পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ 4 বিদ্যাবিতরণের নিমিত্তে সাহায্য করিয়াছেন তাহারদের এই সকল বিষয় জ্ঞাত হওয়াতে অধিক আনন্য হইবেক অতএব প্রকাশ করা গেল । { ২০ মার্চ ১৮২৪ । ৯ চৈত্র ১২৩০ ) স্কুলসোসৈয়িট —গত ৯ মার্চ মঙ্গলবার টেনহালে কলিকাতা স্কুলসোসৈমিটীর মিটিং অর্থাৎ সভা হইয়াছিল তাহার বিবরণ । শ্ৰীযুত লাৰ্কিন্স সাহেব সভ্যগণের অনুমতিতে সভাপতি হইয় শ্রেষ্ঠাসনে উপবেশনপূর্বক ঐ সভার লিখিত বিবরণ সকল পাঠ করিলেন - - - -- শ্ৰীযুত লাকিন্স সাহেব কহিলেন শ্ৰীযুত সর আস্তুনি বুলর সাহেব প্রসিডেন্ট এবং শ্ৰীযুত হারিস্তন সাহেব বাইস প্রসিডেন্ট হউন তাহ শ্ৰীযুত বেলি সাহেবের পোষকতার দ্বারা সকলের মত হইল । শ্ৰীযুত হের সাহেব কহিলেন যে লাৰ্কিন্স সাহেব ও অার এক জন বাইস প্রসিডেন্ট হউন তাহা শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেবের পোষকতাদ্বারা সকলের মত হইল । শ্ৰীযুত বেলি সাহেব কহিলেন যে আগামি বৎসরের নিমিত্তে এই কমিটি অর্থাৎ সমাজ স্থির থাকুক ইংগ্রওঁীয় কমিটির যে স্থান খালি হইয়াছিল শ্ৰীযুত ডাং জে হের সাহেব ও শ্ৰীযুত আদম সাহেব নিযুক্ত হইলেন এতদেশীয় কমিটির স্থানে শ্ৰীযুত বাৰু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাৰু নবীনকৃষ্ণ সিংহ । শ্ৰীযুত হারিস্তন সাহেব কমিটি সাহেবেরদিগকে এবং সেক্টরি শ্ৰীযুত ডেবিড হের সাহেব ও শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেবকে র্তাহারদের যোগ্যতা ও উহ্য ক্রতা এবং গত বৎসরের কৰ্ম্ম উত্তমরূপে নির্বাহ ইত্যাদি নিমিত্ত অসাধারণ ধন্যবাদ করিলেন । অপর সোসৈয়িটর তত্বাবধারক শ্ৰীযুত বাবু উমানন্দন ঠাকুর ও রামচন্দ্র ঘোষ ও দুর্গাচরণ দত্ত ও হরচন্দ্র ঘোষ ও কালীপ্রসাদ দত্ত ইহারাও সমাজহইতে ধন্যবাদ প্রাপ্ত হইলেন । { ৮ মে ১৮২৪ । ২৭ বৈশ ১২৩১ ) স্কুল সোসৈমিটার পরীক্ষা –১৭ বৈশাখ বুধবার শোভাবাজারে শ্ৰীযুত বাবু গোপীমোহন দেবের বাটতে ঐ সকল বালকেরদিগের এবং স্কুল সোসৈমিটীর পটলডাঙ্গার কালেজের এবং আড়কুলির ইংরাজী ও বাঙ্গাল পাঠশালার এবং স্কুল সোসৈয়িটিকর্তৃক প্রেরিত হিন্দুকলেজের বালক সকল সমেত অনুমান তিন শত বালকের ছয় ক্লাস হইয়া পরীক্ষা হইয়াছিল তাহার পরীক্ষক শ্ৰীযুত মেং সর আণ্টনি স্থলর ও শ্ৰীযুত মেং লারকিস ও শ্ৰীযুত মেং রাকিয়র ও প্রযুত মেং ডং হের ও শ্ৰীযুত মেং ত্রিএস ও শ্ৰীযুত মেং আদম ও শ্ৰীযুত মেং ডেবিড হার ও শ্ৰীযুত মেং লালন ও শ্ৰীযুত মেং পেনি ও শ্ৰীযুত কাপ্তান বিটসন ও শ্ৰীযুত মেং ওয়াডিন ইত্যাদি অনেক২ ভাগ্যবান সাহেব লোক ও শ্রযুত বাৰু গোপীমোহন দেব ও শ্ৰীযুত বাবু রাধাকাস্ত দেব ও ঐযুত বাৰু