পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ ریہe( নামক ধনবান অথচ দয়াশীল এক ব্যক্তি খ্ৰীষ্টীয়ানেরদিগের বালকের বিদ্যা শিক্ষার্থে কতক ধন দান করিয়া গিয়াছেন কিন্তু কোন বাধাপ্রযুক্ত ঐ কৰ্ম্ম এপর্যন্ত সংপূর্ণ হয় নাই তদনন্তর শুনা গেল ষে শ্ৰীযুত কোম্পানি ৰাহাদুরের এক জন আপিসর কোন ইঙ্গরেজী বিদ্যালয়ে এক সংস্কৃত চতুষ্পাঠী স্থাপন জন্যে অনেক ধন প্রদান করিয়াছেন। বিলাতে এইরূপে ৯৭২৩৯০ পণ অর্থাৎ ৭৭৭৯১২০ টাকা খয়রাতি বিষয়ে সালিয়ানা জমা হয় । আরো শুনা গিয়াছে যে সংপ্রতি এতদ্দেশীয় ইঙ্গরেজ ও বাঙ্গালি ভদ্রলোকেরা এতদ্দেশীয় বালকেরদের বিদ্যার্থে অনেক টাকা দান করিয়াছেন। অতএব অন্য২ বিষয়াপেক্ষা এমত সব বিষয়ে অর্থ ব্যয় করাতে এ কীৰ্ত্তি চিরস্মরণে থাকে । ( বাঙ্গলা সমাচার পত্ৰহইতে নীত ) - ( ১১ এপ্রিল ১৮২৯ । ৩০ চৈত্র ১২৩৫ ) কলিকাতায় নূতন পাঠশালাস্থাপন । ... এই সপ্তাহে আমরা শুনিতেছি যে তাহার [ জেনারেল মার্টিনের দানপত্রের ] নিম্পত্তি হইয়াছে এবং তিনি যে পাঠশালার কারণ টাকা দান করিয়া মরেন সেই পাঠশালা সংপ্রতি স্থাপিত হইবে । গত ১২ মার্চ তারিখে স্থপ্রিমকোর্টের জজসাহেবেরা তাহা আপনারদের ডিক্রীক্রমে স্থাপন করিতে হুকুম করিলেন অতএব গত ৪ এপ্রিল তারিখে সুপ্রিমকোটের মাষ্টর শ্ৰীযুত জজ মণি সাহেব এই ইশতেহার দিয়াছেন যে চৌরঙ্গীর ষাইট বাজারের যে ভূমি ক্রীত হইয়াছে তাহাতে ত্ৰিশ জন বালক ও ত্রিশ জন বালিকা ও এক জন শিক্ষক ও এক জন শিক্ষাকারিণী ও চাকরপ্রভৃতির বাসের নিমিত্তে এক গৃহগ্রন্থনের বরাওর্দি করিবেন সেই গৃহপ্রভৃতি ১৮৩০ সালের দিসেম্বর মাসের মধ্যে প্রস্তুত করিতে হইবে এবং তাহাতে এক লক্ষ টাকার অধিক ব্যয় হইবে না। অতএব এত কালের পর জেনরল মার্টিনসাহেবের ইষ্টসিদ্ধি হইবে । বিশপস কলেজ ( ১১ ডিসেম্বর ১৮১৯ । ২৭ আগ্রহায়ণ ১২২৬ ) নূতন কলেজ –কলিকাতার পশ্চিম গঙ্গাপার কোম্পানির বাগানের উত্তরে ইংমণ্ডীয়েরদের প্রধান ধৰ্ম্মাধ্যক্ষ শ্ৰীযুত লার্ড বিসপ সাহেব এতদ্দেশীয় লোকেরদের বিদ্যা শিক্ষার কারণ এক মহাবিদ্যালয় করিতে স্থির করিয়াছেন তাহার টাকা ও সামগ্ৰী সমবধান হইতেছে। কোম্পানির বাগানের উত্তরে অনুমান পঞ্চাশ ষাটি বিঘা ভূমি শ্ৰীশ্ৰীযুত তাহার নিমিত্ত দিয়াছেন সেখানে সংপ্রতি বড় এক ঘর প্রস্তুত হইবেক ।