ধৰ্ম্ম Neyh স্থানে যৎকিঞ্চিৎ করগ্রহণ করিবেন মাত্র ইহার একটা স্থান নিরূপিত হইবেক এই মনস্থ করিয়াছেন —সং চং । ( ২২ সেপ্টেম্বর ১৮২১ । ৮ আশ্বিন ১২২৮) প্রাচীন কথা ॥—মোং তমোলোকের অন্তঃপাতি পদুমশাননামক স্থানে এক দেবীমূৰ্ত্তি আছেন সেখানকার লোকেরা কহে যে এই স্থানে পূর্বে এক রাজা ছিলেন তিনি প্রতিদিন শেীল মৎস্তের পোনা আহার করিতেন তন্নিমিত্ত এক জন জালিয়ার প্রতি ঐ মৎস্য পোনা আনয়নের ভার ছিল। ঐ জালিয়া কিছু কাল অনেক চেষ্টাতে তাহ যোগাইল পরে নিতান্ত অপারক হইয়। সে স্থান ত্যাগ করিতে উদ্ভূত হইল। ইহাতে এক দিন স্বপ্ন দেখিল ষে এই জেয়াচ কুণ্ডে যখন ইচ্ছা করিবা তখনি শৌল মৎস্যের পোন পাইবা । সে জালিয়া ঐ স্বপ্ন দেখিয়া উঠিয়া ঐ কুণ্ডের তীরে হস্ত পাতিলে স্বেচ্ছামত মৎস্য পাইল । এইরূপে প্রতিদিন মৎস্য লইয়া অনায়াসে রাজাকে দেয়। রাজা তাহাতে সন্দিগ্ধ হইয়া চরদ্বারা সমাচার জানিয়া আশ্চৰ্য্যবোধপূর্বক ঐ জালিয়াকে জিজ্ঞাসা করিলেন । তাহাতে জালিয়া কহিল যে ইহার বৃত্তান্ত কহিলে আমার মৃত্যু হইবে । তথাপি রাজা পুনঃ২ জিজ্ঞাসা করিলে জালিয়া স্বপ্নবৃত্তাস্ত কহিল । তাহ শুনিয়া সেই কুণ্ডে অনেক পূজাদি করিলেন এবং সেখানকার লোকের পীড়া হইলে সেই কুণ্ডের জলে ভাল হয় ও মৃত লোক প্রাণ পায় এই মত দুই চারিট প্রত্যক্ষ হইয়াছিল। ইহাতে রাজা সেই কুণ্ডের চারি পাশ্বে ভিত্তি গাথিয়া তাহার উপরে মন্দির নিৰ্ম্মাণ করিলেন পরে সেই মন্দিরে ভগবতীর মূৰ্ত্তি স্থাপিত করিয়া পূজা করিলেন তদবধি সে, কুও অদৃগু হইয়াছে কিন্তু উপরে দেবী মূৰ্ত্তি প্রকাশিত আছেন । এবং সেই স্থানে জিষ্ণুহরি নামে এক বিগ্রহ আছেন তাহার কারণ এই কহে যে পূর্বে এই স্থানে তাম্ৰধ্বজ নামে এক মহারাজ ছিলেন তাহার সহিত অৰ্জুন যুদ্ধ করিয়া পরাস্ত হইয়া কাতর হইয়াছিলেন। তাহাতে তিনি শ্ৰীকৃষ্ণকে স্মরণ করিলে শ্ৰীকৃষ্ণ আসিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন। জিষ্ণু অর্জন ও হরি কৃষ্ণ একত্র মিলিত হইয়াছিলেন তৎপ্রযুক্ত সেই বিগ্রহকে জিষ্ণুহরি করিয়া লোকে কহে । যখন তাম্ৰধ্বজ রাজা সেখানে ছিলেন তখন তাহারি নিকট ময়ুরধ্বজ রাজাও থাকিতেন নারায়ণ গড়ে তাহার বাড়ী ছিল কিন্তু সেখানে অদ্যাপি অসংখ্য ময়ুর আছে তাহারদিগকে হিংসা কেহ করে না এবং যে ব্যক্তি তাহারদের হিংসা করে তাহার মন্দ হয় ইহার কিছু২ প্রমাণ মহাভারতেও আছে। ( ১৮ মে ১৮২২ । ৬ জ্যৈষ্ঠ ১২২ন ) ঐ [ কাটোয়ার ] পত্রেতে আরো সমাচার জানা গেল যে অগ্রদ্বীপে ঐশ্ৰীগোপীনাথ
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।