N&8之 BJBDD egJSBBBBD BaL সাহেব নিশ্চয় করিয়াছেন এবং সেই কৰ্ম্মের নিমিত্তে নিকটস্থ জিলাহইতে বন্দুয়ানেরদিগকে আনিতে হুকুম করিয়াছেন সেই অঞ্চল যেমত সাজঘাতিক তেমন কলিকাতার অন্য কোন অঞ্চল নয় বিশেষতঃ ওলাউঠা কলিকাতার মধ্যে প্রবেশ করিলে সেই স্থানে অবস্থিতি করে । ১৮২৫ সালে অধিক লোক আপনারদের পরিজন লইয়া সেখানে আইল এবং সেখানে আপনারদের কুটার তুলিল কিন্তু সেখানে এমত ওলাউঠার প্রাবল্য হইল ধে স্বত ব্যক্তিবাহক গাড়ি সেখানে গিয়া পূর্ণ হইয় প্রতিদিন ফিরিয়া আসিত এই সকল উপকারের উদ্যোগ যখন সিদ্ধ হইবে তখন সকলেই অকুমান করিবেন যে সেই অঞ্চলের অস্বাস্থ্যতা নিবৃত্ত হইয়াছে যেহেতুক অতিনিবিড় বন ও পাতাপচা জলপ্রভৃতিতে লোকেরদের পীড়া জন্মে কিন্তু এইমত সাভঘাতিক স্থান যদি একবার খোলাসা হয় তবে ভাহাতে পীড়ার নামও থাকে না ।
( ও• মে ১৮২৯ । ১৮ জ্যৈষ্ঠ ১২৩৬ ) নূতন থাল —সংপ্রতি অবগত হওয়া গেল যে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের রাজপথের শোভা করিবার জন্য মোকাম পূৰ্ব্ব অঞ্চলহইতে এক বৃহৎ খাল আসিয়া পুরাতন বেলাধাটাপধ্যস্ত যাইয়া মিলিবে শুনিতে পাই য়ে ঐ খাল নৃতন বেল্যাদাটা দিয়া অনায়াসে যাইতে পরিবেক যাহ। হউক বাণিজ্য ব্যবসায়ি লোকেরদের অনেক উপকার জন্মিতে পরিবেক যেহেতুক অতিশীঘ্র এক স্তানহইতে অন্য স্থানে পহুছিবে এবং পূর্ব অঞ্চলে নৌকারোহণে অতি মুখে যাতায়াত করিতে পরিবেক কিন্তু কোন২ স্থানে ইহার আজ্ঞা হইবেক এ বিষয় নিশ্চয় হয় নষ্ঠ কেবল খাল প্রস্তুত হইয়া এক্ষণে দুই পার্শ্বে রাস্ত আরম্ভ হইয়াছে এতাবন্মাত্র গুনা গিয়াছে । ( বাঙ্গাল সমাচার পত্ৰহইতে নীত । ) ( ২ জানুয়ারি ১৮৩• । ২ • পৌষ ১২৩৬ ) নূতন খাল —আমরা অতিসম্ভোষপূর্বক প্রকাশ করিতেছি যে কলিকাতার পূর্বদিগে যে সকল উপকারক কৰ্ম্ম হইতেছিল তাহ অনেক প্রস্তুত হইয়াছে বিশেষতঃ ঐ খাল ভাগীরথী নদীঅবধি সরকিউলার রোড ঘূরিয়া লোণ জলের ষে স্থানে নৌকার গমনাগমন হইতে পারে সেই স্থানে মিলিবে । গত বৎসরের এমত সময়ে তাহার কিছু অম্বষ্ঠানও হয় নাই কিন্তু এখন তাহা প্রায় ইটালিপৰ্য্যস্ত কাটা হইয়াছে এবং দুই সাকো প্রায় প্রস্তুত হইয়াছে ও তাঙ্গর লৌহের কিঞ্চিৎ ভাগ গাথা গিয়াছে লোণাঙ্গলের অন্তরে খালের ১৫ ক্রোশপর্য্যস্ত পরিষ্কার করা গিয়াছে এবং স্থিরপ্রতিজ্ঞ ও পরোপকারক সরকারী কৰ্ম্মকারক মৃত মেজর সক সাহেব এই যে সকল কৰ্ম্মের নক্সা করিয়াছিলেন তাহ সমাপ্তকরণের অত্যন্ত্র বাকী আছে । এই খাল কাটনের তাৎপৰ্য্য এই যে উত্তরদেশজাত দ্রব্যাদি পূৰ্ব্ববৎ ঘূরিয়া না জাসিয়া সহজ ও সুগম পথ দিয়া কলিকাতায় আইসে প্রাচীন পখ দিয়া আগমনে অনেক