\రిas মংবাদ পত্রে মোকালেৰ কথা ইহার কোন উপায় না হয় এবং বস্তার আরো বৃদ্ধি হয় তবে মনে করি যে বরিশালের অবস্থাপ্রাপ্ত হইবে । { ২ ৭ মে ১৮২৬ । ১৫ জ্যৈষ্ঠ ১২৩৩ ) নূতন দীপগৃহ —আমরা শুনিতেছি যে জগন্নাথ ক্ষেত্রের নিকট পাইণ্ট পালময়রাস নামে যে অস্তরীপ আছে তদুপরি এইযুত কোম্পানি বাহাদুর একটা দীপগৃহ গ্রন্থন করাইয়াছেন এবং অতিশীঘ্র তাহাতে দীপ দেওয়া যাইবেক ইহা হইলে হঠাৎ জাহাজ ঐ চড়ায় পড়িয়া মারা যাইবেক না । ঐ স্থানে এত ঘর হওয়াতে জাহাজ আগমনের অতিশয় স্বগম হইবেক যেহেতুক ইংল্পগুদেশহইতে যে সকল জাহাজ বাঙ্গলায় আইসে সে সকল জাহাজ চারি মাস কিম্ব সাড়ে চারি মাসপৰ্য্যস্ত অকূল সমুদ্রের মধ্যে থাকে পথিমধ্যে কোন স্থান বা কোন চিহ্ন দেখিতে পায় না। এই সাড়ে চারি মাসের মধ্যে তাহারদের ঘড়ি যদি পাচ মিনিট এদিগ ওদিগ হয় তবে সমুদ্রহইতে মোহনায় আসিবার স্থানের দশ ক্রোশের ব্যত্যয় হইতে পারে ইহাতে সুতরাং চড়ায় পড়িয়া জাহাজ মারা যাইবার আটক নাই এইপ্রযুক্ত সেই স্থানে সতত শঙ্ক আছে কিন্তু এক্ষণে যদি সেখানে সৰ্ব্বদা দীপ জলে তবে দূরহইতে লোকেরা ঐ আলোক দেখিয়া অনায়াসে আপনারদের পথের অনুসন্ধান করিতে পরিবেক । বিভিন্ন স্থানের ইতিবৃত্ত ( ১২ সেপ্টেম্বর ১৮১৮ । ২৮ ভাদ্র ১২২৫ ) গঙ্গাসাগরের বসতি –১ সেপ্তম্বর মঙ্গলবার তেনহলে অর্থাৎ সাধারণ ঘরে ইংল্পগুীয় অনেক লোক একত্র হইয়া গঙ্গাসাগর উপদ্বীপের বন কাটাইয়া বসতি করাইবার কারণ সকলে পরামর্শ করিলেন যেহেতুক সেখানকার বায়ু স্থখদ অতএব কলিকাতাস্থ লোক প্রভৃতির কোন রোগ হইলে তথা গিয়া থাকিয়া চিকিৎসা করিয়া তাহারা শীঘ্র সুস্থ হইতে পারেন। তাহারা অকুমান করিয়াছেন যে এই কৰ্ম্মে দুই লক্ষ টাকা ব্যয় হইবেক । এই টাক উৎপন্ন করিবার কারণ এক কোম্পানি স্থাপন হইবে তাহাতে দুই শত লোক থাকিবে তাহার মধ্যে অৰ্দ্ধেক - লোক ইংগ্রগুীয় ও অৰ্দ্ধেক এতদ্দেশীয় এবং তাহারা প্রতিজন এক ২ হাজার টাকা করিয়া দিবেন যদি এই কৰ্ম্ম স্থির হয় তবে সেখানে বসতি হইলে যাহারা টাকা দিবেন তাহারদের যথেষ্ট লাভ হইবেক কিন্তু এতদেশীয় লোকেরদের উপকার অতিশয় যেহেতুক ইংল্পতীয়েরদের পীড়া হইলে তাহারা জাহাজে অক্ষ দেশে যাইয় অরোগী হইয়া আইসেন এতদ্ধেশীয় হিন্দু লোকেরা জাহাজে চড়িয়া অন্য দেশে
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।