পরিশিষ্ট—“ৰঙ্গদূত’ হইতে সঙ্কলিত -5:్పగి বিবিধ ( ৬ জুন ১৮২৯ ।। ২৫ জ্যৈষ্ঠ ১২৩৬ ) নুতন ডাকঘর ॥—গত ২৩ মে তারিখে রোজারি ও কোম্পানি কলিকাতায় এক আন৷ মাগুলের ডাকঘরস্থাপনের বিষয়ে আপন সকল কথা প্রসঙ্গ করিয়াছিলেন তাহার কলিকাভার মধ্যে ও কলিকাতার নিকটবর্তি স্থানে চিঠী বঁাটিয়া দিবেন একভরি ওজন পৰ্য্যন্ত এক আনা মাস্থল লাগিবে এবং এক অবধি দুই ভরি পর্য্যন্ত দুই আন এবং দিনের মধ্যে র্তাহার তিনবার চিঠী পাঠাইয়া দিবেন প্রথম বণ্টন প্রাতঃকালে নয়ঘণ্টার সময়ে দ্বিতীয় বণ্টন দুষ্ট প্রহর এক ঘণ্টার সময়ে তৃতীয় বণ্টন অপরাহ্নের পাচঘণ্টার সময়ে হইবেক ঐ সাহেব লোকেরা কেবল কলিকাতার মধ্যেই চিঠী প্রেরণ করিতে কল্প করিয়াছেন তাহা সঙ্গে কিন্তু কলিকাতার আশপাশ স্থানে যথা উত্তরদিগে চিত.পুর কাশীপুর প্রভৃতি চাণক পৰ্য্যন্ত । পূৰ্ব্বদিগে দমদম ও নীলগঞ্জ পর্য্যন্ত । দক্ষিণদিগে বালীগঞ্জ ও খিদিরপুর ও ভবানীপুর পর্য্যন্ত পশ্চিমদিগে হাবড়া সালিকা শিবপুর পর্য্যস্ত। কলিকাতার মধ্যে দিনে তিনবার তাহারা চিঠী প্রেরণ করিবেন এবং দমদমা প্রভৃতি স্থানে দিনে দুইবার, এই রীতির আরম্ভ গত ২ জুন সোমবারাবধি হইয়াছে ৷ ( ১২ সেপ্টেম্বর ১৮২৯ । ২৮ ভাদ ১২৩৬ ) সভা —কলিকাতা লেটরেরি সোসাইট নামক বিদ্যা বিষয়ক সভা গত বৃহস্পতিবার রজনীতে নিয়মিত স্থানে বসিয়াছিল এদিবসে সভাপতি ও তদ্ভিন্ন দশজন সভ্য সভায় শুভাগমন করিয়া ছিলেন এই সভায় প্রথমতঃ প্রস্তাব হইল যে পূৰ্ব্বে প্রতি মাসে একজন সভ্য কোন এক বিষয়ের ব্যাখ্যা করিতেন এক্ষণে সভ্যদের সংখ্যার বৃদ্ধিহেতু দুই জন সভ্য এক বিষয় পৃথক২ রূপে ব্যাখ্যা করিবেন যদি সেই ব্যাখ্যাতে কোন সভ্য কোন কটাক্ষ করিতে বাসন করেন তাহাতে ও ক্ষমতাবান হইতে পারেন ইত্যাদি আর ও কএক নূতন নিয়ম স্থাপনের উক্তি হইল পরে এক জন বিজ্ঞ সভ্য জাহার প্রতি ভারাপিত মতে হিন্দু ও মোসলমান এব ইংরা*ে* রাজসিংহাসনোপবিষ্ট হওনের বিবরণ ব্যাখ্যা করিলেন অপরঞ্চ কৌমুদী পত্র প্রকাশকের এক পত্র সভাতে উপস্থিত হইল তাহতে প্রকাশক এই যাচ,ঞা করিয়া ছিলেন যে পূর্বে এক বিজ্ঞ সভ্য কতৃক এই ভারতবর্ষের সীমা প্রভৃতির ষে ব্যাখ্যা হইয়াছিল ভাই কৌমুদীতে প্রকাশ করেন তৰিবয়ে আদেশ হইল যে প্রকাশের প্রার্থনা পত্র বিহিত অল্পমতি প্রদান জন্য ইসটভিং কমিটাতে অপণ করা যায় । ( ১২ ডিসেম্বর ১৮২৯ । ২৮ অগ্রহায়ণ ১২৩৬ ) টেলীগ্রাফ ॥—শ্রত যে কলিকাতা অবধি সাগর পর্য্যস্ত টেলীগ্রাফ অর্থাৎ সঙ্কেত দ্বার শীঘ্র সংবাদ প্রাপণ ও প্রেরণার্থ যন্ত্র বিশেষের উচ্চ মন্দির নিৰ্ম্মাণ করণের নিমিত্তে গবরণমেন্টের অভিপ্রায় হইয়াছে তাহাতে বহুপকার স্বীকারপূর্বক এতন্নগরস্থ ইংরেজ সওদাগর প্রভৃতি চাদ
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।