ৰিবিধ °多为 পর্ব্যস্ত মিলিয়াছে শুনিতে পাই যে ঐ খাল ভাগীরথীপৰ্য্যন্ত আসিয়া মিলন হুইবেক যাহা হউক ইহা হইলে বাণিজ্য ব্যবসায়ি লোকেরদের অনেক উপকার জন্মিতে পরিবেক যেহেতুক অতিশীঘ্র এক স্থানহইতে অন্ত স্থানে সমাচার পহুছিবে কিন্তু কোনই স্থানে ইহার জাডডা হইবেক এ বিষয় নিশ্চয় হয় নাই –সং কেীং । ( ১৮ আগষ্ট ১৮২৭ ৩ ভান্দ্র ১২৩৪ ) রাস্তা ও খাল —আমরা শুনিতেছি যে কলিকাতাহইতে বক্সবজিয়াপর্য্যস্ত যে নুতন রাস্তা হইয়াছে সে রাস্ত আরো কতক দূরপর্যন্ত অর্থাৎ মায়াপুর পর্ষ্যস্ত গিয়াছে । আমরা আরো শুনিতেছি যে দামোদর নদী তীরে আমতা স্থানের নিকট একটা খাল কাটা গিয়াছে এবং এক্ষণে বৰ্দ্ধমানহইতে নওয়াসরাইপৰ্য্যস্ত একটা নুতন খাল কাটাইবার কল্প হইয়াছে যে বৰ্দ্ধমানহইতে কয়লাপ্রভৃতি নৌকাদ্বারা অতিশীঘ্ৰ কলিকাতায় পহুছিতে পারে। ( ২১ ফেব্রুয়ারি ১৮২৯ । ১১ ফাল্গুন ১২৩৫ ) নূতন খাল ।—অনেক কালাবধি কলিকাতায় যে খালকাটনের কল্পনা হইয়াছিল এক্ষণে তাহার আরম্ভ হইয়াছে সেই খাল চিতপুরের উত্তর ভাগহইতে বালিয়াঘাটার খালপৰ্য্যস্ত যাইবে তাহা আটার হস্ত গভীর ও আশী হাত চৌড় এবং তাহার উভয়দিগে চল্লিশ হাত চৌড় রাস্ত হইবে রাজা রামলোচনের রাস্তার নিকটে দুই তিন হাজার লোক সে খাল কাটিতে আরম্ভ করিয়াছে এবং অনুমান হয় যে এ বৎসরে তাহার অৰ্দ্ধেক কাটা যাইবে এবং তাহার উপরে দুই অথবা তিন লৌহের সাকো বসান যাইবে ইহাতে সেই অঞ্চলের অতিশয় উপকার হইবে তাহাতে মৃত্যুজনক যে ক্ষুদ্র বন ও বৃক্ষ আছে তাহা একেবারে পরিষ্কত হইবে ও ঐ স্থানহইতে সকল মাল একেবারে নদীতে পহুছিতে পারিবে । এই খাল কাটনের কল্প ইহার পূৰ্ব্বে তেরিট সাহেবকতৃক হইয়াছিল তিনি সেই কম্বের পরামর্শ শ্ৰীযুত লার্ড উএল্লেসলি সাহেবকে দিয়াছিলেন কিন্তু সে সময়ে তাহ সিদ্ধ হইল না তাহার পর মেজর সক সাহেব ঐ খালের এক নক্স করেন কিন্তু তিনি সেই কৰ্ম্ম সিদ্ধ না করিতে ব্ৰহ্মদেশের যুদ্ধে একটা গোলার দ্বারা মারা পড়িলেন। ঐ মেজর সক সাহেব এই সকল বিষয়ে যেমন বিজ্ঞ ছিলেন তত্ত্ব ল্য অন্য কোন সাহেব নাই কলিকাতা শহরের যে নক্সা এখন কলিকাতায় সকল লোকের ঘরে দেখা যায় তাহা মেজর সক সাহেব করেন তিনি কলিকাতা নগরের উপকারকরণে অনেক উদ্যোগ করিয়াছিলেন কিন্তু তাহার সাঙ্গকরণের পূৰ্ব্বে অকালে তিনি লোকগম্ভর গত হইলেন । - আমরা আরো শুনিতেছি যে ইটালি ও শিয়ালদহ ও বালিগঞ্জের নিকটে অনেক বড়২ পুষ্করিণী কাটাইৱা মৃত্যুজনক অনেক ক্ষুদ্রই ডোবা পূর্ণ করিতে শ্ৰীযুত লার্ড বেষ্টিঙ্ক
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।