পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**段。 মংবাদ পত্রে মেকালের কথা বিরুদ্ধে একখানি পুস্তক প্রকাশ করিয়াছিলেন ; পুস্তকখানির নাম 'ব্ৰহ্ম পুত্তলিক সস্বাদ' * ১৮২০ যনের ডিসেম্বর সংখ্যায় ত্রৈমাসিক ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া’ এই পুস্তক সম্বন্ধে একটি আলোচনা প্রকাশ করেন ; তাহার কয়েক পংক্তি উদ্ধত করিতেছি – Art. IV.-Strictures on the Present System of Hindoo Polytheism, a work in the Bengalee language, by Brujo-mohun. 8vo. pp. 84. No title page, -no printer's name or date affixed. ......Of its author we have been able to discover no trace beyond his name, with which he has modestly furnished, us in the last line of the book. The work, however, bears internal marks of being purely nativo. • • • • • (p. 249 ). ১৮২১ সনের এপ্রিল মাসে ব্রজমোহনের মৃত্যু হয় । তাহার মৃত্যুর অব্যবহিত পরে Deocar Schmid নামে এক জন পাদরি তাহার পুস্তকখানির ইংরেজী অনুবাদ প্রকাশ করেন । এই প্রসঙ্গে মাসিক ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া’ ( জুন ১৮২১, পৃ. ১৯২ ) লেখেন :– I}eath of Druja-mohuna.--We are deeply concerned to state, that Brujamohuna the Author of that excellent treatise against Idolatry lately reviewed by us, died about two months ago. This information we obtain from the preface to a Translation of this valuable work, by our esteemed friend the Rev. Deocar Smith, which we lay before our readers in his own words. “Bruja-mohun's father was a person of respectability, and was once employed as Dewan by Mr. Middleton, one of the late Residents at the court of Lucknow. Bruja-mohuna was a good Bengaleo scholar, and had some knowledge of Sungskritā. He had made considerable progress in the study of the English language, and was also well versed in Astronomy ; and at the time of his death was engaged in translating Fergusson’s Astronomy into Bengalee for the School Book Society.” He was a follower of the Vedanta doctrine, in so far as to believe God to be a pure spirit ; but he denied that the human soul was an emanation from God : and he admired very much the morality of the New Testament. Being suddenly taken ill of a bilious fever on the 6th of April last, he begged his friend Ram-mohuna-raya to procure him the aid of a European physician, which request was immediately complied with ; but it was too late :-the medicine administered did not produce the desired effect, and he died the very same night, aged thirty-seven years . . - *

  • কলিকত। স্কুলবুক সোসাইটির ৩য় বার্ষির ( ১৮১৯-২০ ) কাষ্যবিবরণের ২য় পরিশিষ্টে দেশীয় মুদ্রাযন্ত্র হইতে প্রকাশিত বাংলা পুস্তকের একটি তালিকা আছে । তাহাতে পাইতেছি —

38. Bruhma poothk-sombad, Conference between a True Believer and Idolator... Birjomohon Mozoomdar, পাদরি লঙের বাংল। পুস্তকের তালিকাতেও পাইতেছি – Brahma IPutalika Sambad, 1820, by R. Ruy. লং পুস্তকখানির গ্রন্থকাররূপে রামমোহন রায়ের নাম করিয়াছেন। এরূপ হওয়াও বিচিত্র নহে, কারণ রামমোহন র্তাহার অনেক রচনাই ছদ্মনামে প্রকাশ করিয়াছেন ।