ミミ - চনংবাদ পত্রে সেনকালেৰ কথা বিদ্যা ও শিল্প বিদ্যা ও পূৰ্ব্ববৃত্তান্ত বিদ্যা প্রভৃতি শিক্ষা পাইবেন । অতএব এই বিদ্যালয়ে যে কেহ আপন সস্তানকে পাঠাইতে বাসন করেন তিনি শ্রীরামপুরস্থ কলেজে শ্ৰীযুত রিবরেও ডাক্তর কেরী সাহেবের নামে পত্র পাঠাইলে বিশেষ জানিতে পাইবেন । ( ৩০ নবেম্বর ১৮২২ । ১৬ অগ্রহায়ণ ১২২৯ ) ইস্তাহার —সকল লোককে জ্ঞাত করান যাইতেছে যে এই শীত কালে শ্রীরামপুরের কালেজের অধ্যাপক শ্ৰীযুত জন মেক সাহেব প্রতিসপ্তাহে কিমিয়া বিষ্ঠার বিষয় এক২ উপদেশ দিবেন এই প্রকারে দশ সপ্তাহে দশ উপদেশ দিবেন। এই কৰ্ম্ম করিবার কারণ আসিয়াটিক সোসয়িট কলিকাতার আপন বাটী দিতে স্বীকৃত হইয়াছেন সেই বাটীতে প্রথম পাঠ ২৪ দিসেম্বর আট ঘণ্টা রাত্রির সময়ে আরম্ভ হইবেক শ্রীরামপুরের কলেজে যে সকল যন্ত্র আছে সেই২ যন্ত্রদ্বারা কিমিয়া বিদ্যার প্রত্যেক প্রমাণ দিবেন। যে সকল লোক সেখানে যাইয়া দশ উপদেশ শুনিতে বাসন করেন তাহার চল্লিশ টাকা লাগিবেক এবং যে কোন সাহেব বিবি সহিত যাইতে বাসনা করেন তিনি ষাটি টাকা দিবেন। প্রত্যেক উপদেশ শ্রবণের কারণ ছয় টাকা লাগিবেক বিবী সাহেব উভয়ে গেলে আট টাকা লাগিবেক । কাশী সংস্কৃত কলেজ ( ৩১ মার্চ ১৮২১ । ১৯ চৈত্র ১২২৭ ) কালেজ —মোকাম কাশীতে শ্ৰীশ্ৰীযুত দনকিন সাহেব যে কালেজ বসাইয়াছেন তাহার ব্যয় প্রতিবৎসর বিশ হাজার টাকা বরাওর্দ করিয়া দিয়াছেন। কিছু দিন পরে সে কালেজ শ্ৰীশ্ৰীযুত কোম্পানী বাহাদুরের অধিকারে আসিয়াছে তদবধি সে অধিক মুখ্যাত হইয়াছে। সে কলেজে BBB BBBB BB BB BB D BBB B g BBBB S g BBB S g BB S S g বৈদ্যক ১ । ও স্মৃতি ১ । ও কাব্যালঙ্কার ১ । ও ব্যাকরণ ছুই। গণিত ও জ্যোতিষ দুই সংপ্রদায় । প্রায় এক শত ছাত্র সেখানে আহার পাইয় অধ্যয়ন করে ও এতদ্ভিন্ন অনেকে স্ব২ ব্যয় করিয়া অধ্যয়ন করিতেছে। এই রূপ ছাত্র দিনে২ বৃদ্ধি পাইতেছে। ইহার মধ্যে দক্ষিণে তৈলঙ্গাবধি উত্তরে নেপাল পৰ্য্যস্ত তাবৎ দেশীয় ছাত্র বিশেষতে বাঙ্গালি ব্রাহ্মণ ছাত্র অধিক ইস্তক দ্বাদশ বৎসরবয়স্ক লাগাদ অষ্টাদশ বৎসর বয়স্ক বালকের অধ্যয়ন করিতে আইসে। যখন বালকের আইসে তখন তাহারদিগের ব্যাকরণের পরীক্ষামাত্র লইয়া অধ্যয়নারম্ভ করান যায় এবং তাহার ব্যবস্থা এই যে আরম্ভাবধি দ্বাদশ বৎসরের মধ্যে তাবৎ বিদ্যাভ্যাস করিতে হইবেক ইহার অধিক কাল কলেজে থাকিতে পরিবেক না। এবং প্রতিবৎসরে চারিবার ক্ষুদ্র ২ পরীক্ষা হইবেক এবং বৎসরে একবার প্রধান পরীক্ষ হইবেক । সেই প্রধান পরীক্ষা গত জানুআরি
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।