শিক্ষণ సివి ( ২২ অক্টোবর ১৮২৫ । ৭ কাৰ্ত্তিক ১২৩২ ) সহগমন ॥— কীৰ্ত্তিচন্দ্র স্বায়রত্ন এক ব্যক্তি স্থপণ্ডিত যিনি সংপ্রতি শ্ৰীযুত কোম্পানি বাহাদুর স্থাপিত সংস্কৃত কলেজে এক অধ্যাপক নিযুক্ত হইয়াছিলেন তিনি গত ২৬ আশ্বিন বুধবার ওলাউঠারোগোপলক্ষে পরলোক গমন করিয়াছেন তাহার বয়ঃক্রম অনুমান ৩৫৩৬ বৎসর হইবেক ক্রি হার সাধবী স্ত্রী সহগমন করিয়াছেন । ( ৩ ডিসেম্বর ১৮২৫ । ১৯ অগ্রহায়ণ ১২৩২ ) f: পাণ্ডিত্য কৰ্ম্মে নিযুক্ত ॥—শ্ৰীযুত কোম্পানি বাহাদুরের সংস্কৃত কলেজে শিমূল্যানিবাসি অযুত কাশীনাথ তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য্য স্মৃতি শাস্ত্রাধ্যাপনায় নিযুক্ত হইয়াছেন পূৰ্ব্বে যে কৰ্ম্ম e/রামচন্দ্র বিদ্যালঙ্কার ভট্টাচায্যের ছিল । আর কুমারহট্রনিবাসি শ্ৰীযুত গঙ্গাধর তর্কবাগীশ ভট্টাচাৰ্য্য ঐ কলেজের বৈয়াকরণ অধ্যাপকত্বে নিযুক্ত হইয়াছেন ঐ কৰ্ম্ম ৮কীৰ্ত্তিচন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্য্যের ছিল । শুনা গেল বিদ্যালঙ্কার ভট্টাচার্য্যের পরলোক গমন হইলে তৎপদপ্রাপ্তি প্রত্যাশায় অনেক স্মৃতিশাস্ত্রব্যবসায়ি অধ্যাপক ভট্টাচার্য্যের ঐ পাঠশালার কৰ্ম্মনিৰ্ব্বাহক সাহেবেরদিগের নিকট কৰ্ম্মাকাঙ্ক্ষাস্থচক পত্র অর্থাৎ দরখাস্ত দিয়াছিলেন তাহাতে ঐ বিজ্ঞ বিচক্ষণপক্ষপাতি সাহেবের তাবতের দরখাস্ত লইয়া তাহারদিগের বিদ্যা পরীক্ষার্থে প্রত্যেকে কঞক প্রশ্ন লিথিয়া দিয়া কহিয়াছিলেন যে এই প্রশ্নের যিনি সদুত্তর লিখিয়া প্রদান করিতে সক্ষম হইবেন তাহাকেই ঐ কৰ্ম্মে নিযুক্ত করা যাইবেক । অনন্তর সেই সকল প্রশ্নের উত্তর প্রায় তাবতেই লিথিয়া দিয়াছিলেন তন্মধ্যে তর্কপঞ্চানন ভট্টাচার্য্যের উত্তরে সন্তোষ পাইয় তাহাকে নিযুক্ত করিয়াছেন –সং চং। ( ৪ ফেব্রুয়ারি ১৮২৬ । ২৩ মাঘ ১২৩২ ) সংস্কৃত কালেজ ॥—১ ফেব্রুঅারি বুধবার দিবা দশ দণ্ডের সময় শহর কলিকাতার বহুবাজারে সংস্কৃত বিদ্যামন্দিরে ঐ কলেজের ছাত্রেরদিগকে বাষিক পারিতোষিক দেওয়া গিয়াছে । • পারিতোষিক দেওয়া গেলে পর শ্ৰীযুত উইলসন সাহেব সংস্কৃত ভাষাতে পণ্ডিতেরদের ও ছাত্রেরদের প্রশংসা করিলেন।..শুনা যাইতেছে যে এই কালেজ বহুবাজারহইতে উঠিয়৷ অল্প দিবস পরে পটল ডাঙ্গার গোল পুষ্করিণীর তীরে নূতন ঘরে যাইবেক । ( ১ এপ্রিল ১৮২৬ । ২০ চৈত্র ১২৩২ ) বিদ্যালয়।—শ্ৰীযুত কোম্পানীর পাটশালার নিমিত্তে কলিকাতার পটলডাঙ্গায় যে প্রাসাদ নিৰ্ম্মাণ হইতেছিল তাহ প্রস্তুত হইয়াছে ঐ ঘরে আগামি বৈশাখ মাসের মধ্যে
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।