৬২২ HBB BBJ BBBiD DB OL ( ১৬ মার্চ ১৮২২ । ৪ চৈত্র ১২২৮) চুচুড়া –মোং চুচুড়াতে এক আরমানী গ্রির্জাঘর আছে সে ঘর মার্কার জোহানিস সাহেব আরম্ভ করিয়াছিলেন পরে তাহার ভ্রাতা সন ১৬৯৬ শালে প্রস্তুত করিয়াছিলেন । সে গ্রির্জাঘরের অগ্রভাগ প্রস্তুত হইয়াছিল না তাহাতে কলিকাতাস্থ এক আরমানী সাহেবের বিধবা স্ত্রী বিবি বেগরাম ঐ গ্রির্জাঘর উচ্চ করিয়া নুতন প্রস্তুত করিতে নিশ্চয় করিয়াছেন। ইহাতে চুচুড়ার বড় সাহেব শ্ৰীযুত ওবেরবেক্ সাহেব ও তত্রস্থ হলগুীয় সাহেবেরা ও আরমানীয় সাহেবেরা ও কলিকাতাস্থ আরমানীয় সাহেবের ঐ বড় সাহেবের বাটতে একত্র হইয়া ৫ মার্চ মঙ্গলবার বেলা আট ঘণ্টা সময়ে আপনারদিগের পণ্টন ও বাদ্য সমেত সমারোহপূর্বক গ্রির্জাঘরের নিকটে আইলেন এবং রীতিক্রমে বড় সাহেব প্রথম ইষ্টক স্থাপন করিলেন সে সময়ে পল্টনীয় বাদ্য হইল ও তিনবার দেওড় হইল। পরে সকল সাহেবেরা বড় সাহেবের বাটতে আহারাদি করিলেন । 學 ( ২৭ এপ্রিল ১৮২২ । ১৬ বৈশাখ ১২২৯ ) দরগা ॥—পাটনা শহরে আরজানি সাহেব নামে এক ফকীরের দরগা বহুকালাবধি আছে সে স্থান অতিমনোরম প্রতি বৃহস্পতিবারে সেখানে মেলা হয় এবং সেখানে অনেক ফকীর থাকে সে দরগার জর্শক অতিশয় তাহার সালিয়ানা লক্ষ টাকার জায়গীর আছে বৈশাখের প্রথম দিবস এক মেলা হয় তাহাতে সম্প্রতি ১ বৈশাখ ১২ এপ্রিল শুক্রবারে সেই মেলাতে হিন্দুস্থানীয় ও বাঙ্গালি ও অন্যান্য দেশীয় কম বেশ লক্ষ লোক একত্র হইয়াছিল তাহাতে ঘণটোর নাচ অর্থাৎ চৈত্র মাসীয় নাচ সং উপলক্ষে নানা দেশীয় গুণবান আগমন করিয়া দিব। রাত্ৰি নাচ ও গান ও বাদ্য ও ভাড়াম ইত্যাদি তামসা স্থানে২ অতিস্থনররূপে হইয়াছে । ইহাতে নেজামত পলটন ও থানার হামরাও প্রভৃতি বরওত্ত রুজু ছিল সেমতে কোন দাঙ্গা ও বিরোধাদি কিছু না হইয়া নিরুদ্বেগে নিৰ্বাহ হইয়াছে। ( ১ জুন ১৮২২ । ২০ জ্যৈষ্ঠ ১২২৯ ) গ্রিজাঘর ॥—সমাচার জানা গেল যে কলিকাতার গড়ের মধ্যে চৌরাস্থাতে এক নূতন গ্রিজ ঘর হইবে এবং চৌরাস্থার চতুদিগে বৃক্ষ আছে তাহার ছায়াতে লোকেরা অনায়াসে যাতায়াত করিবেক এবং গ্রিজাতে সহস্ৰ লোক বসিতে পরিবেক । ( ১৮ সেপ্টেম্বর ১৮২৪ । ৪ আশ্বিন ১২৩১ ) দিল্লী –পত্রদ্বারা অবগত হওয়া গেল ষে কর্ণল স্কিনর সাহেব দিল্লী শহরে এক গিরিজাঘর নিৰ্ম্মাণ করাইবার কারণ বিশ হাজার টাকা দিয়াছেন।•••
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।