Nめb〜○ সংবাদ পত্রে মেকালেৰ কযু বন্দোবস্ত করণে অনিচ্ছুক থাকে অতএব যদি তাহারা বন্দোবস্ত হওনের আর এই উপায় জানিতে পারে তবে নীলকর সাহেবেরদের উপরে অশেষ দায় ঘটিবে ॥ ( ১১ জুলাই ১৮২৯ । ২৯ আষাঢ় ১২৩৬ ) শ্ৰীযুত বেঙ্গাল হেরাল্ড সম্পাদকেষু— আমার পূর্বপত্রে এতদেশীয় লবণ ব্যাপার সংক্রাস্ত কাৰ্য্যকারকের প্রতি কোন ইংলওঁীয় মহাশয় কর্তৃক যেসকল দোষারোপ হইয়াছিল তাহার উদ্ধারের চেষ্টায় স্বীকৃত ছিলাম, অতএব এই কএক পংক্তি লিখিতেছি । নিবেদন এরূপ দোষারোপ সকারণ ব্যতীত নিষ্কারণ নহে, যেহেতু মনাপলী অর্থাৎ লবণ ব্যবসায়ের একাধিপত্য সংজ্ঞ সকলেরি অপ্রিয়, স্বতরাং ইহাতে আপনকারদিগের তাদৃক ক্ৰোধোৎপত্তি হইতে পারে যেমন পূৰ্ব্বে দেড়শত বৎসর গত হইল আপনকারদিগের দেশে ডাকিনী বিদ্যার নাম শুনিলে সকলের কোপাগ্নি প্ৰজলিত হইত। তৎকালে তৎপ্রদেশে বৃদ্ধাস্ত্রী দেখিলেই ডাকিনী কহিত এবং তজ্জন্য জলে মগ্ন করিয়া প্রাণদণ্ড করিত তদ্রুপ এক্ষণে কোন ব্যক্তিকে লবণ ব্যাপারে ব্ৰতি কহিলেই তৎপ্রতি সেইরূপ সন্দেহ উপস্থিত হয়, যদ্যপি তাহাকে ইংলণ্ডীয় মহাশয়র মহত্ত্বত ক্রমে অন্ত কোন দুৰ্ব্বাক্য দ্বারা অপবাদি নাকরেন কিন্তু সান্ট এজেন্ট অর্থাৎ লবণ বাণিজ্যের সম্পাদক বলিলেই তৎক্ষণাৎ সে তাৎপৰ্য্য সিদ্ধ হয়, ফলিতাৰ্থ ইংলওঁীয় মহাশয়রা এদেশীয় ভাষা সুন্দর জ্ঞাত নহেন যদি জ্ঞাত হইতেন তবে অবশুই তন্তুাষায় দুৰ্ব্বাক্য কহিতেন, সে যাহা হউক আমার এরূপ লেখাতে এমত জ্ঞান করিবেন না যে এতদ্দেশীয় রাজকীয় কোন কৰ্ম্ম সংক্রাস্ত কাৰ্য্যকারক বাঙ্গালিরদিগের দুনাম দূরীকরণার্থে তাবৎ লোকের সহিত বিবাদ করিতে উদ্যত হইয়াছি, অতএব আমি স্বীকার করিতেছি যে যষ্টি বর্ষ গত হইলে লার্ড কার্ণওয়ালিস্ সাহেব কর্তৃক উপযুক্ত বেতন নিরূপণের পূৰ্ব্বে ইংলণ্ডীয় মহাশয়েরা যাদৃক্ দোষাপদ ছিলেন এক্ষণে এতদ্দেশীয় বাঙ্গালী কাৰ্য্যকারকেরা তদ্রুপ অবস্থাধীন তাদৃক্ বটেন। অনুমান এই যে এতদ্দেশীয় থানাদার ও আমীন নমকের দারোগ প্রভৃতি কোম্পানীর কৰ্ম্মে তিন চারি কোটি টাকা এককালে সংগ্ৰহ করিয়া রাজপুতের রাজ্যে প্রস্থান পূৰ্ব্বক বৃহৎ অটুটালিকোপরি তৎস্থানীয় ঠাকুর সংজ্ঞক ভূমিকেরদিগের সমভিব্যাহারে প্রতিযোগিল্পপে বাস করিলে করিতেও পারেন, কিন্তু পূৰ্ব্বকার এতদেশবাসি ইংলণ্ডীয় সকলেতেও এদুষ্টাস্তের অপ্রাচুর্ঘ্য ছিলন যেকালে কৌন্সলের মেম্বর কেবল ষোল শত তস্ক বার্ষিক বেতন পাইতেন ও স্থলেখক হইলে কিম্বা অন্ধবিদ্যায় বিলক্ষণ নৈপুণ্য থাকিলে আটশত ভঙ্কা বেতনাধিক্য হইত, কিন্তু অন্ধনিপাভনে কিঞ্চিৎ বৈলক্ষণ্য ঘটিলে আমারদিগের স্বদেশীয়েরা আপনকারদিগের পূৰ্ব্বপুরুষেরদিগকে অতিশয় নিন্দাবাদ করিতেন, এবং এদেশীয় নব্য সম্প্রদায় যাহারা পাঠশালা হইতে আগু নির্গত ও স্বাভাবিক রাগত তাহারা ইংলণ্ডীয়েরদের স্ত্রীলোককে অপমান পূর্বক ডাকিতেন, অধিকন্তু অঙ্ক দোষে পাদুকা বা বংশ দ্বারা রোষ প্রকাশ করিতেন, কিন্তু প্রবীণ ও
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।