পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ ←»¢ግ ডাকের রাস্থা ছিল তাহাতে সাড়ে ত্রিশ ক্রোশ হাটিতে হইত এবং গঙ্গা পার হইবার কারণ ৫ পাচ ক্রোশ নৌকায় যাইতে হইত যে পাচ ক্রোশ নৌকায় গমন করিতে হইত সেও অতিসঙ্কট এবং কলাগাছীর নিকটে যাইত না ইহাতে সাগরের জাহাজস্থ লোকের কলিকাতা গমনাগমন অতিদুষ্কর ছিল এবং ইংল্লণ্ডে পত্র প্রেরণাথে সাগরে জাহাজে যাইতে হইলে অতিছুক্ষর ও অধিক কালবিলম্ব হইত তৎপ্রযুক্ত জাহাজ খুলিয়া গেলে পত্র ফিরিয়া প্রেরকের নিকটে আসিত কিন্তু এই নূতন রাস্থা হইলে কোন দুষ্কর থাকিবেক না যেহেতুক গদা পার হইতে হইবে না এবং কলাগাছীর মধ্য দিয়া নিৰ্ভয়ে গমনাগমন হইবেক ও সাড়ে ত্রিশ ক্রোশের অধিক চলিতে হইবে না ও সকল কালেই সমানভাবে যাতায়াত হইবে । অল্পমান হয় ষে এই নবীন রাস্থাতে শকটদ্বারা গমনাগমন হইবেক । এই রাস্থ কলাগাছীহইতে কল্পির মধ্য দিয়া রাজাফলার যে তিন ক্রোশ জঙ্গল ছিল তাহা কাটাইয়। রাস্থা হইয়াছে তাহার মধ্য দিয়া এক কালে গঙ্গাসাগরের দক্ষিণ ভাগে উঠিবেক । ইহাতে গঙ্গাসাগরের যাত্রিকেরদের যাতায়াতের কোন ভয় ও দুঃখ থাকিবেক না। ইহাতে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বহাছরের যে স্থখ্যাতি হইবে সে লিপি বাহুল্য যেহেতুক নানা ভয়প্রযুক্ত লোক যাইত না যদ্যপি কেহ২ ঘাইত তাহারা নানাবিধ কষ্ট পাইত । ( ২৪ জানুয়ারি ১৮২৯ । ১৩ মাঘ ১২৩৫ ) গঙ্গাসাগর –১৯১২ বৎসর হইল এতদেশের কৰ্ত্তারা ইংল্পওঁীয় সাহেবদিগকে গলসিগণ জমীদারী করিতে অনুমতি দিলেন ইহাতে ঐ স্থানের সকল বন কাটিবার নিমিত্তে এবং শস্যাদি জন্মাইবার নিমিত্তে এক কোম্পানি স্থির হইয়াছিল প্রত্যেক অশিতে এক হাজার টাকা করিয়া সহী করিলেন কিন্তু সকল অংশিরা সেই লেটায় প্রবেশ করিতে স্বীকৃত হইলেন না তাঁহাতে কলিকাতাস্থ ইংল্পওঁীয় মহাজন সাহেবের ঐ গঙ্গাসাগরের কএক ভাগ অংশ করিয়া লইয়া সেখানকার বন কাটিতে এবং শস্যাদি জন্মাইতে উদ্যোগ করিতে লাগিলেন কিন্তু বারস্বার তাহারদের সেই উদ্যোগ ব্যর্থ হইল যেহেতুক সে স্থান অতিশয় পীড়াজনক এবং বন কাটিতে২ কতক জন মজুর ও সাহেব লোক জরগ্রস্ত হইয়া লোকাস্তরগত হইলেন এবং সেই মিথ্যা উদ্যোগে তাহারা অনেক টাকা ব্যয় করিলেন তথাপি তাহার। তাহহেক্টতে নিরস্ত হইলেন না কিন্তু এক্ষণে তাহার ফল দেখা যাইতেছে যেহেতুক অনেক স্থানের বন কাটাইয়া এক্ষণে তাহাতে অনায়াসে শতাদি জন্মিতেছে এবং সেই খানে অনেক কৃষকের বাস করিতেছে ও এতদ্ধেশীয় জমীদারেরদের অধীনে ষে ভূমি আছে তাহাপেক্ষ এক্ষণে গঙ্গাসাগরের ভূমির অধিক মূল্য হইয়াছে কৃষকেরদের জমীদার সাহেবের সঙ্গে কখন কোন বিভ্রাট উপস্থিত হয় নাই এবং তাহারদের খাজান কখন কিছু বাকী থাকে না এবং সেই স্থানে কৃষিকৰ্ম্ম আরম্ভ হওয়া অবধি কোন দাঙ্গাপ্রভৃতিও হয় নাই এবং সেখানে পোলীসের কোন চাপরাসিও নাই । কলিকাতাহইতে আট ক্রোশ অস্তরে বজবজের সম্মুখে ষে এক হাজার বিঘা ভূমি এক