*8○ zBBBD KBB BBBBBBB BB BeeeS { ২৩ ফেব্রুয়ারি ১৮২২ । ১৩ ফাল্গুন ১১২৮ ) ইস্তহার —মোকাম কলিকাতার ২৭ বারের লাটরি যে হইবেক তাহাতে যে লাভ হইবেক তদ্বারা কলিকাতা শহরের পরিপাট হয় এমত শ্ৰীযুত কোম্পানী বাহাদুর নিদ্ধাৰ্য্য করিয়াছেন । লাটরিতে ৬০০০ ছয় হাজার টিকীট হইবেক ইহার মধ্যে ১৪৫৭ চৌদ্দ শত সাতাশ্ন টিকট মাল তদ্ভিন্ন ৪৫৪৩ চারি হাজার পাচ শত তেতাল্লিশ টিকীট ফরসা । এই টিকীট কলিকাতার টেনহালে ১৫ মার্চ মঙ্গলবারে দুই প্রহর বেলার সময়ে নিলামে বিক্রয় হইবেক তাহাতে ৬• • • • • ছয় লক্ষ টাকার নূ্যন ডাকিলে পাইবেক না ইহার অধিক যিনি ডাকিবেন তিনি পাইবেন --- ( ১ জানুয়ারি ১৮২৫ । ১৯ পৌষ ১২৩১ ) কলিকাতা লাটরি থেলা –গত বৃহস্পতিবারের গবর্ণমেণ্ট গেজেটদ্বারা অবগত হই। লাটরি খেলা সংক্ষেপে প্রকাশ করিতেছি । কলিকাতা নগরের শোভা করিবার নিমিত্ত্বে সন ১৮২৫ শালের প্রথম লাটরি গবর্ণমেণ্টদ্বারা স্থাপিত হইয়াছে তাহার ব্যাপার লাটরিকমিটীর আজ্ঞানুসারে মুপ্রিন্টেণ্ডেণ্ট করিলেন তাহার ধারা গত বারের ন্যায় প্রাইজ হইবেক । এবং সেই ধারা মাফিক খেলা হইবেক এবং টিকিট বাঙ্গালবেঞ্চে বিক্রয় হইবেক প্রত্যেক টিকিটের মূল্য ১০ • এক শত টাকা । ( ১ • মে ১৮২৩ । ২৯ বৈশাখ ১২৩০ ) কলিকাতার শোভা —এই মহানগরের সৌন্দর্য্যের নিমিত্তে অনেক প্রশস্ত রাজপথ ও নরদামা করা গিয়াছে এবং শহরনিবাসি প্রাচীন লোকেরা বোধ করিতে পারেন যে পূৰ্ব্বাপেক্ষায় কলিকাতার সুগঠন ও শোভা কত হইয়াছে । সংপ্রতি ভাগীরথী তীরে যে নুতন প্রশস্ত রাজপথ ও পোস্ত হইয়াছে সে পথ প্রায় পয়ত্রিশ হাত প্রশস্ত ও ঐ রাস্তার পাশ্বে পাকা নরদামা হইতেছে তাহ দিয়া গঙ্গার জল কলদ্বারা উঠিয়া সমস্ত শহরে যাইবে । এবং ঐ পোস্তার সর্বত্র ঘাসের চাপড়াদ্বারা অতিস্থশোভিত হইতেছে তাহাতে ঐ সকল পোস্ত জলপ্রবাহেতে ভগ্ন হইবে না । এই কৰ্ম্ম এইক্ষণে আতিশীঘ্ররূপে হইবে এমত বোধ হয় । অল্প কালেতে এই সকল সংপূর্ণ হইলে পর ভারতবর্ষের মধ্যে এ এক অপূৰ্ব্ব স্থান হইবেক । - ( ১৪ মার্চ ১৮২৯ । ২ চৈত্র ১২৩৫ ) এতন্নগরের শোভা —এতন্নগর শোভাকরণহেতুক রাজকীয় লোকের নানা প্রকার উদ্যোগ করিতেছেন বিশেষতঃ শুনা গেল যে এই কলিকাতার পূর্বদিগে এক থাল চিতপুরের উত্তরদিগ দিয়া বেলিয়াঘাটার খালের সহিত মিলিত হইবেক ইহার গহের
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।