পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ ఫి( দ্বিতীয় কাশী মিথিলাদি দেশ চলিত স্মৃতি তৃতীয় গৌড় দেশ প্রচলিত স্মৃতি শাস্ত্র চতুর্থ তর্ক পঞ্চম অলঙ্কার ও জ্যোতিষ ষষ্ঠ পুরাণ সপ্তম সাংখ্য অষ্টম বেদাস্ত ইত্যাদি শাস্ত্রের অনুশীলন হইবেক । শিক্ষক অধ্যাপক ও র্তাহার যে বেতন পাইবেন তাহার বিস্তারিত। এক কবি ও আলঙ্কারিক ও এক অঙ্ক পণ্ডিত ও এক মহাবৈয়াকরণ ও দুই স্মাৰ্ত্ত ও এক ভার্কিক ও এক জ্যোতির্বেত্তা ও এক পৌরাণিক ও এক সাংখ্যবেত্তা ও এক বৈদাস্তিক ও এক বৈদ্যক বিজ্ঞ । ইহারদের মাসিক বেতন প্রত্যেকের ৬০ টাকা । পুস্তকরক্ষক এক জনের বেতন ৬০ টাকা। লিখিত গ্রন্থ শোধক দুই জনের ৮০ টাকা। এক মূহুরির ও এক লেখকের ৪০ টাকা । এক দরবান ও ফরাশ ইত্যাদির বেতন ৪০ টাকা । আর গ্রন্থক্রয়ার্থ প্রতিমাসে এক শত টাকা এবং প্রথমতে গ্রন্থ ক্রয়ার্থে পাচ হাজার টাকা ব্যয় হইবেক ও বিদ্যালয়ের উপযুক্ত স্থান মোং বহু বাজারে নূতন রাস্থার নিকট স্থির হইয়াছে সেখানে ঘর প্রস্তুত হওয়াতে ব্যয় যাটি হাজার টাকা এইরূপ নিৰ্দ্ধারিত বিদ্যালয় সম্পৰ্কীয় কেমিটী সাহেবের কোসিলে লিখিয়াছেন । এবং এইরূপ নিরূপণ হইয়াছে যে দ্বাদশ বৎসরবয়স্ক িবধি অষ্টাদশ বৎসরবয়ঃ পৰ্য্যন্ত ব্রাহ্মণবালক গ্রাহ হইবেক এবং দর্শন অধ্যয়ন করাইতে অষ্টাদশ বৎসর বয়স্কবিধি চতুৰ্ব্বিংশতি বৎসর বয়স্ক পৰ্য্যন্ত বিদ্যার্থী গ্রাহ হইবেক । ( ৬ ডিসেম্বর ১৮২৩। ২২ অগ্রহায়ণ ১২৩০ ) সংস্কৃত পাঠশালা —শুনা গেল মহামহিমার্ণব শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বহাদরের সংস্কৃত পাঠশাল স্থাপন হইবেক এমত কল্প ছিল সেই পাঠশালা মোং পটেলডাঙ্গার গোল পুষ্করিণীর নিকট প্রস্তুত করিতে আরম্ভ হইয়াছে সে গৃহ যত দিবস প্রস্তুত না হয় তাবৎ কাল মোং বহুবাজারের চৌরাস্থার বামপাশ্বে ৬৬ নং বাটীভাড়া হইয়াছে সেই বাটতে পাঠ হইবেক শুনা যাইতেছে ঐ বিদ্যালয়ে ব্রাহ্মণবালকেরদিগকে ব্যাকরণ সাহিত্য অলঙ্কার স্মৃতি পুরাণ বেদান্ত জ্যোতিষ ন্যায় সাংখ্য মীমাংসাদি শাস্ত্র অধ্যয়ন করাইবেন ঐ সকল শাস্ত্রের পণ্ডিত নিযুক্ত হইতেছেন। ব্রাহ্মণ ছাত্রের বাসাখরচের স্বরূপ ৫ পাচ টাকা মাসিক পাইবেন তাহারা স্ব২ মনোনীত স্থানে বাস করিয়া বিদ্যা শিক্ষা করিতে পারিবেন। ঐ পাঠশালার কৰ্ম্মে অর্থাৎ অধ্যয়ন করাইতে যে অধ্যাপকের আকাঙ্ক্ষা থাকে এবং র্যাহারা পাঠার্থী হয়েন তাহারা আত্ম প্রার্থনাস্থচক নিবেদন পত্র অর্থাৎ দরখাস্ত লিথিয় বিজ্ঞতম শ্ৰীযুত ডাং উইলসন সাহেব ও শ্ৰীযুত কাং প্রাইস সাহেবের নিকট দিলে সাহেবেরা তাহারদিগকে উপযুক্ত পাত্র বুঝিলে অভিলাষ সিদ্ধ করিতে পারেন অপরঞ্চ শুনা গেল গ্রন্থ পাঠ ও পাঠের সময় এতদ্দেশের রীতাকুসারে হইবেক ইতি । ( ১০ জানুয়ারি ১৮২৪ । ২৭ পৌষ ১২৩০ ) সংস্কৃত পাঠশালা –১৮ পৌষ বৃহস্পতিবার ইউরোপীয় বৎসরের প্রথম দিন অর্থাৎ