❖ግ8 aJBD BBBD BBBD DBOLL কেবল হয়। আর যদি ঐ ছয় মাসের মধ্যে কোন বৈলক্ষণ্য না হয় এবং পরে সে বেশুীচরণ করিলেও নিন্দনীয় হয় না যেহেতুক প্রথম পরীক্ষা করিয়া গ্রহণ করিয়াছে। নানা কথা ( ১লা জানুয়ারি ১৮২০ । ১৮ পৌষ ১২২৬ ) বৎসরারম্ভ —অদ্য ইংল্পওঁীয়েরদের নূতন বৎসরারম্ভ হইল অতএব গত বৎসরে স্কুল২ যে২ কৰ্ম্ম এই দেশে নিম্পন্ন হইয়াছে তাহ লিখি। এই বৎসর এতদেশীয় লোকেরা সহমরণ বিষয়ে সদসদ্বিবেচনার নিমিত্ত পুস্তক প্রস্তুত করিয়া ছাপাইয়া পরস্পর বাদানুবাদ করিতেছেন। পূৰ্ব্বে এতদেশীয়েরদের এমত ব্যবহার ছিল না সকল লোকেই ধারাবাহিক ব্যবহারেই চলিতেন এখন এইরূপ বিবেচনা হওয়াতে হিন্দু শাস্ত্রের যথার্থ ব্যবস্থা স্থির হইবেক । সংপ্ৰতি কেবল সহমরণের বিষয়ে এইরূপ বিবেচনা আরম্ভ হইয়াছে আমরা অনুমান করি যে অন্য২ বিষয়েও এইরূপ সদসদ্বিবেচনা হইবেক । কোন বিষয় বাদি প্রতিবাদি মুখেতে পুনঃপুন বিবেচিত হইলে তাহা স্বদঢ় হয় এবং ভাষাতে ছাপাইলে ইতর লোকেরাও জানিতে পায়। পূৰ্ব্বে শাস্ত্রীয় ব্যবস্থা কেবল পণ্ডিতেরদের অন্তঃকরণেই গুপ্ত থাকিত সেই পণ্ডিতেরদের উপাসনা ব্যতিরেকে অজ্ঞান লোক জানিতে পারিত না এখন এই রূপ হওয়াতে সৰ্ব্ব সাধারণ উপকার হয়। ইংলণ্ড ও ফ্রান্স ও রুষিয়া প্রভৃতি দেশেতে এই রূপ ধারা সৰ্ব্বত্র আছে । লক্ষ্মণেয়ের নবাব গাজুদ্দীন হয়দর বাহাদুর পূর্বে উজীর নবাব নামে খ্যাত ছিলেন। এই বৎসরে শ্ৰীশ্ৰীযুত তাহাকে অযোধ্যার রাজা খেতাব দিয়া সিংহাসনে বসাইয়াছেন । ইহাতে তাহার এই লাভ হইল যে পূর্বে তিনি দিল্লীর বাদশাহের চাকর ছিলেন এখন তিনি স্বতন্ত্র এক রাজা হইলেন । - এই বৎসরে কচ দেশে ইংগ্রগুীয়ের যুদ্ধ করিয়া সে দেশাধিকার করিয়া সেখানে রাজ্য করিতেছেন । এই বৎসরে ব্রহ্মা দেশের প্রাচীন রাজা লোকান্তরগত হইয়াছেন তাহার পৌত্র রাজা হইয়াছেন । এই ব্ৰহ্মা দেশের নাম পূৰ্ব্বে বণ্ড ছিল পরে এই রাজার পূর্ব পুরুষ ঐ বণ্ড দেশ জয় করিয়া তাহার নাম ব্রহ্মা দেশ রাখিলেন । এই রাজারদের বংশের মধ্যে এই ব্যক্তি অনেক কাল রাজ্য ভোগ করিয়াছেন । - এই বৎসরে সিংহলদ্বীপে সেখানকার দুষ্ট লোকের কতক লোকেরদিগকে ইংগ্রওঁীয়েরদের সহিত ক্ষুদ্র ২ যুদ্ধে প্রবৃত্ত করাইয়াছিল তাহাতে সেখানে অসামঞ্জস্য অনেক উপস্থিত হইয়াছিল তাহা এখন শাস্তি হইয়াছে। এই বৎসর জুন মাসে এক মহাভূমিকম্প হইয়াছে তাহার মত ভূমিকম্প তৎকাল হয় নাই
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।