^రిపి মংবাদ পত্রে মেকালের কথা ( ১৩ মে ১৮২৬ । ১ জ্যৈষ্ঠ ১২৩৩ ) হিন্দুকালেজ —আমরা পূৰ্ব্বে প্রকাশ করিয়াছি যে পটলডাঙ্গার পাঠশালা ঘর প্রস্তুত হইলে হিন্দুকালেজ ঐ ঘরে আসিবেক এক্ষণে আহলাদপূর্বক প্রকাশ করিতেছি যে ২০ বৈশাখ সোমবার সংস্কৃত পাঠশালা ও হিন্দুকালেজ বিদ্যালয় ঐ বাটতে প্রবিষ্ট হইয়াছে . ইংরাজী পাঠশালায় ডিয়রম্যান নামক এক জন গোরা আর ডি রোজী সাহেব এই দুই জন নূতন শিক্ষক নিযুক্ত হইয়াছেন এক্ষণে প্রায় ২৫ জন ছাত্র আছে শুনিতে পাই যে আরো এক শত ছাত্র হইবেক আর তদনুসারে ইংরাজী শিক্ষক ও পণ্ডিত ও মৌলবীও নিযুক্ত হইতে পরিবেক । এক্ষণে ৮ আট জন ইস্কুল মাস্তর আছে ইহারা সকলেই পড়ায় পূৰ্ব্বে যে পড়ুয়াদ্বারা পড়ান ছিল তাহ উঠিয়া গিয়াছে একালেজ ঘর সকল যে প্রকার স্থখদ হইয়াছে আর বালকেরদিগের জলপানের জন্য বসিবার স্থানে ও প্রত্যেক স্থানে তাহারদিগের পরিচর্য্যার নিমিত্তে চাকর নিযুক্ত হইয়াছে তাহাতে কে না ইচ্ছা করিবেন অর্থাৎ প্রায় সকলের ইচ্ছা হইবেক যে ঐ পাঠশালায় আপন২ বালক পাঠাইয়া বিদ্যাশিক্ষা করান আর যে প্রকার পাঠ হইতেছে ইহাতে অনুভব হইতেছে যে অল্পকালের মধ্যে অনেকেই কৃতবিদ্য হইতে পরিবেক । সং চং । ( ৩ ফেব্রুয়ারি ১৮২৭ । ২২ মাঘ ১২৩৩ ) হিন্দুকলেজের ছাত্রেরদিগের পরীক্ষা —২৭ জানুআরি শনিবার পটলডাঙ্গার হিন্দুকালেজে অর্থাং বিদ্যালয়ে ছাত্রেরদিগের সাক্ষৎসরিক পরীক্ষা হইয়াছিল এবং যাহাকে২ পারিতোষিক দেওয়া গিয়াছে তাহার স্কুল বিবরণ । পাঠশালায় তাবৎ ছাত্র প্রায় ৩৭০ জন ও তাহারদিগের ইংরাজী শিক্ষক সাহেবের ও পণ্ডিত মৌলবী ইত্যাদি সকলে আপন২ মহলহইতে শারিবন্দি হইয় শ্রেণীক্রমে সংস্কৃত পাঠশালার উত্তম পরীক্ষার নিরূপিত ঘরে আসিয়া শ্রেণীক্রমে দশ ঘণ্টার পরে স্বস্ব স্থানে উপবিষ্ট হইলেন পরে কলেজের অধ্যক্ষ বাবুর ও সাহেবের উপনীত হইলেন। সাড়ে দশ ঘণ্টার সময়ে বিদ্যাবিষয়ক কমিটীর অধিষ্ঠাতৃ শ্ৰীযুত হেরিন্টন সাহেব আইলে রীতিক্রমে২ সকলে বসিলেন ইহাতে ভ্ৰযুত বেলী সাহেব ও লসিংটন সাহেব ও ঐক্রযুক্ত মাকনাটন সাহেব ও ধৰ্ম্মাধ্যক্ষ ত্রযুত কেরি সাহেব প্রভৃতি এবং ক্রযুত মহারাজ বৈদ্যনাথ রায় বাহাদুরপ্রভৃতি অনেক প্রধান লোক ছিলেন পরে ১৩ হইতে ১ কেলাস অর্থাৎ পংক্তিপৰ্য্যন্ত ছাত্রেরা যাহারা অন্য২ অপেক্ষ অধিক পরিশ্রম করিয়াছিল ও উত্তম পরীক্ষা দিয়াছিল তাহারা খাতা২ আসিয়া শব্দশাস্ত্র অঙ্কশাস্ত্র খগোল ভূগোল ও অন্য২ দর্শন শাস্ত্রের পরীক্ষা দিয়াছিল পরে তাহারদিগকে কলেজের মোহর অঙ্কিত পূৰ্ব্বোক্ত শাস্ত্রের নানাবিধ পুস্তক পারিতোধিক দেওয়া গেল ইহার শেষ বৃত্তাস্ত আগামি সপ্তাহে প্রকাশ করা যাইবেক –সং চং ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।