মংবাদ পত্রে মেনকালেৰ কথা يع وتينN সংস্কৃত পাটশালা ও হিন্দুকলেজ উঠিয়া যাইবেক তদ্বিষায় কি প্রকার সামঞ্জস্তে বন্দোবস্ত হইবেক তাহ অবগত হইয়। পরে প্রকাশ করিব –সং কৌং [ সম্বাদ কৌমুদী ] ( ১৩ মে ১৮২৬ । ১ জ্যৈষ্ঠ ১২৩৩ ) ...এক্ষণে আহলাদপূৰ্ব্বক প্রকাশ করিতেছি যে ২০ বৈশাখ সোমবার সংস্কৃত পাঠশালা.. ঐ [ পটলডাঙ্গার ) বাটতে প্রবিষ্ট হইয়াছে। সংস্কৃত পাঠশালার কৃষ্ণদেব উপাধ্যায়নামক বেদান্তপণ্ডিত ১৮ বৈশাখ শনিবার লোকাস্তরগত হইবাতে তৎকৰ্ম্মে শ্ৰীযুত শম্ভুচন্দ্র বাচস্পতি নিযুক্ত হইয়াছেন এবং যুগাধ্যান মিশ্রনামক এক পণ্ডিত জ্যোতিঃশাস্ত্রাধ্যাপনায় নিযুক্ত হইয়াছেন অনুমান করি যে বৈদ্য শাস্ত্রেরও চর্চা হইবেক এক্ষণে ব্যাকরণ সাহিত্য অলঙ্কার স্মৃতি ন্যায় বেদান্ত শাস্ত্রের অধ্যাপন হইতেছে । সং চং [ সমাচার চন্দ্রিক ] ( ২৮ জুলাই ১৮২৭ । ১৩ শ্রাবণ ১২৩৪ ) পাণ্ডিত্যকৰ্ম্মে নিয়োগ।—শ্ৰীযুত কমলাকাস্ত বিদ্যালঙ্কার ভট্টাচায্য যিনি সংস্কৃত পাঠশালার অলঙ্কার শাস্ত্রের অধ্যাপক ছিলেন তিনি জিলা মেদিনীপুরের আদালতের পাণ্ডিত্য কৰ্ম্মে নিযুক্ত হইয়াছেন গত ৭ জুলাই ২৪ আষাঢ় কলেজের কৰ্ম্ম পরিত্যাগপূর্বক তথায় গমন করিয়াছেন । গুজরাটদেশীয় শ্ৰীযুত নাথুরাম শাস্ত্রী সংস্কৃত পাঠশালার অলঙ্কারাধ্যাপক অর্থাৎ বিদ্যালঙ্কার ভট্টাচার্য্যের স্থানে নিযুক্ত হইয়াছেন। সং চং সমাচার চন্দ্রিক ] ( ২৭ মার্চ ১৮৩০ । ১৫ চৈত্র ১২৩৬ ) আদ্যকার চন্দ্রিকায় সংস্কৃত কলেজ বিষয়ে এক পত্র প্রকাশ হইল তদ্বিষয়ে আমারদিগের বক্তব্য যাহা তাহা লিখি । ব্রাহ্মণ পণ্ডিতের সস্তানেরা ইঙ্গরেজী বিদ্যাভ্যাস করিলে উপকার লেশও নাই যেহেতুক তাহার। উভয় বিদ্যায় পারগ হইলে যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহ এই ষটুকৰ্ম্মে তুচ্ছত্ব পরিগ্রহ করিয়া বিষয় কৰ্ম্মে রুচি করিবেন কিন্তু তাহারো অপ্রাপ্তি কেননা হিন্দুকালেজদি নানা পাঠশালাদ্বারা অনেক বিষয়ি লোকের সন্তানেরা ইঙ্গরেজী বিদ্যায় পারগ হইয়াছে হইতেছে ও হইবেক । ইহার কেহ দেওয়ানের পুত্র কেহ কেরাণির ভাই কেহ খাজাধির ভ্রাতৃপুত্র কেহ গুদাম সরকারের পৌত্র কেহ নীলামের সেলসরকারের সম্বন্ধীইত্যাদি প্রায় বিষয়িলোকের আত্মীয় তাহারদিগকে কৰ্ম্মে উক্ত ব্যক্তির অবশুই নিযুক্ত করিয়া দিবেন এবং এই প্রথমতঃ কৰ্ম্ম হইয়া থাকে যদ্যপি কোন মুৎসদির শুরু বা পুরোহিতের পুত্র গিয়া কহেন যে আমাকে এক কৰ্ম্মে নিযুক্ত করুন সেই মুৎসদি তাহার কৰ্ম্ম করিয়া দেওয়া দূরে থাকুক বরঞ্চ
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।