సిసిడి মংবাদ পত্রে সেনকালেৰ কথা শিল্প কৰ্ম্ম করিতে অনেকের লোভ জন্মিয়াছে তাহাতে ছয় পাঠশালাতে প্রায় এক হাজারখান গামছা কিনারা সিলাই হইয়াছে এবং কোন২ পাঠশালাতে মোজা প্রস্তুত করিতে আরম্ভ করিয়াছে এখন পোনর পাঠশালাতে তিন শত বালিক শিক্ষা পাইতেছে । পাদরি শ্ৰীযুত করি সাহেব এখন বাসনা করেন যে অন্য২ লোকহইতে কিঞ্চিং সাহায্য পাইয়া শহরের মধ্যে এমত এক বিদ্যালয় প্রস্তুত করেন ষে তাহাতে অন্য২ পাঠশালাতে শিক্ষিত বালিকার ঐ পাঠশালাতে আসিয়া মিস কুকহইতে আর২ শিল্প বিদ্যা শিক্ষা পায় অতএব সকল পাঠশাল গিয়া শিক্ষা করাণেতে মিস কুকের অধিক পরিশ্রম ও কৰ্ম্মের অল্পতা ষে হইত তাহা ইহাতে হইবে না । ( ২৭ ডিসেম্বর ১৮২৩ । ১৩ পৌষ ১২৩০ ) i পরীক্ষা –১৯ দিসেম্বর শুক্রবার দিবা দশ ঘণ্টার সময় শহর কলিকাতার গৌরীবেড়ে বালিকারদের বিদ্য পরীক্ষ হইয়াছিল তাহাতে অনেক২ সাহেব লোক ও বিবী লোক ছিলেন তাহারা বাঙ্গালি বালিকারদের পাঠ শ্রবণ করিয়া ও শিল্প কৰ্ম্ম দেখিয় পরমাপ্যায়িত হইয়াছেন পরীক্ষ হইলে পর প্রত্যেক বালিকা এক২ কাপড় ও কেহ এক টীকা ও কেহ আtট অান ও কেহ চারি অান এই ধারানুসারে সকলে পারিতোষিক পাইয়াছে ও কতক কমলা সন্দেশ ঐ সকল বালিকার পাইয়। সন্তুষ্ট হইয়াছে । এই পরীক্ষাতে হিন্দু মুসলমানের বালিকা সৰ্ব্ব স্থদ্ধ প্রায় দেড় শত পরীক্ষা দিয়াছে । ( ১০ এপ্রিল ১৮২৪ । ৩০ চৈত্র ১২৩০ ) পরীক্ষা –৫ এপ্রিল সোমবার দিব। দশ ঘণ্টার সময় শহর শ্রীরামপুরের কাছারি বাটীর সম্মুখস্থ বাবু গোপাল মল্লিকের বাটিতে শ্রীরামপুরের ও তচ্চতুর্দিকস্থ গ্রামের পাঠশালার বালিকারদের বিদ্যার পরীক্ষা হইয়াছে তাহাতে সাহেব লোক ও বিবি লোক অনেকে আসিয়াছিলেন। ঐ স্থানে তেরটা পাঠশালার সর্বমুদ্ধ দুই শত ত্রিশ বালিকা একত্র হইয়াছিল। ইহারদের মধ্যে পঞ্চাশ জন শব্দ পাঠ করিল ও পয়ত্ৰিশ জন নানাপ্রকার ক্ষুদ্র২ পুস্তক পাঠ করিয়া সকলকে পরমাপ্যায়িত করিল ও অবশিষ্ট বালিকার ফল বানান ইত্যাদি পড়িল । পরে বিবি মাস মন উঠিয়া বালিকারদিগকে বস্ত্র ও শিকি ও পয়সা ও ছবি ইত্যাদি পারিতোষিক দিলেন অপর সকলে সন্দেস পাইয়া সন্তুষ্ট হইয়া স্বস্বস্থানে প্রস্থান করিল। দুই প্রহরের পর পরীক্ষা সমাপ্ত হইলে রিবরেণ্ড শ্ৰীযুত জন মাক সাহেব ঐ সকল পাঠশালার বিবরণ পাঠ করিলেন তাহ শুনিয়া সাহেব লোকের তুষ্টি হইল। অপর বালিকার যে সকল শিল্প কৰ্ম্ম অর্থাৎ মোজ ও রূমাল ও থলিয়া প্রভৃতি প্রস্তুত করিয়াছিল তাহ দেখিয়া সকলে অধিক সন্তুষ্ট হইলেন ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।