NEy= ది মংবাদ পত্রে মেনকালোক কথা হয়। এই রূপে যে ছাপা হইতেছে সে ছাপার কাগজ শ্রীরামপুরের ছাপাখানাতে আসিয়াছে এবং সে কল ইংল্পগু দেশে গিয়াছে এবং শ্রীরামপুরের ছাপাখানাতে শীঘ্ৰ আসিবেক । ( ১৮ জুলাই ১৮২৯ । ৪ শ্রাবণ ১২৩৬ ) নেপালের কাগজ –নেপালেতে কাগজের মূল বস্তুহইতে যে কাগজ প্রস্তত হয় তাহ যে অতিশয় দৃঢ় ও চিরস্থায়ি তাহ সংপ্ৰতি দৃষ্ট হইয়াছে । কিছু কাল হইল তাহার যৎকিঞ্চিৎ ইংমণ্ডদেশে প্রেরিত হইয়া তাহাতে ব্যাঙ্ক নোটের নিমিত্তে কাগজ প্রস্তুত হইয়াছে এবং কথিত আছে ষে ইহার পূৰ্ব্বে প্রাপ্ত সকল কাগজহইতে তাহার উপরে শ্রেষ্ঠতমরূপে মুদ্র হইয়াছে যদি ইহার মূল বস্তু প্রচুররূপে পাওয়া যাইত তবে তাহ এ দেশহইতে যে এক রপ্তানীর বস্তু হইত তাহাতে সন্দেহ নাই কিন্তু র্যাহারা সে দেশে পরিভ্রমণ করিয়াছেন এবং সে বিষয়ের তত্ত্বাবধারণ করিয়াছেন তাহারদের স্থানে আমরা শুনিয়াছি যে বৰ্ত্তমান কালে কাগজের যন্ত্রে যোগাইবার উপযুক্ত এই কাগজীয় বস্তু নেপালদেশে উৎপন্ন হয় না। শণ যদি চুণেতে ডুবান না যায় এবং টেকির আঘাত যদি তাহাতে না হয় তবে তাহাহইতে উৎপন্ন যে কাগজ ভাহা অামারদের দৃষ্টে সৰ্ব্বাপেক্ষা শক্ত বোধ হয় তাহা প্রায় পার্টমেন্টের তুল্য শক্ত এবং কীটের অভেদ্য। কিন্তু তাহ এমত দৃঢ় যে তিসিজাত ছাট চূর্ণকরণেতে যত কাল ব্যয় হয় তাহার তিনগুণ পরিশ্রম ইহা চূর্ণকরণে লাগে এই নিমিত্তে অধিক ব্যয় না হইলে সেই কাগজ প্রস্তুত হইতে পারে না । ( ১ আগষ্ট ১৮২৯ । ১৮ শ্রাবণ ১২৩৬ ) দীর্ঘজীবী –জিলা নবদ্বীপের উখড় পরগনার মধ্যে শিমহাট গ্রামের শ্ৰীযুত রামশরণ ভট্টাচার্য্যের বয়ঃক্রম ১১• এক শত দশ বৎসর হইয়াছে অদ্যাপিও আহার বিলক্ষণ আছে এবং এক পোআ পথের মধ্যে গমনাগমনে কাতর নহেন বুদ্ধির ভ্রম কিছুমাত্র হয় নাই শ্রবণপথের ব্যাঘাতের বিষয় কি স্কুল পদার্থষ্টির হানি হয় নাই ইহাতেই অনুমান হয় আরও দশ বৎসর স্বচ্ছদে জীবিত থাকিতে পারেন। অামারদিগের এ প্রদেশে এতাদৃশ বয়স্ক মনুষ্য সংপ্রতি দেখা শুনা যায় নাই•••।—সমাচার চন্দ্রিকা । ( ১ জাঙ্গুয়ারি ১৮২৫। ১৯ পৌষ ১২৩১ ) গত বৎসরের মধ্যে আমারদের জ্ঞাতসারে যেই কৰ্ম্ম হইয়াছে তাহ পাঠকবর্গের সন্তোষার্থে সংক্ষেপে প্রকাশ করা যাইতেছে ।••• ১ মার্চ তারিখে কলিকাতার জরনেল আপিসে এক নূতন ইংরাজী সমাচারপত্র প্রকাশ হয় ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।