পরিশিষ্ট ‘বঙ্গদূত’ হইতে সঙ্কলিত কলিকাতার ইম্পিরিয়াল লাইব্রেরিতে বঙ্গদূত’ নামে একখানি বাংলা সাপ্তাহিক পত্রের প্রথম বর্ষের কতকগুলি সংখ্যা আছে ; তাহা হইতে সমস্ত জ্ঞাতব্য তথ্য সঙ্কলিত হইল । “বঙ্গদূত পত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮২৯ সনের ৯ই মে তারিখে। প্রথম বৎসরে ইহার সম্পাদক ছিলেন—নীলরত্ব হালদার। দ্বারকানাথ ঠাকুর, রামমোহন রায়, প্রসন্নকুমার ঠাকুর প্রভৃতির চেষ্টায় কাগজখানি প্রকাশিত হয় । তাহারা সকলেই মাস-তিনেকের জন্ত ইহার স্বত্বাধিকারীও ছিলেন।
শিক্ষণ ( ১৯ অক্টোবর ১৮২৯। ২৫ আশ্বিন ১২৩৬ ) শিমুলাতে স্কুল –শিমুলার এমহষ্ট ষ্ট্রীটের পূৰ্ব্বপাশ্বে শ্ৰীযুত মেকালি সাহেবনামে একব্যক্তি এক স্কুল করিবেন কল্প হইয়াছে তথায় ইংরাজী বাঙ্গাল পারস্য সংস্কৃত লাটিন প্রভৃতি পাঠের আলোচনা হইবেক দুইপ্রকার হার হইয়াছে শুনিতেছি যে পারস্ত সংস্কৃত এবং লাটিনের পাঠে ৪ চারিমুদ্র আর তদ ভিন্ন ভাষা সকলের অধ্যয়নে তিনমুদ্রা মাসিক বেতন লাগিবেক আমরা অনুষ্ঠান পত্রাবলোকনে দেখিলাম ষে বালকের বয়ঃক্রমের বিবেচনা বুঝি ইহাতে নাথাকিবেক অর্থাৎ, অধিক বয়স্ক ব্যক্তিরাও পাঠ করিতে পারিবেন ইহাতে আমরা আহলাদিত হইলাম কেননা অন্য২ পাঠশালায় বয়ঃক্রমের বিবেচনা জন্য অনেকজন পাঠাভিলাষ করিলেও অধিক বয়ঃক্রম জন্য তাহ হইতে পারিত না ইহাতে হইবার সম্ভাবনা বটে অনুমান করিতেছি পাঠশালা অগোঁণেই খুলিবেন ইতি। ( ২৬ ডিসেম্বর ১৮২৯। ১৩ পৌষ ১২৩৬ ) সাম্বৎসরিক পরীক্ষা —শ্ৰীযুত ড্রেমও সাহেব ও শ্ৰীযুত উইলসন সাহেবের ধৰ্ম্মতলা একেডেমি নামে বিদ্যালয়ের ছাত্রেরদের পাঠের গত শনিবার পরীক্ষা ও তজ্জন্ত অনেক সাহেব ও বিবি লোকের সমাগম হইয়াছিল প্রবুত রিবেরেও উলিএম আদম সাহেব এবং শ্ৰীযুত ড্রেজেরিও সাহেব পরীক্ষা লইলেন কুমার অপূৰ্ব্ব কৃষ্ণ বাহাদুর প্রভৃতি ৮৬ জন বালক অপূৰ্ব্ব রূপে বিবিধ শাস্ত্রের পরীক্ষা দিলেন পরে বিজ্ঞ অধ্যাপকেরদের কতৃক কোন২ বালক পুস্তক ও কেহ২ রৌপ্যনিমিত গোলাকৃতি বিশেষে গ্রথিত হার স্বরূপ উপহার পাইয়াছেন। —সং কোং