শিক্ষণ \ర్చి এমত কহিবেন তুমি অশুভক্ষণে জন্সিয়াছ এমন লোকের সন্তান হইয়া চাকরী করিতে চাহ ইত্যাদি কথায় তাহাকে অপমানিত করিয়া বিদায় করিবেন অতএব সংস্কৃত কলেজের ছাত্রেরা ইঙ্গরেজী পড়িলে উভয়ভ্রষ্ট হইয়া একেবারে নষ্ট হইবেক যদ্যপি সাহেবলোকের এতদ্ধেশীয় লোককে উভয় ভাষায় পারগ করাইতে বাস্থ হয় তবে হিন্দুকলেজের ছাত্রদিগের ইঙ্গরেজী এবং সংস্কৃত বিদ্যাভ্যাস করাইবেন এবং সংস্কৃত কলেজে যে সকল বৈদ্যছাত্র অাছে তাহারদিগকে বিলক্ষণরূপে ইঙ্গরেজী বিদ্যায় পারগ করুন তাহাতে দেশের উপকার আছে যেহেতুক উভয় শাস্ত্র জানিয়া বিলক্ষণরূপে চিকিৎসা করিতে পরিবেক । [ সমাচার চন্দ্রিক ] হিন্দুকলেজ ( ২৯ জানুয়ারি ১৮২৫ । ১৮ মাঘ ১২৩১ ) ইংরাজী বিদ্যার পরীক্ষা।—১১ মাঘ শনিবার টেনহালে অর্থাৎ সাধারণ ঘরে হিন্দু কলেজের ছাত্রেরদিগের ইংরাজী বিদ্যার সাম্বৎসরিক পরীক্ষা হইয়াছিল তদ্বিবরণ। ঐ পরীক্ষাকালীন কালেজের প্রিসিডেন্ট অর্থাৎ অধ্যক্ষ শ্ৰীযুত আই ই হারিন্টন সাহেব ও শ্ৰীযুত ডাং উইলসন সাহেবপ্রভৃতি অনেক মৰ্য্যাদাম্বিত ইংল্পওঁীয় সাহেবলোক ও শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুত বাবু চন্দ্রকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু রাধাকাস্ত দেব ও শ্ৰীযুত বাৰু শিবচন্দ্র সরকারপ্রভৃতি এতদ্দেশীয় অনেক ভাগ্যবান লোক উপস্থিত ছিলেন । এহারদিগের সম্মুখে শ্ৰীযুত জেনেরাল সেক্রিটারি সাহেবের দ্বারা পরীক্ষ হইল। আর্থগ্রেফি অর্থাৎ ভূগোল বিদ্যা ও এষ্ট্রানামক খগোল বিদ্যা এবং অন্যান্য বিদ্যার পুস্তক সকল পাঠ করিতে এবং তাহার যথার্থার্থ ব্যাখ্যা করিতে যে বালক যেমত পারক হইল তাহাকে তদনুরূপ পারিতোষিক পুস্তক শ্ৰীযুত হারিংটন সাহেব দিলেন। ঐ পরীক্ষা সময়ে শ্ৰীযুত বাবু কালীশঙ্কর ঘোষালের পুত্র শ্রযুত কাশীকান্ত ঘোষাল এতদ্দেশীয় বালকেরদের বিদ্যা শিক্ষার উপকারার্থে ২০ ০০ ০ বিংশতি সহস্র টাকা দান করিয়াছেন ঐ টাকা তৎকৰ্ম্মাধ্যক্ষের বিবেচনা পুরঃসর ব্যয় করিবেন। সংপ্রতি এই বিদ্য শিক্ষাবিষয়ের লভ্য অতিসংক্ষেপ বোধ হইতেছে যেহেতুক বিদ্যাশিক্ষোপযোগি দ্রব্যাদির অভাব হইয়াছিল এক্ষণে শ্ৰীলশ্ৰীযুত কোম্পানি বহাদরের কুপ ও সৌজন্য ও দাতুত্বপ্রযুক্ত তাহার আর অভাব হইবেক না ইহাতে অন্মদাদির বোধ হয় যে এতদেশীয় ভাগ্যবান লোকেরদিগের সন্তানেরদের গুণ সমূহ হইতে পারে ইতি । ( বাঙ্গালা সমাচার পত্ৰহইতে নীত । )
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।