পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ eBBBD aBB BBB BB BB LL ইহাfভন্ন অনেকে স্বীকার করিলেন যে আমরা পশ্চাৎ দিব। অপর সভ্যগণের অক্ষমত্যক্ষুসারে ঐ সমাজের কৰ্ম্ম সম্পাদনাৰ্থে যে কএক জন সভ্য বিধায়ক স্থির হইলেন তাহারদিগের নাম শ্ৰীযুত লডিলিমোহন ঠাকুর ও শ্রযুত রাধামাধব বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত কাশীকান্ত ঘোষাল ও শ্ৰীযুত চন্দ্রকুমার ঠাকুর ও শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত দ্বারিকানাথ ঠাকুর ও শ্ৰীযুত রামজয় তর্কালঙ্কার ও শ্ৰীযুত রাধাকান্ত দেব ও শ্ৰীযুত তারিণীচরণ মিত্র ও প্রযুত কাশীনাথ মল্লিক । ( ১৭ মে ১৮২৩ ৫ জ্যৈষ্ঠ ১২৩০ ) গৌড়ীয় সমাজ ॥– ২৩ বৈশাখ রবিবার বৈকালে গৌড়ীয় সমাজের বৈঠক হইয়াছিল ঐ দিবসের বৈঠকের আনুপূৰ্ব্বী তাবৎ বৃত্তান্ত বিশেষ২ করিয়া লিখিতে প্রয়োজনাভাব এ প্রযুক্ত স্থল বিবরণ লিখিতেছি । সভ্যগণের আগমনানন্তর ঐ সভার এক সভ্য শ্ৰীযুত বাবু কাশীকান্ত ঘোষাল আপন বুদ্ধি বিদ্যাদ্ধারা নানাপ্রকার গ্রন্থহইতে সংগ্রহপূর্বক গৌড়ীয় ভাযায় রচনা করিয়া ব্যবহারমুকুর নাম দিয়াছেন। ঐ পুস্তকের কএক অংশ সভ্যগণের সন্নিধানে পাঠ করিয়া কহিলেন যে এই পুস্তক অামাকর্তৃক প্রস্তুত হইয়াছে যদি সমাজের গ্রহণোপযোগী হয় তবে আমি সমাজকে এই গ্রন্থ প্রদান করিলাম। সভ্যগণ মহাহৰ্ষযুক্ত হইয়া বাবুকে ধন্যবাদ করত ঐ গ্রন্থ গ্রহণ করিলেন । আমরা বিবেচনা করি যে এ সমাজের উন্নতি উত্তর২ হইবেক যেহেতু এ সমাজে কেবল বিদ্যাবিষয়ের বৃদ্ধির আলোচনা হইবেক তৎপ্রযুক্ত অনেক গুণবান ও গুণগ্রাহক লোক অত্যন্ত আকুঞ্চন করিতেছেন সুতরাং বোধ হয় এই সমাজ চিরস্থায়ী হইয়া দেশের উপকারজনক অবশুই হইবেন। ( ২৭ সেপ্টেম্বর ১৮২৩ । ১২ আশ্বিন ১২৩০ ) গৌড়ীয় সমাজ —শ্ৰীযুত বাৰু চন্দ্রকুমার ঠাকুরের বাটতে ৩০ ভাদ্র রবিবারে গৌড়ীয় সমাজের সভ্যগণের সভা করিয়৷ বসিয়াছিলেন তাহাতে সমাজবিষয়ক বিবিধ , কথোপকথন হইয়াছিল তাহার বিশেষ বিবরণ লিখনেতে পত্র বাহুল্য হয়। ( ২০ ডিসেম্বর ১৮২৩ i ৬ পৌষ ১২৩০ ) গৌড়ীয় সমাজ –গত ২৩ আগ্রহায়ণ বৈকালে মোং খিদিরপুরে শ্ৰীযুত বাবু কালীশঙ্কর ঘোষালের ভূকৈলাসের বাটতে গৌড়ীয় সমাজের সভা হইয়াছিল প্রায় তাবৎ সভ্যগণ তত্ৰাধিষ্ঠানপূৰ্ব্বক সমাজের উন্নতিজনক বিষয় পরামর্শ করিলেন তাহার বিশেষ প্রকাশের প্রয়োজনাভাব যাহা প্রকাশ করিবার আবশ্বক তাহ লিখি শ্ৰীযুত বাৰু কালাচাদ বহু ঐ দিবসে সমাজের এক সভ্য অর্থাৎ অংশী হইয়াছেন ।