সম্পাদকীয় gove দুষ্প্রাপ্য গ্রন্থমালার ৬ষ্ঠ গ্রন্থ ‘স্ত্রীশিক্ষাবিধায়কে’র ভূমিকায় আমি গৌরমোহনের জীবনী ও গ্রন্থপঞ্জী প্রকাশ করিয়াছি । এই প্রবন্ধ আষাঢ় ১৩৪৪ সংখ্যা শনিবারের চিঠিতেও প্রকাশিত হইয়াছে। পৃ. ৬—ডেভিড হেয়ার । ডেভিড হেয়ারের জীবনচরিত যাহারা পাঠ করিতে ইচ্ছুক তাহার প্যারীচাঁদ মিত্রের A Biographical Sketch of David Hare (1877) of its office to হেয়ার প্রথমে ঘড়িনিৰ্ম্মাতা হিসাবে এদেশে আসেন । এই ব্যবসা তিনি ১৮২০ সনে ত্যাগ করেন । এ-সম্বন্ধে সংবাদপত্রে তিনি যে-বিজ্ঞাপনটি প্রকাশ করেন তাহ নিম্নে উদ্ধত করিতেছি – DAVID HARE * Watch Maker, legs to inform his friends and the public in general that he has this day retired from Business; and requests they will accept his most sincere thanks for the very liberal support with which they have favoured him for the last eightcen years. He also takes this opportunity of respectfully and carnestly soliciting a continuance of their Patronage to his Successor, Mr. Gray; who came from England on purpose, and has been his Assistant for five years; which has afforded D. H. such a knowledge of his character and abilities, that he feels the greatest considence in recommending him on their notice. January 1, 1820–The Government Gazette (Supplement) for January 6, 1820. পৃ. ১০—গৌড়ীয় সমাজ । ব্রিটিশ মিউজিয়মের বাংলা পুস্তকের তালিকায় "গৌড়দেশীয় সমাজ সংস্থাপনার্থ প্রথম সভার বিবরণ । ৬ ফালগুণ ১২২৯ ” পুস্তিকার উল্লেখ আছে । এই পুস্তিকার ইংরেজী অনুবাদ ১৮২৩ সনের ডিসেম্বর সংখ্যা এশিয়াটিক জৰ্ণালে “Native Literary Society” aton qtfä &also . ১১—বিশ্বম্ভর পানি । ইহার জীবনী ও গ্রন্থপঞ্জী সম্বন্ধে ১৩২৭-২৮ সালের স্ববর্ণবণিকু সমাচার এবং পুরোহিত, ২য় ভাগ, ৩য় সংখ্যা দ্রষ্টব্য । পৃ. ১২–“ব্যবহারমুকুর । , এই পুস্তকখানির লেখক কাশীকান্ত ঘোষাল নহেন—কালীশঙ্কর ঘোষাল । ইনি ভূকৈলাসের প্রতিষ্ঠাতা জয়নারায়ণ ঘোষালের পুত্র । পুস্তকখানির আখ্যাপত্র এইরূপ — শ্ৰীশ্ৰীমন্নারায়ণঃ— । জয়তি— | ব্যবহারমুকুর | কলিকাতায় { সমাচার চন্দ্রিকাষন্ত্রে । মুদ্রাঙ্কিত হইল । শকাব্দ। ১৭৪৫ ) সন ১২৩• ] [ পৃ. সংখ্যা &wr }
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।