Nడి(Se BBB aJJSBBBBiB BaL হাজার বিঘা ভূমির বন কাটিয়া পরিষ্কার করিয়াছে এবং পূৰ্ব্বে সেখানে লোকেরদের অতিশয় পীড়া ও ব্যাঘ্র ভয় হইত এখন সে সকল কিছুই নাই । এবং অন্ত কতক ভাগ্যবান লোক সেই বিষয়ের অধ্যক্ষ সাহেব লোকেরদের নিকটে পঞ্চাশ হাজার বিধা ভূমির বন কাটাইবার কারণ ঠাক করিয়া লইতে চাহিয়াছিলেন কিন্তু অধ্যক্ষ সাহেবেরা তাহারদিগকে দিলেন না । এক শত মঘ লোকের ঐ কৰ্ম্মকারী সাহেব লোকেরদের নিকটে আপনারদের বসতির কারণ ঐ পরিষ্কৃত স্থানে ভূমি চাহিয়াছিল কিন্তু তাহার বিশেষ সমাচার পাওয়া যায় নাই । সেখানে যে স্থান বন কাটাইয় পরিষ্কৃত হইয়াছে সে স্থানে কৃষাণের কৃষি করিতেছে । * ( ২২ এপ্রিল ১৮২০ । ১১ বৈশাখ ১২২৭ ) # গঙ্গাসাগর —শ্ৰীযুত রামমোহন মল্পিক গঙ্গাসাগর উপদ্বীপে কপিল দেবের মন্দির নিৰ্ম্মাণ করিয়া ঘাট বান্ধাইবার কারণ পাচ হাজার বিঘা ভূমি লইতে চাহিয়াছিলেন তাহা পূৰ্ব্বে ছাপান গিয়াছে সে বিষয় স্থির করিবার কারণ গত ১৫ এফ্রিল তারিখে অধ্যক্ষ সাহেবেরদের সভা হইয়াছিল তাহাতে শ্ৰীযুত রামমোহন মল্লিকের দরখাস্ত মঞ্জুর হয় নাই । তাহার চেষ্টা এই ছিল যে কপিল দেবের যে সাবেক অধিকারিরা ছিল তাহারদিগকে দূর করিয়া আপনার অভিমত ব্রাহ্মণেরদিগকে সেই অধিকার দেন এবং তাহাতে যে দেবস্ব উৎপন্ন হয় তাহা আপন বশীভূত করিয়া রাখেন এবং পাচ হাজার বিঘ ভূমি দেবত্র হয়। এই বিযয় যদি অধ্যক্ষেরা গ্রাহ করিতেন তবে ঐ এক জন বিনা তাবৎ হিন্দু লোকেরদের অসস্তোষ হইভ তৎপ্রযুক্ত অধ্যক্ষ সাহেবেরা তাহার দরখাস্ত মঞ্জুর করিলেন না এবং অন্ত কোন লোক এই রূপ দরখাস্ত আর না করে এই নিমিত্ত সকলে দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছেন। এই মত অনুভব হয় যে ঐশ্ৰীযুত পূৰ্ব্বে কল্প করিয়াছিলেন যে গঙ্গাসাগরের তাবৎ ভূমি ভাগ্যবান হিন্দু লোকেরদের বসতি প্রভূতির নিমিত্ত তাহারদিগকে দিবেন কিন্তু কপিল দেবের মন্দিরের অধিকার ও সমুদ্রের- সন্মুখবৰ্ত্তি যাত্রিক লোকেরদের নিবাসস্থান কতক ভূমি কাহাকেও দিবেন না। এই বিবেচনার কারণ শ্ৰীশ্ৰীযুতের নিকটে অধ্যক্ষেরা নিবেদন করিবেন স্থির করিয়াছেন ও র্তাহার আজ্ঞা পাইলে অধ্যক্ষেরা কপিল দেবের মন্দির ও এক হাজার বিঘা ভূমি আপনারদের আয়ত্তে রাখিবেন তাহাতে অষ্ঠের কোন কতৃত্ব থাকিবে না । ،ته - { ১৩ এপ্রিল ১৮২২ ৷ ২ বৈশাখ ১২২৯ ) নূতন রাস্থ –মোং কলাগাছীহইতে গঙ্গাসাগর পর্য্যস্ত এক নূতন রাস্থা হইতেছে অকুমান হয় যে বর্ষারম্ভ না হইতে২ সে রাস্থা প্রস্তুত হইবেক । খাজুরিহইতে যে
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।