Nෂෂණූ সনংবাদ পত্রে মোকাবেলৰ কথা আটার ক্রোশ আস্তর কৰ্ম্মনাশা নদীর উপর দুই শত বার হাত লম্বা এক সেতু এই সেতু মহারাজ শিবচন্দ্র রায় বহাদরের ব্যয়েতে প্রস্তুত হইয়া গত বৎসরে স্থাপিত হইয়াছে। ভৈরব নদের সেতু ব্যতিরেকে অন্ত তাবৎ সেতুই তারলিপ্ত নারিকেলের কাতায় নিৰ্ম্মিত হইয়াছে কিন্তু ভৈরব নদের সেতু চোপ অর্থাৎ মহলাল নামে বৃক্ষের ছালেতে নিৰ্ম্মিত হইয়াছে এই বৃক্ষ রামগড়ের নিকট পৰ্ব্বতে অধিক জন্মে । এই সকল সেতুব্যতিরেকে আলিপুরের নিকট বেত্রনিৰ্ম্মিত এক সেতু আছে সে সেতু পশ্চাৎ শ্রীহটে যাইবেক । আমরা শুনিয়াছি যে মন্দ্রাজ ও বোম্বের বড় সাহেবেরা আজ্ঞা দিয়াছেন যে সে দেশের মধ্যে যেখানে২ সেতুর প্রয়োজন হইবেক সেখানে এইরূপ রজ্জ্বময় সেতু হইবেক । ( ২৬ জুলাই ১৮২৮ । ১২ শ্রাবণ ১২৩৫ ) কাশীপৰ্য্যস্ত বাম্পের নৌকার গমন –এ সপ্তাহে ইংরেজী সমাচারপত্রে কাশীপৰ্য্যস্ত বাস্পের নৌকা প্রেরণের বিষয়ের অনেক কথোপকথন লেখা আছে । লেখক সাহেবেরা বাম্পের নৌকার বিষয়ে কহেন যে যদি প্রত্যেক ঘণ্টায় ২ ক্রোশ করিয়া প্রতিদিন ১২ বার ঘণ্টা চলে তবে ১৩ দিনে কাশী পহুছিতে পারে এবং ৩৪ চারি দিনের মধ্যে ফিরিয়া আসিতে পারে। অন্য নৌকাদ্বারা এখন সেখানে যাইতে দুই মাসের নূ্যন কাল লাগে না।“ { ২৭ ফেব্রুয়ারি ১৮৩০ । ১৭ ফাল্গুন ১২৩৬ ) বারাণসের লোকসংখ্যাপ্রভৃতি —অতিশয় বিখ্যাত এই মহানগরের অতিসূক্ষ্মরূপে সংপ্রতি যে লোকসংখ্যার বিবরণপত্র সমাপ্ত হইয়াছে ভদ্বারা বোধ হয় যে তাহার বিশালতার বিষয়ে ইহার পূৰ্ব্বে যে সকল বেওরা প্রকাশ হইয়াছিল তাহ প্রকৃতাতিরিক্ত । ১৮০০ সালে তন্নগরের গৃহসকল গণনা করিয়া হিসাব করা গেল যে ঐ মহানগরনিবাসি ছয় লক্ষ লোক হইবে । পরে তাহার অন্ত এক হিসাবে তত্রস্থ আট লক্ষ লোক স্থির হইল কিন্তু ঐ দুই হিসাবের ফৰ্দ্দে বাটীর সংখ্যায় ভ্রান্তি ছিল না বটে কিন্তু গৃহপ্রতি নিবাসিরদের যে সংখ্যার অনুমান করা গেল তাহা যথার্থতিরিক্ত । সংপ্রতি ষে লোক সংখ্যা করা গিয়াছে তদ্বারা বোধ হয় যে গড়ে গৃহপ্রতি ছয় জন নিবাসি করিয়া নিশ্চিত করা উপযুক্ত । যে ষাত্রিলোকেরা সময় বিশেষে বারাণসে যাত্রা করিয়া তথাহইতে প্রস্থান করে তাহার এই হিসাবের মধ্যে গণিত নহে। কোন এক গ্রহণের তিন দিবস পূৰ্ব্বে রাজপথে ও খেয়ার নৌকার দ্বারা যে সকল লোকেরা ছাকনায়২ নগরে প্রবিষ্ট হইল তাহারদের সংখ্যাকরণের চেষ্টা পাওয়াতে চল্লিশ হাজার লোক গণিত হইয়াছিল কিন্তু অকুমান হইল যে পঞ্চাশ হাজারেরও অধিক নগরে প্রবিষ্ট হইল ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।