পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞる@トの মই বাদ পত্রে মেকাণের কথা ( ১৮ সেপ্টেম্বর ১৮২৪ ৪ আশ্বিন ১২৩১ ) রজুময় পুল —উইকলি মেসেঞ্জর পত্রদ্বারা অবগত হওয়া গেল যে কলিকাতা অবধি কাশীপৰ্য্যস্ত সৈন্ত গমনাগমনের নিমিত্ত পথিমধ্যে তিন নদীর উপর তিনট। রজ্জ্বময় পুল প্রস্তুত হইয়াছে তাহাতে অন্য লোক সকলও স্বচ্ছন্দে গমনাগমন করিতেছে। প্রথম । কলিকাতাহইতে নুনাতিরেক ৪০ ক্রোশ বাস্কুড়ার নিকট যে নদী আছে তাহার উপর এক সাকো দীর্ঘ ১১০ হাত ও প্রস্ত ৬ হাত ৬ ইঞ্চি । দ্বিতীয় । হাজির বাগানের পশ্চিম যে নদী তাহার উপর এক সপকো হইয়াছে তাহার দৈর্ঘ্য ১০ হাত ও প্রস্তার ৬ হাত । তৃতীয় । কৰ্ম্মনাশা নদীর উপর ষে সাকো হইয়াছে তাহার দৈর্ঘ্য ২২১ হাত ও প্রস্তার ৬ হাত। এই সাকো শ্ৰীশ্ৰীযুত মহারাজ শিবচন্দ্র রায় বহাদরের অর্থদ্বারা প্রস্তুত হইয়াছে। t ঐ সকল সাকোর রজ্জ্ব অতিশয় শক্ত যেহেতুক কায়েব অর্থাৎ নারিকেলের ছোপড়ার রজুতে সকল প্রস্তুত হইয়াছে এবং তাঙ্গতে তার স্ত্রক্ষণ করা গিয়াছে ইহাতে বোধ হয় ঐ সকল রজ্জ্বময় পুল বহুকালস্থায়ী হইবেক । অপর আরে। অবগত হওয়া গেল যে তৎপ্রকাশকেরা অল্পমান করিতেছেন যে ক্রমে২ ঐ রূপ পুল হিমালয় পৰ্ব্বতপৰ্য্যন্ত হইবেক । ঐ সকল পুল ব্যয়বাহুল্যবিনা অনায়াসে প্রস্তুত হইতে পারিবেক । যেহেতুক যে যে স্থানে পুল প্রস্তুত হইবেক সেই২ স্থানে তদুপযোগি দ্রব্যাদির প্রাপ্তির সম্ভাবনা আছে। এ সকল হওয়াতে নানাপ্রকার উপকার দেখা যাইতেছে । আদৌ। যে সকল নদীর নিকট পুল প্রস্তুত হইয়াছে সে সকল স্থানে অনেক লোক দক্ষ্যহস্তে মারা পড়িয়াছিল সংপ্ৰতি সে সকল দস্থ্যভীতি নাই যেহেতু পুলরক্ষকেরা সে স্থানে সৰ্ব্বদা থাকে । দ্বিতীয় । যে সকল লোক উষ্ট্র বলদ ও মহিষাদিদ্বারা সওদাগারি করিত তাহারদিগের ঐ নদী সকল পার হওনে অত্যন্ত ক্লেশ ছিল এক্ষণে সে সকল ক্লেশ দূর হওয়াতে তাহারা অনায়াসে তৎকৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতেছে । - তৃতীয় । নানাদেশী তীর্থাভিলাষী সন্ন্যাসী এবং তত্তং স্থাননিবাসির স্বচ্ছন্দপূর্বক পার হইতেছেন তাহাতে কোনক্রমে ক্লেশের লেশঙ নাই । ( ২৪ জুন ১৮২৯ । ৮ আষাঢ় ১২৩৬ ) লৌহময় সেতু —পরম্পরা শুনা গেল ষে জিলা হুগলির জজ শ্ৰীযুত স্মিথ সাহেব হুগলি শহরের শোভার সীমা করিয়াছেন অর্থাৎ নানাদিগে রাস্ত করাতে অতি স্থপৃগু হইয়াছে অপর