স্থাপিত হইয়াছে । এবং ঐ পুরীতে যে সকল জ্যোতিষের যন্ত্র আছে সে সকল রাজা জয়সিংহ আহরণ করিয়াছিলেন। অনুমান বিশ বৎসর হইল একবার কাশীর লোক প্রভৃতি গণ গিয়াছিল তাহাতে জানা অাছে যে তখন ছয় লক্ষ পঞ্চাশ হাজার মকুষ্য ও একতাল অবধি ছয় তাল পর্ষ্যস্ত ত্রিশ হাজার বাড়ী ছিল আর এক শত আশী বাগানবাড়ী ছিল এবং ছয় তালা যে২ বাড়ী তাহাতে দুই শত লোক বাস করিত এখন অনুমান হয় তদপেক্ষায় অধিক হইয় থাকিবেক । কাশীর আশ্চৰ্য্য বিষয় তিন রাড় সাড় সিড়ি । ( ૩૦ હથ્રેિન ૪ાન્યરg I ૭૦ চৈত্র ১২৩০ ) কাশী ।—মহারাণী ভবানী দেবী কাশীতে অনেক২ কীৰ্ত্তি করাতে দ্বিতীয় অন্নপূর্ণ নামে খ্যাত ছিলেন তিনি দুর্গাদেবীর মন্দির উত্তমরূপে নিৰ্ম্মাণ করিয়াছেন কিন্তু তাহার নাটমন্দিরের কেবল পোস্তামাত্র হইয়াছিল পরে তিনি পরলোকগামিনী হইলে মেরামত না হওয়াতে স্থানে২ মন্দির ভগ্ন হইয়াছিল তাহাতে মহারাজ অমৃতরাও ঐ নাটমন্দির প্রস্তুত করিতে উদ্যোগ করিয়াছিলেন কিন্তু কোন বাধাপ্রযুক্ত পারেন নাই। এক্ষণে শুনা যাইতেছে যে শ্ৰীযুত দেওয়ান কালীশঙ্কর রায় অধিক ব্যয়ে ঐ মন্দির প্রস্তুত করিয়াছেন তাহার ব্যয়ের বিশেষ জানা যায় নাই কিন্তু শুনা যাইতেছে যে ঐ মন্দিরে চতুৰ্ব্বিংশতি প্রস্তরময় স্তম্ভ নিৰ্ম্মাণ করিতে চব্বিশ হাজার টাকা ব্যয় হইয়াছে। { ২৯ জানুয়ারি ১৮২০ । ১৭ মাঘ ১২২৬ ) ১ আনন্দধাম —কলিকাতা পরগণার খড়দহ গ্রামের শ্ৰীযুত প্রাণকৃষ্ণ বিশ্বাস ঐ গ্রামের বীরঘাটের উপরে চতুর্দশ উৎকৃষ্ট মন্দির করিয়াছেন এবং অনেক অর্থ ব্যয় করিয়া বাণ কুণ্ডহইতে বাণলিঙ্গ আনাইয়া ঐ মন্দিরে ত্রিংশখ বাণলিজ শিব সংস্থাপন করিয়াছেন এবং সেস্থানের নাম আনন্দধাম প্রকাশ করিয়াছেন ও ঐ আনন্দধামের দক্ষিণ ভাগে এক পঞ্চবটী প্রকাশ করিয়াছেন সে স্থান অতিমনোরম | এতদ্দেশে অনেক২ ভাগ্যবান লোকেরা অনেক২ মন্দির করিয়াছেন কিন্তু এরূপ বাণলিঙ্গ সংস্থাপন কেহই করেন নাই ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।