পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ Neth్స এত কুসমাচারের পর কিঞ্চিৎ সুসমাচার দিতে আমারদের অধিক সন্তোষ অতএব তাহা দি । কচ্ছ দেশে গত ভূমিকম্পম্বারা সকল দেশহইতে অধিক বিভ্রাট হইয়াছে তৎপ্রযুক্ত ঐশ্ৰীযুত কোম্পানি বাহাদুর সেখানে রাজকর বন্দ করিয়াছেন। এবং বোম্বইয়ের তাবৎ ইংল্পওঁীয় লোকেরা সকলে ঐ কচ্ছ দেশীয় লোকেরদের উপকার নিমিত্ত চান্দা করিয়া টাকা দিতেছেন তাহাতে কোম্পানী বাহাদূর নিজে চারি হাজার ও তথাকার বড় সাহেব নিজে পাঁচ শত টাকা ইত্যাদি রূপে সকলে দিতেছেন । ( ২ অক্টোবর ১৮১৯ । ১৭ আশ্বিন ১২২৬) ভূমিকম্প —কচ্ছ দেশে পুনৰ্ব্বার ভূমিকম্প হইতেছে এবং এই বিষয়ে সে দেশে হাস্তাস্পদ হইয়াছে যেহেতুক সেখানে প্রায় নিত্য ভূমিকম্প হইতেছে ইহাতে তদেশীয়েরা কেহ২ কহে যে এই কচ্ছ দেশ পৃথিবী ছাড়া এবং পৃথিবীর সহিত কেবল এক রজ্জতে ঝুলান সমূত্রে ভাসিতেছে কেহ২ কহে যে পৃথিবী ছাড়া কচ্ছ দেশ সমুদ্রে ভাসিতেই আরব দেশে যাইতেছে তৎপ্রযুক্ত নিত্য ভূমিকম্প হয়। ( ৬ নবেম্বর ১৮১৯ । ২২ কাৰ্ত্তিক ১২২৬ ) ভূমিকম্প –মোং চাটিগ্রামে ১৩ আকৃটােবর অবধি বিশ দিনপর্যন্ত চারিবার ভূমিকম্প श्ब्रांरछ् । ( ২৯ নবেম্বর ১৮২৪ । ৬ অগ্রহায়ণ ১২৩১ ) ভোজবিদ্যা –রাম স্বামী নামে এক জন এতদেশীয় লোক আমেরিকা দেশে ভোজবিদ্যাপ্রভাবে একুশ বুরুল একখান তলবার পুনঃ২ গ্রাসোদগার করিয়া অনেককে চমৎকৃত করিয়াছে ও আপনার থলি পূর্ণ করিতেছে। { ২৭ জানুয়ারি ১৮২১ । ১৬ মাঘ ১২২৭ ) নূতন ছাপা প্রকরণ –ছাপার কৰ্ম্ম প্রথম ইংল্পগু দেশহইতে নানা দেশে হইয়াছে তাহাতে গ্রন্থাদি ছাপা করিলে সে গ্রন্থ অনেক হয় ও কখনও লুপ্ত হয় না ইত্যাদি ছাপা কৰ্ম্মের গুণের পরিসীমা নাই। সম্প্রতি সমাচার আসিয়াছে ষে জৰ্ম্মণি দেশে এক প্রকার নূতন ছাপা সৃষ্টি হইয়াছে সে অতি আশ্চৰ্য্য তাহার বিবরণ এই ৷ এক প্রকার কালি করিয়াছে সেই কালি দ্বারা কাগজে লিথিয়া এক প্রকার কোমল পাথরের উপরে চাপা দিলে তাবৎ অক্ষর কাগজহইতে উঠিয়া ঐ পাথরে লাগে কিঞ্চিৎ কাল পরে সেই সকল অক্ষর পাথরের উপরে কিঞ্চিৎ স্ফীত হইয় উঠে তাহাতে অস্ত কালি দিয়া কাগজ ছাপাইলে উত্তম ছাপা হয় এবং এক লক্ষ ফর্দ ছাপা হইলেও কিছু মন্দ হয় না আদ্যন্ত সমান ছাপা