ミも মংবাদ শত্ৰে মেনকালের কথা ১ জানুআরি ১৮২৪ সাল মোং বহুবাজারে ৬৬ নম্বর বাটীতে সংস্কৃত কলেজে পাঠারম্ভ হইয়াছে ইহার কতক বৃত্তান্ত পূৰ্ব্বে প্রকাশ করা গিয়াছে । সম্প্রতি যে২ অধ্যাপক ও যে২ শাস্ত্র পাঠ হইবেক তাহ লিখা যাইতেছে 引羽 শ্ৰীযুত নিমাইচরণ শিরোমণি। স্মৃতি শ্ৰীযুত রামচন্দ্র বিদ্যালঙ্কার। অলঙ্কার শ্ৰীযুত কমলাকাস্ত বিদ্যালঙ্কার । কাব্য শ্ৰীযুত জয়গোপাল তর্কালঙ্কার । ব্যাকরণ ১শ্ৰীযুত হরনাথ তর্কভূষণ । ২খ্ৰীযুত রামদাস সিদ্ধান্ত পঞ্চানন। ৩শ্ৰীযুত গোবিন্দরাম উপাধ্যায়। 3. এই কএক শাস্ত্রের ব্রাহ্মণ ছাত্র পঞ্চাশ জন বেতনগ্রাহী নিযুক্ত হইয়াছেন এতদ্ভিন্ন অনেকে পাঠশালায় আসিয়া তম্নিয়মাধীন হইয়া পড়িবেন ইহারা সংপ্ৰতি মাসিক পাইবেন না কিন্তু নিরূপিত কালে পরীক্ষায় উত্তীর্ণ হইলে পারিতোষিক পাইতে পরিবেন । পাঠের নিয়মকাল অধ্যাপকেরদিগের এবং ছাত্রেরদিগের স্বস্ব মুসার মুসারে নিবদ্ধ হইবেক শুনিতে পাই যে প্রাতে চারিদণ্ড বেলা অবধি দুই প্রহর পর্য্যন্ত কেহ২ দুই ওহরে আসিয়া সন্ধ্যাপৰ্য্যস্ত থাকিবেন কেহবা পূৰ্ব্বাহ্নে আসিয়৷ অপরাহ পর্য্যস্ত পড়াইবেন আর২ নিয়ম আগামি সপ্তাহে প্রকাশ করা যাইবেক । ( ২১ ফেব্রুয়ারি ১৮২৪ । ১০ ফাল্গুন ১২৩০ ) সংস্কৃতকালেজ –এই কলেজের কিঞ্চিৎ বৃত্তাস্ত পূৰ্ব্বে প্রকাশ করা গিয়াছে সংপ্ৰতি যে যে নিয়মাদি নিবদ্ধ হইয়াছে তাহার স্কুল বিবরণ লিখিতেছি । শ্ৰীযুত লক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কার পুস্তকাধ্যক্ষ এবং শ্ৰীযুত রুদ্রমণি দীক্ষিত বেদান্ত শাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হইয়াছেন। বেতনভুক ছাত্র । মুগ্ধবোধ ব্যাকরণের ছাত্র * 3 কাব্য લે >> অলঙ্কার લે 6t স্মৃতি લૈ بخة श्रृथ्रि લૈ శ్రీ
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।