So মংবাদ পত্রে সেনকালেৰ কথা ঐ সভার অনুষ্ঠানপত্র পাঠ করিলেন তৎশ্রবণ করিয়া ক্রমে সকলেই কহিলেন যে আমারদিগের দেশে এক সভা হইলে ভাল হয় এবং এ অতি উত্তম বিষয় বটে ইহাতে আমারদিগের সম্মতি আছে শ্ৰীযুত রাধামাধব বন্দ্যোপাধ্যায় কহিলেন আমারদিগের দেশে যে পূৰ্ব্বাপর সভা নাই ইহার মূল কি তাহার উত্তর অনেকে অনেকপ্রকার করিলেন শ্ৰীযুত রসময় দত্ত কহিলেন এই সভায় যদি কেবল বিদ্যাবিষয়ের উপায়ান্তর চেষ্টা করা যায় তবে আমি ইহার মধ্যে আছি আর যদি ইহাতে রাজসংক্রাস্ত বিষয় থাকে ও অামারদিগের ধৰ্ম্মশাস্ত্রের নিন্দ কেহ করে তাহার উত্তর লেখ তবে আমি তাহার মধ্যে নহি শ্ৰীযুত কাশীকান্ত ঘোষালেরও ঐ কথা শ্ৰীযুত উমানন্দন ঠাকুর কহিলেন যে আমারদিগের ধৰ্ম্মশাস্ত্র নিন্দ করিয়া যদ্যপি কেহ কোন গ্রন্থ প্রকাশ করে তাহার উত্তর অবশুই লিখিতে হইবেক শ্ৰীযুত রাধাকান্ত দেব তাহার পোষকতা করিলেন শ্ৰীযুত রামদুলাল দে কহিলেন অনুষ্ঠান পত্র ছাপা করিয়া সৰ্ব্বত্র প্রেরণ কর পরে বিবেচনাপূর্বক উত্তর করা যাইবেক শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কহিলেন এ সভা স্থাপন হইলে কি মুখ হইবেক বিবেচনা কর অদ্য সকলে একত্র হইয়া পরস্পর সাক্ষাৎ ও আলাপ করিয়া কি পৰ্য্যস্ত স্বর্থী হইয়াছ শ্ৰীযুত রামজয় তর্কালঙ্কার কহিলেন সে যথার্থ এই সকল ব্যক্তির সহিত পরস্পর কাহারো এক বৎসর কাহারো ছয় মাস সাক্ষাৎ নাই শ্ৰীযুত কাশীনাথ মল্পিক তাহার পোষকতা করিলেন এই প্রকার নানা কথোপকথনীনস্তর শ্ৰীযুত রামকমল সেন প্রশ্ন করিলেন যে এ সভাস্থেরদিগের মধ্যে কোনহ ব্যক্তিকে সেক্টারি অর্থাৎ কাৰ্য্যসম্পাদক নিযুক্ত করা আবশ্বক হয় শ্ৰীযুত রাধাকান্ত দেব কহিলেন যে শ্ৰীযুত রামকমল সেনকে করা যাউক শ্ৰীযুত উমানন্দন ঠাকুর ও শ্ৰীযুত দ্বারিকানাথ ঠাকুর তাহার পোষকতা করিলেন পরে সেনজী কহিলেন আমার বাঞ্ছা শ্ৰীযুত প্রসন্নকুমার ঠাকুর হইলে ভাল হয় পরে স্থির হইল উভয়ে সেক্টারি হউন । তৎপরে স্থির হইল যে অনুষ্ঠানপত্র পাঠ করা গেল তাহ অদ্যকার বৈঠকের বিবরণ যুদ্ধ এক গ্রন্থ ছাপ৷ করিয়া প্রকাশ করা যাউক ঐ গ্রন্থ প্রকাশ হইলে পরে ভাবি রবিবারে বৈঠক করা ও কৰ্ম্ম সম্পাদনার্থ নিয়মাদি স্থির করা যাইবেক । (২৯ মার্চ ১৮২৩ । ১৭ চৈত্র ১২২৯ ) গৌড়ীয় সমাজ –১১ চৈত্র রবিবার দিবা দুই প্রহর চারি ঘটার সময়ে হিন্দুকালেজে অর্থাৎ বিদ্যালয়ে গৌড়ীয় সমাজের সভা হইয়াছিল তৎ সভায় যে২ ব্যক্তি আগমন করিয়াছিলেন । তাহারদিগের নাম লিথ। যাইতেছে। শ্ৰীযুত রঘুরাম শিরোমণি ও শ্ৰীযুত রামজয় তর্কালঙ্কার ও শ্ৰীযুত গৌরমোহন বিদ্যালঙ্কার ও শ্ৰীবুত কাশীনাথ তর্কপঞ্চানন ও শ্ৰীযুত রাধামাধব বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত লাডলিমোহন ঠাকুর ও শ্ৰীযুত কাশীকান্ত ঘোষাল ও শ্ৰীযুত উমানন্দন ঠাকুর ও শ্ৰীযুত চন্দ্রকুমার ঠাকুর ও শ্ৰীযুত দ্বারিকানাথ ঠাকুর ও ত্রযুত প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যে+
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।