ম্পাদকীয় ●N?? ইহার ১ম পৃষ্ঠা হইতে নিম্নাংশ উদ্ধত করা হইল ঃ– “শ্রীজগদীশ্বরে। জয়তি । গত ২১ মাঘ মঙ্গলবার মন্বয্যের বাল্যাবস্থায় নীতি উপদেশ অবশু কৰ্ত্তব্য ইহা শ্রতিস্থতি নীতিশাস্ত্রে ও যুক্তিসিদ্ধক্ষপে প্রতিপন্ন করা গিয়াছে, এক্ষণে তন্মধ্যে প্রতিজ্ঞাত যে মাত পিতা ও পুত্র ইহঁদের পরস্পর কৰ্ত্তব্য তদ্বিবরণে প্রবৃত্ত হওয়া গেল,...।” ‘নীতিদর্শন’ পুস্তিকার এই দুইটি সংখ্য। রাধাকান্ত দেবের লাইব্রেরিতে আছে । ইহার আর কোন সংখ্যা দেখি নাই । পৃ. ৫১–কাশীনাথ তর্কালঙ্কার ১৮৫১ সনের ২৪ জুন তারিখের সম্বাদ ভাস্করে কাশীনাথ তর্কালঙ্কার সম্বন্ধে নিম্নলিখিত পঞ্জখানি প্রকাশিত হয় – * ত্রযুত ভাস্কর সম্পাদক মহাশয় সমীপেষু । বৰ্দ্ধমান জেলার অন্তঃপাতি অম্বিকার থানান্তর্গত উপলাতি গ্রামস্থ শ্ৰীযুক্ত কাশীনাথ তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য মহাশয় কলিকাতা নগরীয় সম্রাস্ত যুক্ত রাজা রাধাকান্ত বাহাদুরের সভাপণ্ডিত, হাতিবাগান নামক স্থানে তাহার চতুষ্পাঠা আছে, ভট্টাচাৰ্য্য নানা দেশীয় ছাত্রগণকে বিশিষ্ট রূপ অন্নদান পূৰ্ব্বক বিদ্যাদান করেন তিনি বিশ্ব বিখ্যাত এবং বিশ্বমান্ত এবং পরমধাৰ্ম্মিক ঋষি বিশেষ র্তাহার নিষ্ঠাচার শিষ্ট ব্যবহার দর্শনে শ্ৰীযুত বেলাকর সাহেব তঁহাকে “শুকদেব” কহেন, - । ১৮৫৭ সনের ফেব্রুয়ারি মাসে কাশীনাথ তর্কালঙ্কারের মৃত্যু হয় । তাহার মৃত্যুতে ‘সমাচার চন্দ্রিক।’ ১৮৫৭ সনের ২৬ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) লেখেন :– SSBBBBB BBBBBB BBB BBBB BB BBBBBBB BBBB BBBSBBBB ভট্টাচাৰ্য্য উদরাময় রোগে গত বুধবারে সজ্ঞানে গঙ্গালাভ করিয়াছেন--- | কাশীনাথ তর্কালঙ্কারের একখানি পুস্তক রাধাকাস্ত দেবের লাইব্রেরিতে দেগিয়াছি । পুস্তকগানির নাম ‘প্রায়শ্চিত্তব্যবস্থাসংগ্রহঃ’ । ইহার পৃ. সংখ্যা ৩০ । ১৮৫২ সনে ( ১২ আষাঢ় ১৭৪৪ শক ) আনন্দচন্দ্র বেদাস্তবাগীশ ইহা পুনমুদ্রিত করিয়াছিলেন ; বেদাস্তবাগীশ লিখিয়াছেন – SBBB BBBB BBBBBS BBBBBBBS SBBBB BBBBB BBBBB BBBB স্মাৰ্ত্ত শূলপাণি প্রভৃতির নানা গ্রন্থ হইতে সার সংগ্রহ পূৰ্ব্বক এই ক্ষুদ্র গ্রন্থ সংকলন-করিয়াছেন, কিন্তু ইহ সহসা সাধারণের প্রাপ্ত হওয়া ফুক্ষর বিবেচনায় সর্বত্র প্রচারার্থ লীযুক্ত হরচন্দ্র ন্যায়রত্ন মহাশয়ের সহায়তামত আমি ইহা মুদ্রিত করিয়া প্রকাশ করিলাম !-- ১৮৮১ সনে যোগেন্দ্রনাথ বিদ্যারত্ব এই পুস্তকের আর একটি সংস্করণ প্রকাশ করেন । Au পৃ. ৫৭–রসমঞ্জরী । ইহার লেখক ভারতচন্দ্র রায় গুণাকর । রাধাকাপ্ত দেবের লাইব্রেরিতে ১৮১৬ সনে মুদ্রিত এক খণ্ড রিসমঞ্জরী দেখিয়াছি । ইহার পৃ. সংখ্যা ৬• । পুস্তকের শেষ কয় পংক্তি উদ্ধত করিতেছি ; ইহাতে গ্রন্থকারের নাম ও পুস্তকের প্রকাশকাল দেওয়া আছে – অথাসাং নায়ক নিরূপণ ॥ পয়ার । চারি জাতি লায়িকার শুনহ নায়ক । শশ ১ মৃগ ২ বৃষ ৩ অশ্ব ৪ সন্তোষদায়ক ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।