বিবিধ Neلاهوخ নূতন তহশীলদার চারি জন যে হইয়াছিল তাহারদের দ্বারা পুলিসের অধ্যক্ষেরা পুনৰ্ব্বার গণনা করিয়াছেন যে কলিকাতার সীমানার মধ্যে টুপীওয়ালা তের হাজার আট শত আটত্রিশ। মুসলমান আটচল্লিশ হাজার এক শত বাষট্টি। হিন্দু এক লক্ষ আটার হাজার দুই শত তিন । চীন দেশীয় চারি শত চৌদ্দ । একুনে এক লক্ষ আশী হাজার ছয় শত সতর । ( ২৩ ডিসেম্বর ১৮২৬ । ন পৌষ ১২৩৩ ) কলিকাতার বৃত্তাস্ত -এই মহানগর কলিকাতা পূর্বে এক খালেতে বেষ্টিত ছিল তাহাতে এই সহরকে খালকাটা বলিত আরো শুনা গিয়াছে যে ইংরাজের যখন এ দেশে প্রথম আগমন করিলেন তখন র্তাহারা হিন্দুস্থানের বাদশাহ আওরংজেবহইতে একখানি খাল অর্থাৎ চামড়ার মাপের জমি উপঢৌকন অর্থাৎ সওগাত পাইয়াছিলেন ইংরাজেরা সেক্ট মাপের জমি এই স্থানে লওয়াতে ইহার নাম থালকাটা হইল কিন্তু পূৰ্ব্বে ইহার নাম আলিনগর ছিল যখন আওরংজেব বাদশাহের সহিত ইংরাজদিগের সন্ধি অর্থাৎ সলা হইল তখন মেং চারনক সাহেব ইংরাজ কোম্পানির তরফ অধ্যক্ষ হইয়া হুগলিহইতে কুঠা উঠাইয়। শেষে ১৬৮৯৯০ সালে কলিকাতায় বসতি করিলেন এবং শত বৎসর গত না হইতে এই স্থান এক প্রধান নগর এবং রাজধানী হইল প্রথমতঃ এই দেশে মে চারনক সাঙ্গেব আসিয়াছিলেন ইহার বড় সাহস ছিল কিন্তু যুদ্ধে বড় নৈপুণ্য ছিল না। ১৬৭৮৭৯ সালে এক সুন্দরী যুবতী স্ত্রী বেশভূষাদি করিয়া আপন স্বামির শবসঙ্গ সহগস্ত্রী হইতে উদ্যতা হইবাতে ঐ মেং চারনক সাহেব তাহাকে দেখিয় তাহার রূপলাবণ্যে মুগ্ধ হইয়া বল দ্বারা আনিয়া তাহার সহিত বহু দিবস মুখেতে কালযাপন করিয়াছিলেন পরে তাহার ক্ষেত্রে ঐ সাহেবের ঔরষে কয়েক সস্তানও জন্সিয়াছিল পরে ঐ যুবতীর কালপ্রাপ্তি হওয়াতে সাহেব অতিশয় শোকাকুল হইয়াছিলেন । এই স্থান হইতে কয়েক ক্রোশ অস্তর ষাহাকে এক্ষণে বারাকপুর বলা যায় ঐ স্থানে চারনক সাহেব এক বৃহৎ বাঙ্গল ও বাজার কাইয়াছিলেন সে নিমিত্ত তদবধি ঐ স্থানকে চারনক অর্থাৎ চীনক কহা যায় । মেং চারনক সাহেব ১৬৯২ সালে ১০ জানুআরিতে পরলোকগত হন কিন্তু যদ্যপি পরমেশ্বর মৃত ব্যক্তিরদিগের জীবিতেরদের ন্যায় দৃষ্টি করিবার ক্ষমত দিতেন তবে এই মেং চারনক সাহেব আপন স্থাপিত ঐ দেশ এতাদৃশ সুশোভিত দেখিয়া কিপর্য্যস্ত আহলাদিত হইতেন তাহ বক্তব্য নহে যাহা হউক ঐ সাহেবের নাম কীর্তিদ্বারা অদ্যাপি কুপ্রকাশিত আছে এবং সকলের প্রাথন এই যে এই মহানগর কলিকাতার উত্তরোত্তর শ্ৰীবৃদ্ধি হউক খেদের বিষয় যে পূৰ্ব্বে দিল্লী ও কনৌজপ্রভৃতি অতিরম্য স্থান ছিল এক্ষণে ক্রমে তাহার হ্রাস হইতেছে —সং চং ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।