সম্পাদক্ষীয় 8ఫిసి পরলোক গমন করিয়াছেন ? হায় কি পরিতাপ ! বৈদ্যনাথ বাহাছরের সমতুল্য মিষ্টভাষী সম্বক্তা উদার চরিত্র সদানন্দ মমুয্য অধুনা সুবর্ণবণিক কুলে নাই বলিলেই হয় । তিনি বিবিধ বিদ্যায় বিলক্ষণ পারদর্শী ছিলেন, বিশেষতঃ সংস্কৃত শাস্ত্রেও র্তাহার বিলক্ষণ দৃষ্টি ছিল, উদাহরণোপযোগী অনেক কবিতা তিনি কণ্ঠস্থ করিয়া রাখিয়াছিলেন । ব্রাহ্মণ পণ্ডিতগণ লইয়। তিনি সৰ্ব্বদ সদালাপ করিতেন, সজ্জনমাত্রেই তাহার সহিত আলাপ করিয়া পরম সন্তুষ্ট হইতেন ।••• আহা ! এক সময়ে রাজা বৈদ্যনাথ বাহাদুর রাজ দ্বারে ও প্রজা সমাজে প্রতিষ্ঠা লাভ ৰুরিয়াছিলেন, অনেকেরই তাহ স্মরণ থাকিতে পরিবেক । তিনি রাজদত্ত সম্মান কিরিচ কটিদেশে বন্ধন করিয়া সৰ্ব্বত্র গমনাগমন করিতেন, বিদ্য বিষয়েও তাহার বিলক্ষণ দান ছিল, যে সময়ে হিন্দুদিগের উৎসাহ দ্বার। হিন্দু কলেজ সংস্থাপিত হয়, সেই সময়ে তিনি প্রচুরার্থ দান করিয়াছিলেন। এতএব রাজা বৈদ্যনাথ বাহাদুরের তুল্য গুণসম্পন্ন মনুষ্য এইক্ষণে অতি বিরল ছিল ।...” ( ৯ ডিসেম্বর ১৮৫৯, শুক্রবার ) সকলেই ভুলক্রমে রাজা বৈদ্যনাথের মৃত্যু ১৮৬০ সনে হইয়াছিল বলিয়া উল্লেখ করিয়াছেন ; এমন কি জোড়াসাকে রাজবাটীর কাগজপত্রের সাহায্যে লিখিত A Short Sketch of Maharaja Shukhmoy Roy Bahadur and His Family by Benimadhub Chatterji (Revised by Tamonash Chandra Das Gupta, 1929) FREITSS ST ES IfFlfsfotos westfits rotoi são Toto; “Old Calcutta Families.—1. The Jorasanko Raj: Their Philanthropic Activities” atto, soft, eat aifa ‘osiosità (měfashzistol গেজেটে’র ১১শ বার্ষিক সংখ্যায় প্রকাশ করিয়াছি । ইহাতে রায়-পরিবার সম্বন্ধে অনেক জ্ঞাতব্য তথ্য আছে । পৃ. ১৯—কলিকাতা মাদ্রাসা । ১৭৮৯ সনের সেপ্টেম্বর মাসে কতকগুলি শিক্ষিত পদস্থ মুসলমান গবর্ণর-জেনারেল ওয়ারেন হেষ্টিংসের সহিত সাক্ষাৎ করিয়া জানান ষে তাহারী মজিদ-উদ্দীন নামে এক জন পণ্ডিতের সন্ধান পাইয়াছেন, এবং এই সুযোগে একটি মাদ্রাসা বা কলেজ প্রতিষ্ঠা করিলে মুসলমান-ছাত্রের মজিদ-উদ্দীনের অধীনে প্রধানতঃ মুসলমান আইন শিথিয়া সরকারী কার্য্যের উপযুক্ত হইতে পরিবে । হেষ্টিংস এই প্রস্তাবে সম্মত হন এবং পরবর্তী অক্টোবর মাসে মজিদ-উদ্দীনের উপর একটি স্কুল চালাইবার ভার দেন । ইহার জন্ত মাসে মাসে ৬২৫২ টাকা ব্যয় হইতে লাগিল । স্কুলগৃহ-নিৰ্ম্মাণের জন্য অল্পদিন পরেই হেষ্টিংস ৫৬৪১২ টাকা দিয়া বৈঠকখানার নিকট পদ্মপুকুরে এক খণ্ড জমি কিনিলেন । ১৭৮০ সনের অক্টোবর হইতে পর বৎসরের এপ্রিল মাস পর্য্যস্ত স্কুলটি হেষ্টিংসের নিজব্যয়ে চলিয়াছিল । এই এপ্রিল মাসেই তিনি বোর্ডের নিকট প্রস্তার করেন, অতঃপর মাদ্রাসা-পরিচালনের সমস্ত ব্যয়ভার বহন এবং পদ্মপুকুরের কেনা জমির উপর একটি উপযুক্ত কলেজ-গৃহ নিৰ্মাণ করা সরকারের পক্ষে সমীচীন হইবে। হেষ্টিংসের প্রস্তাব অনুমোদন করিয়া বোর্ড বিলাতে কর্তৃপক্ষকে লেখেন । কিন্তু ১৭৮২ সনের এপ্রিল মাসের পূৰ্ব্বে সরকারী অর্থে মাদ্রাসা-পরিচালনের কোন ব্যবস্থা ঘটিয় উঠে নাই । ১৭৮২, ৩রা জুনের একখানি সরকারী কাগজে প্রকাশ, ৩০ এপ্রিল ১৭৮১ হইতে পর বৎসরের মে মাস পর্য্যস্তু মাদ্রাসার হিসাব-নিকাশ বোর্ডের নিকট পেশ করিয়া, হেষ্টিংস নিজ খরচ-খরচা বাবদ ১৫২৫১২ টাকা, ও বৈঠকখানার নিকট পদ্মপুকুরে যে-জমির উপর মাদ্রাস প্রতিষ্ঠিত হইয়াছিল তাহার মূল্য ৫৬৪১২ টাকা মিটাইয়। দিবার জন্য বোর্ডকে অনুরোধ করেন । বোর্ড ইহাতে সম্মতও হইয়াছিলেন । দেখা যাইতেছে, ১৭৮২ সালের জুন মাসের পূর্বেই মাদ্রাসা নিশ্বিত হইয়াছিল। বহুবাজারের দক্ষিণে, পূৰ্ব্বে যে বাড়িতে চার্চ অব স্কটলাণ্ডের জেনানা মিশন স্থাপিত ছিল, সেই জমির উপর মাদ্রাসা নিৰ্ম্মিত হয় । কিন্তু স্থানটি অস্বাস্থ্যকর, এবং ছাত্ৰগণের নৈতিক উন্নতির পরিপন্থী বিবেচিত হওয়ায় ১৮২৩ সনের জুন মাসে
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।