মংবাদ পত্রে মেকালেনর কথা عسوا ج অষ্টম । বিদ্যার্থির শাস্ত্রাধিকার বিবেচনা করিয়া পণ্ডিত তাহাকে যাহা পড়াইবেন তাহাই তিনি পড়িবেন আপনার ইচ্ছানুসারে পড়িতে পারিবেন না। নবম। বিদ্যাথির যদি কিছু নিবেদন করিতে চাহেন তবে পণ্ডিতকে জানাইয়া করিবেন। দশম । যে বিদ্যার্থী দ্বাদশ বৎসরপর্য্যস্ত অধ্যয়ন করিয়া পাঠশালাহইতে বাহির যাইবেন তিনি সেই সময়ে সেই শাস্ত্রের পণ্ডিত নামাঙ্কিত সংস্কৃতাক্ষর লিখিত এক প্রশংসাপত্র আর ইংরেজী অক্ষরে লিখিত সেক্টরি সাহেবের হস্তাক্ষরাঙ্কিত এক প্রশংসা পত্র পাইবেন । একাদশ । সকল বিদ্যার্থী আপন২ অধ্যাপকের নিকটে পড়িবেন অন্ত পণ্ডিতের নিকটে পড়িবার নিমিত্ত কখনো যাইবেন না । দ্বাদশ । যবন শাস্ত্রের অধ্যাপক ও যবনাক্ষরের লেখক ও পুস্তকশোধকেরা ও পাঠশালাস্থ আর২ ভূত্যবর্গের সকলেই সেক্টরি সাহেবের আজ্ঞানুসারে কৰ্ম্ম করিবেন। ত্রয়োদশ । বিদ্যাথিরা তিন বৎসরপর্য্যন্ত ব্যাকরণ পড়িয় তাহার পর দুই বৎসরপর্য্যস্ত কাব্যালঙ্কার ও আর২ শাস্ত্র পড়িয়া তাহার পর এক বৎসরপর্য্যন্ত জ্যোতিষ পড়িয়া সপ্তম বৎসরে আপনার অভিলষিত শাস্ত্র পড়িবার নিমিত্তে সেই শাস্ত্রের অধ্যাপকের নিকটে নিযুক্ত হইবেন। তারিখ ১ জাস্থআরি মার্গশীর্ষস্তামাবাস্তায়াম্। ( ২৮ ফেব্রুয়ারি ১৮২৪ । ১৭ ফাল্গুন ১২৩০ ) ংস্কৃত কলেজের প্রস্তর স্থাপন —২৫ ফেব্রুঅারি বুধবার বৈকালে সংস্কৃত কলেজনামক বিদ্যালয়ের নিমিত্ত যে স্থান পটলডাঙ্গায় প্রস্তুত হইতেছে তাহাতে বাস্তু প্রস্তর সংস্থাপন হইয়াছে । শুনিলাম যে ইহাতে ফ্রিমেসনসংজ্ঞক খ্ৰীষ্টীয়ান ধৰ্ম্মাবলম্বিরদিগের মধ্যে২ যে সংপ্রদায় আছেন তাহারা রীতিপূর্বক স্ব২ বেশধারী হইয়া ইংরাজী বাদ্যকর সঙ্গে লইয়া পদব্রজে তৎকৰ্ম্ম সম্পন্নার্থে সমারোহপূর্বক আসিয়াছিলেন। ( ২২ জানুয়ারি ১৮২৫ । ১১ মাঘ ১২৩১ ) সংস্কৃত কালেজ —• • • এ কালেজে যে প্রকার পাঠ হইয়াছে এইরূপ প্রায় অম্মদাদির দৃষ্টি শ্রুতি গোচর হয় নাই অন্য২ স্থানে দুই বৎসর অধ্যয়নে যাহা হইয়া থাকে তাহ এ স্থানে এক বৎসরে হইয়াছে যেহেতুক এ স্থানে অস্বাধ্যায় ও উৎসব দিন ভিন্ন পাঠ বাদ নাই এবং অধ্যাপক মহাশয়েরদিগেরে বিশেষ মনোযোগ বুঝা যাইতেছে। যদি এ প্রকার অধ্যয়ন ঐ পাঠশালাতে হয় তবে ছাত্রের দ্বাদশ বৎসরের মধ্যেই নানা শাস্ত্রে কৃতবিদ্য হইতে পারিবেক। এক্ষণে এ পাঠশালায় ১২৫ এক শত পচিশ জন ছাত্র আছে ...। সংপ্ৰতি শ্ৰীযুত হরিপ্রসাদ তর্কপঞ্চানন মুগ্ধবোধের তৃতীয় অধ্যাপকত্বে নিযুক্ত হইয়াছেন।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।