পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় 8*° পৃ. ১৪১—ভবানীপুরে নলদময়ন্তী যাত্রার দল । প্রসিদ্ধ কবিওয়ালা রামমোহন বসু নলদময়ন্তী যাত্রার গানগুলি রচনা করিয়া দিয়াছিলেন । এ-সম্বন্ধে ঈশ্বরচন্দ্র গুপ্ত “yরাম বসু" প্রবন্ধে যাহা লিথিয়াছেন, নিয়ে তাহ উদ্ধত করা হইল ঃ– “কলিকাতার নিজ, দক্ষিণ ভবানীপুরস্থ ভদ্র সস্তানেরা যে এক নলদময়ন্তী যাত্রার দল করিয়াছিলেন, অদ্যাপি যে দলের প্রতিষ্ঠা ঘোষণা হইয়া থাকে, রাম বস্থ সেই দলের সমুদয় গান ও ছড়া প্রস্তুত করিয়া দিয়াছিলেন। সেই গীতে গায়কের সকলকেই পুলকিত করিয়াছিলেন। তাহার দুইটা গানের কিয়দংশ নিম্নভাগে প্রকাশ করিলাম । যথা । “কেনগো, সজনী আমার, উড়, উড়, - করে মন । পিঞ্জরের পথি যেমন, পলাবারি আকিঞ্চন ।।’’ তথ। । “নল নল নল, বলিস্ কি, তা বল । দাবানল, মনানল, প্রেমানল, কি অনল, কি সেই, কুল-মজানে কামানল ।” ( ‘সংবাদ প্রভাকর, ১৬ সেপ্টেম্বর ১৮৫৪ ) পৃ. ১৪৩—হরু ঠাকুর । হরু ঠাকুর সে-যুগের এক জন প্রসিদ্ধ কবিওয়ার্ল । ১ পৌষ ১২৬১ তারিখে ঈশ্বরচন্দ্র গুপ্ত তৎসম্পাদিত ‘সংবাদ প্রভাকরে’ হরু ঠাকুরের রচিত অনেকগুলি কবিতা প্রকাশ করিয়াছিলেন । রাজনারায়ণ বসুর সেকাল আর একাল’ পুস্তকেও হরু ঠাকুরের কবিতার নিদর্শন পাওয়৷ যাইবে । এতদিন পর্য্যস্ত হরু ঠাকুরের মৃত্যুকাল সকলেই ১৮১২ সন বলিয়া আসিয়াছেন, এখন নিশ্চিত রূপে জানা গেল যে উহা ৬ আগষ্ট ১৮২৪ হুইবে । পৃ. ১৪৫–বীরন্থসিংহ মল্লিক । ইনি বৈষ্ণবদাস মল্লিকের জ্যৈষ্ঠপুত্র । ১৮৪৯ সনের ২৩ জুলাই তাহার মৃত্যু হয় । ‘সন্ধাদ ভাস্কর’ র্তাহার মৃত্যুর পর দিন, অর্থাৎ ২৪ জুলাই ১৮৪৯ তারিখে লিখিয়াছিলেন :-- কি পরিতাপের বিষয় । আমরা খেদার্ণবে নিমগ্ন হইয় প্রকাশ করিতেছি পাতরিয়াঘাট নিবাসি বাবু বীর নৃসিংহ মল্লিক মহাশয় গত কল্য বেলা দুই প্রহর পরে গঙ্গাতীরে নীরে মায়াময় দেহ পরিত্যাগ করিয়াছেন,... । পৃ. ১৪৮–কুষ্ঠরোগীর চিকিৎসালয় । এই চিকিৎসালয় স্থাপনের বিবরণ ১৮১৮ সনের আগষ্ট মাসের ‘ফ্ৰেণ্ড অব ইণ্ডিয়া পত্রে **ists “New Asylum for Lepers” eaco ( f, ss-ss) itsal যাইবে । \e