পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে সৈনকালেৰ কথা عسو 88، এইখানে থাকিয় অধ্যয়ন করা উপযুক্ত। আগামি মাসে পাঠ আরম্ভ হইবেক একারণ লিখিতেছি যে আপনার অতিশীঘ্ৰ আসিবেন কেননা_এস্থানে অনেক শাস্ত্রের আলোচনা আছে এবং ঐযুত জয়গোপাল তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য মহাশয় অতিসুপণ্ডিত এ হার নিকট থাকিলে অনেক উপকার আছে ইহ জ্ঞাত কারণ লিখিলাম ইতি তাং ৯ কাৰ্ত্তিক । ( পৃ. ৯ ) এই পুস্তক ১৮৪৫ সনে চতুর্থবার মুদ্রিত হয় । বঙ্গীয়-সাহিত্য-পরিষদ গ্রন্থাগারে এই সংস্করণের দুই খণ্ড পুস্তক আছে। এই সংস্করণের পুস্তকে একটি নুতন অংশ দেখিতেছি ; এই নুতন অংশ ৬০-৮৮ পৃষ্ঠায় মুদ্রিত “চাণক্যকর্তৃক সংগৃহীত নীতিগ্রস্থ । সারসংগ্রহ ।” 'পত্রের ধারা’ পুস্তকের আখ্যাপত্রে গ্রন্থকারের নাম নাই। কিন্তু ইহার লেখক যে জয়গোপাল, পাদরি লঙের বাংলা পুস্তকের তালিকায় ( নং ২২৫ দ্রষ্টব্য ) তাহার উল্লেখ আছে । ( ৪ ) চণ্ডী । ১৮১৯ (?) জয়গোপাল কর্তৃক সম্পাদিত ‘চণ্ডী’ অামি কোথাও দেখি নাই । সাহিত্য-পরিষদে অাখ্যাপত্রবিহীন একখানি প্রাচীন চণ্ডী’ আছে, তাহ জয়গোপালের সংস্করণ হওয়৷ বিচিত্র নহে । জয়গোপাল-প্রকাশিত ‘চণ্ডী’র প্রায় সমসময়ে আর একখানি ‘চণ্ডী’ কলিকাতা হইতে প্রকাশিত হইয়াছিল। ইহার এক খণ্ড রাধাকান্ত দেবের লাইব্রেরিতে দেখিয়াছি । পুস্তকখানি ৪৬৭ পৃষ্ঠায় সম্পূর্ণ; ইহার আখ্যাপত্রটি উদ্ধত করিতেছি – কবিকঙ্কণ চক্ৰবৰ্ত্তীর | কৃত । ভাষানুষায়িক চণ্ডীর পুস্তক । খ্ৰীযুত রামজয় বিদ্যাসাগর ভট্টাচার্য্যের দ্বার | শুদ্ধান্থশুদ্ধ করিয়া । কলিকাতায় । জীবিশ্বনাথ দেবের ছাপাখানায় ! মুদ্রিত হইল । — | শকাব্দ। ১৭৪৫ 1 · * ( ৫ ) বাল্মীকিকৃত রামায়ণ । কৃত্তিবাস কর্তৃক গৌড়ীয় ভাষায় রচিত । ১৮৩০ --- । ( ৬ ) কাশীদাস-রচিত মহাভারত । ১৮৩৬ । ( ৭ ) পারসীক অভিধান । ১৮৩৮ । এই অভিধান বঙ্গীয়-সাহিত্য-পরিষদ গ্রন্থাগারে ও ইম্পিরিয়াল লাইব্রেরিতে আছে। ইহার আখ্যাপত্র এইরূপ — পারসীক অভিধান । মৰ্থাৎ । পারসীক শব্দস্থলে স্বদেশীয় সাধুশব্দ সংগ্ৰহ । শ্ৰীজয়গোপাল তকাল রকস্তৃক । সংগৃহীত | — | স্ত্রীরামপুরে মুদ্রিত হইল। । সন ১২৪৫ সাল । ] ( ৮ ) বঙ্গাভিধান । বাংলা-ইংরেজী । ১৮৩৮ ( ? ) এই পুস্তক সম্বন্ধে সংবাদপত্রে সেকালের কথা, ২য় খণ্ড, পৃ. ১১৪-১৫ দ্রষ্টব্য । ইহা ছাড়। ১৮৩৪ সনে গঙ্গাদাসের ছন্দোবিবৃতিঃ' ( পৃ. সংখ্যা ৩১ ) ও চিরঞ্জীৰ ভট্টাচার্ষ্যের বৃত্তরত্নাবলী' (পৃ. সংখ্যা ১৫ ) জয়গোপাল প্রকাশ করিয়াছিলেন ( ‘সংবাদপত্রে সেকালের কথা’, ২য় খণ্ড, পৃ. ১০৯ দ্রষ্টব্য । ) এই দুইখানি পুস্তক সাহিত্য-পরিষদ গ্রন্থাগারে আছে। পৃ. ৬৮—রামকমল সেন। দেওয়ান রামকমল সেনের সংক্ষিপ্ত জীবনী প্যারীচঁাদ মিত্রের Life of Dewan Rain comat Sen (1880 ) পুস্তকে পাওয়া যাইবে । ২ আগষ্ট ১৮৪৪ তারিখে র্তাহার মৃত্যু হয় । তাহার মৃত্যুতে পরবর্তী ১৫ই আগষ্ট তারিখে স্ত্রীরামপুরের ক্ষুেণ্ড অব ইণ্ডিয়া একটি দীর্ঘ প্রস্তাব লেখেন। রামকমল সেন কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন । ১৮৩৪ সনে প্রকাশিত র্তাহার সুবৃহৎ ইংরেজী-বাংলা অভিধানের কথা অনেকেই জানেন। তাহার রচিত আরও কয়েকখানি পুস্তক সম্প্রতি দেখিয়াছি । সেগুলি –