পরিশিষ্ট—“বঙ্গদূত’ হইতে সঙ্কলিত Yవవి হেনরী রাজার সাম্রাজ্য পৰ্য্যন্তই সংখ্যা তদনন্তর ওলিবর ক্রামওয়েল নামক এক কসাইয়ের পুত্র প্রথম চারলস নামক রাজাকে শিরচ্ছেদ পূর্বক রাজ্যচ্যুত করাতে ইংল্লণ্ডের প্রজার প্রভুত্ব দেখিয়া সকলে বিস্ময়াপন্ন হইলেন ও ধন্যবাদ করিলেন। অপর অত্যুচ্চ কিম্বা অতিহীনবস্থাবস্থিত এই দ্বিবিধ লোক ব্যতীত মধ্যবিত্তলোকের অভাবপক্ষে আরও দৃষ্টাস্তের স্থল এই যে স্পেন দেশেতে যে ব্যক্তির সঙ্গতি হয় সেই ব্যক্তিই স্বচ্ছন্দে মানস ও দৈহিক কোন ক্লেশ স্বীকার না করিয়া তদেশের হিডালগো অর্থাৎ রাজার ন্যায় স্পৰ্দ্ধাপ্রাপ্ত হয়। অপরঞ্চ হতভাগ্য পোলও দেশেও দেখা যাইতেছে যে সে স্থানের ভূমি বিক্রয় হইলে প্রজাও ভূমির সহিত বিক্রীত হয় এত সমূহ দৃষ্টাস্তে এই প্রসিদ্ধ হইতেছে যে ঐ গৌড় রাজ্যের মধ্যবিত্ত অবস্থাবস্থিত প্রজাসমস্ত যেরূপ সুস্থ সন্তুষ্ট এরূপ অন্যত্র কুত্ৰাপি দুষ্টচর নহে। ফলিতাৰ্থ এ প্রকার এদেশের অবস্থাস্তর হওয়াতে যেসকল উপকারোপযোগি ফলোৎপত্তির সম্ভাবনা তন্মধ্যে অর্থে চলাচল এক প্রধান ফল দৃষ্ট হইতেছে যেহেতুক ধন আর সায়মুভিক ইহা রাশীকৃত হইলে কোন ফলোদয় হয় না কিন্তু বিস্তীর্ণ হইলেই ফলেtৎপত্তির নিমিত্ত হয় । এক্ষণে এই কলিকাতা নগরে কৌড়ির ব্যবহার প্রায় রহিত হইয়াছে এবং কিয়ৎকাল পরে তাহ সমুদায় লোপ হইবেক, দশ বৎসর পূৰ্ব্বে এ নগরে ষে ব্যক্তি মাসে দুই তস্কা বেতন পাইত সে এক্ষণে চারি পাচ তস্কা পাওয়াতেও তুষ্ট নহে এবং ইহাতেও ঐ সকল লোকের অপ্রাপ্তি, পূৰ্ব্বে যে স্থত্রধর ৮ তস্ক বেতনে কৰ্ম্ম করিত সে এক্ষণে ১৬ তস্ক উৰ্দ্ধে ২০ তস্কা পৰ্য্যস্ত মাসিক পায়, শ্রমেরও মূল্য পূৰ্ব্বাপেক্ষা এক্ষণে অধিক বৃদ্ধি হইয়াছে অর্থাৎ পূৰ্ব্বে এক তস্কায় ১২ জন কৃষক লোক সমস্ত দিন শ্রম করিত এক্ষণে ৪ জনের অধিক এক তস্কায় পাওয়া যায় না, পূৰ্ব্বে শালি ভূমি এক বিঘার রাজস্ব এক তস্ক ছিল এক্ষণে ভূম্যধিকারিরা সেই ভূমির তিন চাfর ভঙ্কা রাজস্ব চাহেন এবং যে তণ্ডুলের মোন । আট আনায় বিক্রয় হইত তাহার মূল্য এক্ষণে গড়ে দুই তস্কা হইয়াছে। অতএব এই প্রকার অবস্থাস্তর ও রীতি পরিবর্তনের কারণ অবাধে বাণিজ্যবিস্তার ও ইংল্পগুীয় মহাশয়েরদিগের সমাগম ইহাই সাব্যস্ত বোধ হইতেছে। যেহেতু ১৮১৩ সালের চারটর অর্থাৎ সনন্দের পূৰ্ব্বে এতদেশীয় লোকের এমত বোধ্যধিকারের কোন লক্ষণ ছিল না যাহা এক্ষণে বিলক্ষণরূপে দেখা যাইতেছে কেবল মনপলী অর্থাৎ অন্য ব্যতিরিক্ত কোম্পানির তেজারতে লোক সকলের উদ্যম ভঙ্গ হইয়াছিল এবং তৎপ্রযুক্ত যে সকল উপায়ে ইদানী উপকার দশিতেছে সে উপায় চিন্তায় ঐ মনাপলীর বাহুল্যেতে ব্যাঘাত জন্মিত কিন্তু য়োরোপীয় লোকের সমাগমেতে নীলের কৃষিকৰ্ম্ম ব্যাপ্ত হইয়াছে এবং ঐ ব্যবসায়ের দ্বারা তাহারদিগের নিজের ও ইংল্পগু ও ভারতবর্ষ উভয় স্থানে অতুল ঐশ্বৰ্ষ্য হইয়াছে আর ঐ নীলের কৃষিকর্মের প্রভাবে ভারতবর্ষের উৰ্ব্বর ও অন্তর্বর ভূমিসকলের ও অঞ্চলের গুণাগুণ প্রকাশ পাইয়াছে। অপর যেসকল ব্যক্তি লিবরপুল ও গ্লাসগো প্রভৃতি স্থানে বাণিজ্যের সুযোগবিষয়ে প্রস্তাব করিয়াছেন তাহারাই বিতর্ক করিয়াছেন যে এতদ্দেশের বাজারে বিলাতি জিনিসের অনেক প্রয়োজন আছে কিন্তু যাহারা এদেশ হইতে সেদেশে বাণিজ্যার্থে কোন দ্রব্য লইয়
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।