Nడి:Ne মংবাদ পত্রে মোকালেৰ কথা ধৰ্ম্ম ( ১০ অক্টোবর ১৮২৯। ২৫ আশ্বিন ১২৩৬ ) শারদীয় মহোৎসব। শ্ৰীযুত বঙ্গদূত সম্পাদক মহাশয়েষ্ণু —এই কলিকাতা রাজধানীমধ্যে শারদীয়মহোৎসবে ত্ৰিবিধলোকের অালয়েই জগদীশ্বরীর পূজা হয় সকলে স্বস্বমতে ও বিভবাকুসারে নানোপচারে তাহার আরাধনা করিয়া থাকেন কেহবা ইতরাঙ্গ রাগরজের বাহুল্য না করিয়া মুখ্যাঙ্গ হোম যাগ যজ্ঞাদি ও বিবিধোপহারে পূজা সাঙ্গ করেন কেহবা মহাঘট পূর্বক ঝাড় লন্টন বাদ্য নাচ কাচের আধিক্য পূৰ্ব্বক প্রকৃত কাৰ্য্য পূজা সংক্ষেপেই সারেন কেহব উভয়েই সমান আয়োজন করেন তন্মধ্যে কতক লোক ভবনমধ্যে কিরূপ করেন তাহা ছৰ্গাই জানেন কিন্তু বহিস্কারে সারজন সস্তরী স্থাপন করিয়া কিয়দ্ব্যক্তি নিমন্ত্রিত ব্যতীত দর্শনাকাজিফ লোকেরদিগকে ভবন প্রবেশে নিরাশ করেন কিন্তু দ্বারের সম্মুখবর্তি পথহইয়া গমন করিলে বিহারের পরিবর্তে গাত্রে বেত্র প্রহার করিয়া থাকেন বোধহয় তদগ্ৰহপতিরা এই সকল আচরণকেই ভগবতীর সন্তোষের মূল কারণজ্ঞান করেন সে যাহাহউক এবংসর ৪৫ স্থানে বৃহৎ সমারোহ হইয়াছিল বিশেষত vমহারাজা নবকৃষ্ণ বাহাদুরের দুই বাটতে নবমীর রাত্রে শ্ৰীশ্ৰীযুত গবরনর জেনেরল লার্ড বেণ্টিঙ্ক বাহাদুর ও প্রধান সেনাপতি শ্ৰীশ্ৰীযুত লার্ড কম্বরমীর ও প্রধান২ সাহেবলোক আগমন করিয়াছিলেন পরে দুইদণ্ড পৰ্য্যন্ত নানা আমোদ ও নৃত্যগীতাদি দর্শন ও শ্রবণকরত অবস্থিতি করিয়া প্রীত হইয় গমন করিলেন। ইংরেজ লোকের গতিবিধি ঐ রাজার দুই বাট ও y রাজা রামচাদের বাট ও y দেওয়ান শান্তিরাম সিংহের বাট এই তিন বাটতে প্রায় ছিল অন্যত্র অত্যয় । বিশেষত সিংহ দেওয়ানের বাটতে পূজার চিহ্ন ঘোড়াসাকোর চতুরস্র পথে এক গেট নিৰ্ম্মিত হইয়৷ তদবধি বাটীর দ্বার পর্য্যস্ত পথের উভয় পাশ্বে আলোক হইয়াছিল ভtহাতে র্যাহারা ঐ বাটীর পূজার বার্তা জানেন না তাহারাও ঐ গেট অবলোকন করিয়া সমারোহ দর্শনেচ্ছুক হইয়া ঐ অবারিত দ্বার ভবনে গমন করিলেন আপামর সাধারণ কোন লোকের বারণ ছিলনা উপরে নীচে র্যাহার যেখানে ইচ্ছা আসনে উপবিষ্ট হইয়া নৃত্য গীতাদি স্বচ্ছন্দে দর্শন শ্রবণ করিলেন তাহাতে কোন হতাদরের বিষয় নাই।•••—কস্যচিৎ দর্শকস্ত । -
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।