শিক্ষণ • २१ এই পঞ্চাশ ব্যক্তি বেতনভুক হইয়াছেন তদন্ত ৩০ জন আসিয়া ঐ সকল শাস্ত্র অধ্যয়ন করিতেছেন এহারা মাসিক পাইবেন না কিন্তু পাঠশালার নিয়মাধীন হইয়া বিদ্যাভ্যাস করণহেতুক নিরূপিত পরীক্ষাকালে পারগতা ও যোগ্যতা দর্শাইতে পারিলে পারিতোষিক পাইবেন আর নিরূপিত বেতনভূক ছাত্রের মধ্যে কেহ অন্যথা হইলে তত্তৎপদপ্রাপ্ত হইতে পরিবেন। নানা শাস্ত্রের পুস্তক ক্রয় হইতেছে শুনিতে পাই যে এই পাঠশালার অন্তঃপাতি সংস্কৃত পুস্তক ছাপাইবার নিমিত্ত একটা ছাপাখান হইবেক । পঠনের নিয়মকাল । দিব। ইংরাজী ১১ ঘণ্ট অবধি ৪ ঘণ্টাপৰ্য্যস্ত অষ্টমী ত্রয়োদশী প্রতিপং আর অমাবস্তা পূর্ণিমা এই কয়েক অস্বাধ্যায় দিনে পাঠ নাই এতদ্ভিন্ন মম্বন্তরাদি ও পৰ্ব্বাহেতেও পাঠবাদ হইয় থাকে । % অধ্যাপক ও ছাত্রেরদিগের স্বেচ্ছাক্রমে প্রায় তাবৎ বন্দোবস্ত হইবেক । ( ২৮ ফেব্রুয়ারি ১৮২৪ । ১৭ ফাল্গুন ১২৩০ ) ংস্কৃত পাঠশালার নিয়ম —শ্ৰীযুক্ত কোম্পানির পাঠশালার বিদ্যাথিরদের পঠনের নিমিত্ত এই সকল নিয়ম হইয়াছে । প্রথম । যে কোন বিদ্যার্থী পাঠশালাতে পড়িবার ইচ্ছা করিবেন তিনি বার বৎসর বয়সহইতে আঠার বৎসর বয়সপৰ্য্যস্ত ব্যাকরণের পরীক্ষা দিয়া অন্য শাস্ত্র পড়িবার আজ্ঞা পাইবেন । দ্বিতীয় । তিন বৎসরপর্য্যন্ত ব্যাকরণ পড়িয়া পরীক্ষা দিয়া যদি অন্য শাস্ত্র পড়িতে ইচ্ছা করেন তবে সেই শাস্ত্রের অধ্যাপকের নিকটে তিনি নিযুক্ত হইবেন যদি পরীক্ষা দিতে না পারেন তবে তিনি পাঠশালাহইতে বহিস্কৃত হইবেন । তৃতীয়। শ্ৰীযুক্ত কোম্পানির বিদ্যাথিরদিগের এবং বাহ বিদ্যাথিরদিগের পরীক্ষা প্রতি বৎসর হইবেক । চতুর্থ। নূতন ও প্রাচীন বিদ্যাথিরা প্রথম পাঠের দিনহইতে দ্বাদশ বৎসরপর্য্যন্ত প্রতি মাসে পাচ টাকা করিয়া পাইবেন । পঞ্চম । যে বিদ্যার্থী অধিক পড়িয়া পরীক্ষা সময়ে উত্তমরূপে পরীক্ষা দিবেন তিনি যদি কোম্পানির বিদ্যার্থী হন তবে প্রতি মাসে যাহা পাইয়া থাকেন তাহা এবং তদ্ভিন্ন পারিতোষিক পাইবেন অল্প বিদ্যাথিরা পারিতোষিক মাত্র পাইবেন । ষষ্ঠ । যে বিদ্যার্থী তিন বৎসরপর্য্যস্ত ব্যাকরণ পড়িয়া পরীক্ষা দিয়া অন্ত শাস্ত্র পড়িতে ইচ্ছা করিবেন সেই সময়ে তাহার অধ্যাপক র্তাহাকে প্রশংসা পত্র দিবেন আর সেই সময়ে সেক্টরি ষে সাহেব তিনিও স্বাক্ষর চিহ্নিত এক প্রশংসা পত্র ঐ বিদ্যার্থিকে দিবেন। সপ্তম । যে বিদ্যার্থী প্রতি দিন নিরূপিত সময়ে না আসিবেন কিম্ব পণ্ডিতেরদিগের অনাদর করিবেন তিনি তৎক্ষণে পাঠশালাহইতে বহিষ্কৃত হইবেন ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।