বিবিধ vgvēN9 তাহাহইতে এক ক্রোশ কম হইবে কিন্তু এই পত্ৰলেখক কহে ষে এই রাস্থা প্রস্তুত হইলে মল্লিকেরদের ও দেওয়ান গোকুল ঘোষালের ও শ্রযুত বাৰু তারাচান্দ ঘোষ ইত্যাদির অনেক উপকার আছে যেহেতুক ইহাতে তাহারদের সেখানকার স্থান অধিক মূল্যবান হইবেক অতএব লেখক এই পরামর্শ কহে যে এই রাস্থা প্রস্তুত করিবার কারণ শ্ৰীযুত বড় সাহেব সাইক্রিশ হাজার পাচ শত টাকা দেউন ও মল্লিকপ্রভৃতির নয় হাজার তিন শত পচহত্তরি টাকা দেউন ও ধে২ সাহেব লোকেরদিগের ঘর গার্ডিনরিচেতে আছে তাহার। তিন হাজার এক শত পচিশ টাকা দেউন ইহাতে সৰ্ব্বস্থদ্ধ পঞ্চাশ হাজার টাকা হইলে রাস্থ তৈয়ার হইতে পারে । (২৮ ফেব্রুয়ারি ১৮২৪ । ১৭ ফাল্গুন ১২৩e ) নূতন রাস্তা।—শুনা যাইতেছে যে গঙ্গাতীরের নূতন রাস্থাগারডিনরিচপৰ্য্যস্ত হইবেক আর ঐ রাস্থার উভয় পাশ্বে বৃক্ষ রোপণ হইবেক এ প্রকার প্রস্তুত কইলে বৃক্ষাদির ছায়াতে লোকেরদিগের যানবাহনাদিদ্বারা এবং পদব্রজে গমনাগমনের মহামুখ জন্মিবেক এবং গঙ্গাতীরের শোভা দেখিয়া দেশাধিপের স্থির রাজলক্ষ্মীর প্রার্থনা কে না করিবেন। ( ২৭ অক্টোবর ১৮২৭ । ১২ কাৰ্ত্তিক ১২৩৪ ) নূতন রাস্ত৷ -জনরবে শ্রত হওয়া গেল যে গঙ্গাতীরের নূতন পথ কিল্লার সম্মুখবন্ত ময়দান দিয়া যাইবার বিবেচনা হইয়াছে এবং ইহা ত্বরাতেই আরম্ভ হইবেক এমতও শুনা যাইতেছে ইহা প্রস্তুত হইলে এদেশের অত্যুত্তম শোভা হইবেক ও এতদেশস্থ লোকের সকালে বিকালে ভ্রমণের অতিস্থবিদ হইবেক । ( ২২ মার্চ ১৮২৮ । ১১ চৈত্র ১২৩৪ ) নূতন রাস্তা।—শুনা গেল যে গঙ্গাতীরের নূতন রাস্ত শ্ৰযুত কোম্পানি বাহাদ্বরের বাগানপর্যন্ত লইয়া যাইতে শ্ৰীযুত গবৰ্ণমেন্টের অনুমতি হইয়াছে। তিং নাং ( ১২ এপ্রিল ১৮২৮ । ১ বৈশাখ ১২৩* } গঙ্গাতীরের নূতন রাস্তা।—শহর কলিকাতার গঙ্গাতীরে যে নূতন রাস্ত হইয়াছে সেই রাস্ত কলিকাতাহইতে কোম্পানির বাগানপৰ্যন্ত লইয়া যাওনের বিষয়ে গত শনিবার রাত্রিতে যে সভা হইয়াছিল সেই সভাতে এই স্থির হইল যে যে সাহেবেরা তাহার এক অংশে স্বাক্ষর করিয়াছেন তাহারা প্রত্যেকে বিনামূল্যে ছই টিকিট পাইবেন এবং মেং কালবিন কোম্পানি এই চান্দার টাকা সংগ্ৰহ করিবার কারণ খাজাঞ্চি হইলেন এবং মেং টরটন সাহেব ও উন্ড সাহেব ও কিড সাহেব ও কালবিন সাহেব ও ম্মৌলট সাহেব ও আলেগজান্দর সাহেব ও হরিমোহন ঠাকুর ও প্রিন্সপ সাহেব ও গার্ডন সাহেব ও রাজা বৈদ্যনাথ রায় কমিটি হইয়। ঐ বিষয়ের
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।