শিক্ষণ SNరి মাসের প্রথম দিবসে শ্ৰীযুক্ত ব্রুক সাহেবের বাটতে হইয়াছে। তাহাতে কোম্পানীর পলটনীয় সাহেব লোক ও জিলাদার সাহেব লোক ও অন্য২ সাহেব লোক অনেক আসিয়াছিলেন তাহাতে প্রথম ব্যাকরণ দুই সংপ্রদায় ও ন্যায় এক । ও মীমাংসা এক । ও বেদাস্ত এক । ও স্মৃতি এক সংপ্রদায়ের ক্রমে ২ দুই২ ছাত্রে বিচার হইল অধ্যাপকের মধ্যস্থ থাকিলেন সাহেব লোকেরা শুনিতে লাগিলেন পাচ সংপ্রদায়ের পরীক্ষা হইলে শ্ৰীযুত কাপ্তান ফ্যাল সাহেব সংস্কৃতজ্ঞ ও নানা রূপে জ্ঞানবান তিনি শুনিয়া তুষ্ট হইয়া সকলকে সাধুবাদ করিলেন ও উপযুক্ত মত পারিতোষিক দিলেন । ( ১৬ ফেব্রুয়ারি ১৮২২ । ৬ ফাল্গুন ১২২৮) চতুপাট ॥—মোকাম বারানসের শ্ৰীযুত কোম্পানী বাহাদুরের স্থাপিত চতুষ্পাটীর দ্বিতীয় পরীক্ষা শ্ৰীযুত বুরুক সাহেবের বাটতে ২২ দিসেম্বরে হইয়াছে তাহাতে অনেক ভাগ্যবান লোক একত্র হইয়াছিলেন । এ চতুষ্পাটীর মুখ্যাতি বৃদ্ধি হইয়াছে যেহেতুক গত বৎসরের মধ্যে চতুপাটীস্থ ভিন্ন বিদেশীয় ছাত্র ৮২ বিরাশী জন অধ্যয়ন করিতেছে এবং এই চতুষ্পাটীর রক্ষণার্থে ভদেশীয় ভাগ্যবান লোকের অধিক মনোযোগ করিতেছেন । এবং এই পরীক্ষার সময়ে ৪৩৭৮ চারি হাজার তিন শত আটহত্তরি টাকা দিয়াছেন। পরীক্ষার পরে এক মোহর দুই মোহর তিন মোহর করিয়া ছাত্রেরদিগকে পারিতোষিক হাজার টাকা দিয়াছেন। এখন চতুপাটীতে ১৭২ এক শত বাহভরি জন ছাত্র অধ্যয়ন করিতেছে । চতুপাটার ব্যয়ের কারণ এই২ লোকে টাকা দিয়াছেন । আসামী - - - ••• সনাত টাকা বারানসের মহারাজ শ্ৰীযুত উদিন নারায়ণ - - - У o o o শ্ৰীযুত বাবু শিবনারায়ণ সিংহ - - - & a o বিশ্বম্ভর পণ্ডিতের স্ত্রী । ● ●唱 Фt o o শ্ৰীযুত বাবু রাজেন্দ্র মিত্র - - & 3 и в শ্ৰীযুত বাবু মুকুন্দলাল to or to > o. o শ্ৰীযুত বাবু রাধাকৃষ্ণ sa a * “ о о শ্ৰীযুত বাবু আলারক সিংহ 曾帶 ↔ У о о শ্ৰীযুত বাবু জানকীপ্রসাদ - * * У о о শ্ৰীযুত বাবু রামচাদ - - - У е о শ্ৰীযুত বাবু হরকচাদ - - - У о о শ্ৰীযুত বাবু ঘনশ্যাম দাস
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।