সম্পাদকীয় পৃ. ৩—কলিকাতা স্কুলবুক সোসাইটি। ১৮১৭ সনের ৪ঠা জুলাই কলিকাতা স্কুলবুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। উদ্দেশু,—ইংরেজী ও দেশীয় ভাষায় বিদ্যালয়ের পাঠ্যপুস্তক প্রণয়ন, প্রকাশ, ও সুলভে বা বিনামূল্যে বিতরণ। ধৰ্ম্মপুস্তক ছাপান ইহার বিধি-বহিভূত ছিল । এই সোসাইটির পরিচালন-ভার স্তর এডওয়ার্ড হাইড ঈষ্ট, জে. এইচ. হারিংটন, ডবলিউ. বি. বেলী, উইলিয়ম কেরী, তারিণীচরণ মিত্র, রাধাকান্ত দেব, রামকমল সেন প্রভৃতির উপর ছিল । সোসাইটির দেশীয় সম্পাদক ছিলেন--তারিণীচরণ মিত্র ।
- rīH+ grifriffSH FRffg fr{q-. Horst Chas. Lushington : The Hist, Design, and Present State of the Religious, Benevolent and Charitable Institutions. . . (1824) পুস্তকের পৃ. ১৫৬-৬৭ দ্রষ্টব্য ।
কলিকাতা স্কুলবুক সোসাইটির কার্য্যবিবরণগুলি কলিকাতায় এশিয়াটিক সোসাইটি ও ইম্পিরিয়াল লাইব্রেরিতে আছে । পৃ. ৩—তারিণীচরণ মিত্র । তারিণীচরণ মিত্র সে-যুগের এক জন খ্যাতনাম লেখক । বাংলা ভাষায় তাহার বিশেষ বুৎপত্তি ছিল । তাহার সংক্ষিপ্ত জীবনী ও গ্রন্থপঞ্জী ১৩৪৩ সালের ফাঙ্কন সংখ্যা শনিবারের চিঠিতে এবং দুপ্রাপ্য গ্রন্থমালার ৫ম গ্রন্থ তারিণীচরণ-রচিত 'ওরিয়েন্টাল ফেবুলিষ্ট’ পুস্তকের ভূমিকায় আমি প্রকাশ করিয়াছি । পৃ. ৩—রামজয় তর্কালঙ্কার । রামজয় তর্কালঙ্কার মৃতুঞ্জয় বিদ্যালঙ্কারের পুত্র । ১৮১৬ সনের ৯ই জুলাই মৃত্যুঞ্জয় ফোট উইলিয়ম কলেজের বাংলা-বিভাগের প্রধান পণ্ডিতের পদ ত্যাগ করিয়া সুপ্রীম-কোটের পণ্ডিতী গ্ৰহণ করেন । সেই সময় কেরীর সুপারিশে রামজয় তর্কালঙ্কার মাসিক এক শত টাকা বেতনে ফোর্ট উইলিয়ম কলেজের বাংলা-বিভাগের দ্বিতীয় পণ্ডিতের পদ লাভ করেন । ১৮১৯ সনের মাঝামাঝি পিতার মৃত্যু হইলে রামজয় ঐ বৎসরের জুলাই মাসে ফোর্ট উইলিয়ম কলেজের কাৰ্য্যে ইস্তফা দিয়া স্বপ্রীম-কোটে forg•ftn effsféəs #= ( Home MiscellaneouB No. 565, p. 492 ) . পিতার স্তায় রামজয়ের অগাধ পাণ্ডিত্য ছিল । তাহাকে ফোর্ট উইলিয়ম কলেজের দ্বিতীয় পণ্ডিতের পদে সুপারিশ করিয়া বাংলা-বিভাগের অধ্যক্ষ কেরী কলেজ কাউন্সিলকে লিখিয়াছিলেন – “Ram Juya is very little inferior to his father in general science, and will probably in a few years be his equal, and perhaps will exceed him.” রামজয় তর্কালঙ্কারের এই দুইখানি পুস্তকের সন্ধান পাওয়া গিয়াছে – ( ১ ) সাংখা ভাষা সংগ্ৰহ – । বিজ্ঞানাচার্য গোস্বামিকৃত সাংখ্যপ্রবচনভায্য । তাহার ভাষা ব্যাখ্যা স্ত্রীরামজয় তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্যকতৃক কৃত – | স্ত্রীরামপুরে ছাপা হইল — সন ১৮১৮ শাল — { 鲁岱