পরিশিষ্ট্র—‘ৰঙ্গদূত’ হইতে সঙ্কলিত N5ఫి( পরিবেন না বরং এক্ষণে ষে দুঃখ কেবল দুই এক কথার দ্বারা অনায়াসেই নিবারণ হইতে পারিত তাহা ইহার পর নিঃশব্দ হইয়া সহিয়া থাকিতে হইবেক । ( ২৬ ডিসেম্বর ১৮২৯। ১৩ পৌষ ১২৩৬ ) কীৰ্ত্তি র্যস্ত সজীবতি –লক্ষ্মণে নিবাসি শ্ৰীলশ্ৰীযুত নওয়াব মুস্তেজমদৌল মিহিন্দি আলি খান বাহাদুর যিনি দশ বৎসরাবধি ফতেগড় মোকামে অবস্থিতি করিয়া আছেন তিনি গত গবর্ণর জেনেরল লার্ড মায়রা সাহেবের আমলে শাহজাহানপুরের খনেীত নদীর উপরে সেতু বন্ধনার্থে ১৮• • • • টাকা বন্ধান করিয়া দিয়াছিলেন ঐ পুল উৰ্দ্ধেতে ১৮০০ ফুট পরিমিত যাহা ছয় বৎসরে নিৰ্ম্মিত হইয়াছে । ষে কালে দ্বিতীয় গবর্ণর জেনেরল লার্ড এমহষ্ট সাহেব পশ্চিমাঞ্চলে শুভগমন করিয়াছিলেন তখন ঐ বৃহদ্ব্যাপার দেখিয়া পরম হৰ্ষিত হইয়াছিলেন কোম্পানির অধিকারে এতাদৃশ উপকারে উপকারি দেখিয়া লার্ড মায়রা সাহেব পরমহলাদ ও ধন্যবাদ সূচক এক প্রশংসাপত্র ঐ নওয়াব বাহাদুরকে লিখিয়াছিলেন । সংপ্ৰতি ঐ পূৰ্ব্বোক্ত নওয়াব বাহাদুর পুনৰ্ব্বার ঐ প্রকার চমৎকার সাহস ও দানশীলতা প্রকাশ করিয়াছেন যে শ্ৰীযুত কাপ্তেন ফুলটন সাহেবের প্রার্থনাতে ফতেগড় মোকামে দুইটা পুল এবং শ্ৰীযুত নূনহেম সাহেবের নিবেদন করাতে ময়িন পুরের পথে তিনটা পুল বান্ধাইয়া দিয়াছেন ঐ স্থানে বর্ষাকালে অনেকানেক লোক জলে মগ্ন হইত এবং পথিকের পথ রোধ হইত। এতদ্ভিন্ন খোদাগঞ্জ ও জালালাবাদ অঞ্চলে আর তিনটা পুল বান্ধাইতেছেন তন্মধ্যে জালালাবাদের দুষ্ট পুল যে স্থানে হইতেছে সেস্থানেও বর্ষাকালে ঐ রূপ দুরবস্থা এবং খোদাগঞ্জের নীচে কালীনদীর উপর ষে এক পুল বান্ধ যাইতেছে তথায় পূৰ্ব্ব কালে সরকারের প্রধান২ লোক পুলবন্ধি করিতে চেষ্টা পাইয়াছিলেন কিন্তু জলের প্রবাহ হেতু তৎকৰ্ম্ম নিৰ্ব্বাহ হয় নাই সংপ্রতি সেই কালীনদীর পুল প্রস্তুত হইয়াছে অপর ফতেগড়ে ও কালীনদীর তীরে নানামৌঘাটে ও কানপুরের নদীতীরে ও শাহজাহানপুরে খনেীত নদীর ধারে ও জালালাবাদে পথিকলোকের বাসোপযুক্ত বিস্তারিত ইষ্টক নিৰ্ম্মিত এক একটা সরাই প্রস্তুত করাইতেছেন এই বিখ্যাত পুণ্যবস্ত দাস্ত নওয়াব বাহাদুর যে রূপ নিস্বার্থে কেবল পরার্থে লক্ষ লক্ষ টাকা বিতরণ পূর্বক লোকোপকার ও সরকারের অধিকারের অধিক শোভার বিস্তার করিতেছেন এই দৃষ্টাস্তে অন্তই বিপুল ঐশ্বৰ্য্যশালী ধনবান লোক যদি এতাদৃশ সৎ প্রবৃত্তিতে প্ৰবৰ্ত্ত হয়েন তবে ইহসংসারেও যশের ভাজন হইতে পারেন... ৷
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।