পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ఫి মংবাদ পত্রে মেকালের কথা গত পাচ ছয় বৎসরের মধ্যে এ দেশে ইংগ্রওঁীয় ভাষা ও বিদ্যা শিক্ষাকরণার্থে যে উদ্যোগ হইতেছে তাহ অত্যাশ্চৰ্য্য। ইহার পূৰ্ব্বে আমরা শুনিতাম যে ইংগ্রওঁীয় ভাষার ছাত্রের যৎকিঞ্চিং পড়াশুনা করিয়া কেরাণিরদের পদপ্রাপণার্থে সেই ভাষা শিক্ষা করিত কিন্তু আমরা এখন অত্যাশ্চৰ্য্য দেখিতেছি যে এতদেশীয় বালকের ইংগ্রতীয় অতিশয় কঠিন পুস্তক ও গৃঢ় বিদ্য আক্রমণ করিতে সাহসিক হইয়াছে এবং ভাষার মধ্যে যাহা অতিশয় দুঃশিক্ষণীয় তাহা আপনারদের অধিকারে আনিয়াছে অল্প দিনের মধ্যে হিন্দু কলেজের বিদ্যার্থিরা ও শ্ৰীযুত রামমোহন রায় ও শ্ৰীযুত জগমোহন বস্থর পাঠশালার ছাত্রেরা ইংগ্রণ্ডীয় সাহেবেরদের নিকটে ইংগ্রণ্ডীয় ভাষার উত্তম পরীক্ষা দিয়াছে। এতদ্বিষয়ে যে প্রশংসা আমরা ইংগ্রওঁীয় সাহেব লোকের নিকটে শ্রবণ করিয়াছি তাহ। যদি লিখি তবে তাহ খোসামোদের ন্যায় জ্ঞান হইবে কিন্তু আমরা ইহা কহিতে পারি যে এই সকল পরীক্ষাতে এতদ্দেশীয় কৰ্ত্তা সাহেব লোকেরদের যথেষ্ট সন্তুষ্ট হইয়াছে এবং তাহারদের ইচ্ছা আছে যে ইয়ওঁীয় বিদ্যা দিনই এ দেশে অধিকরূপে প্রচার হয়। চতুষ্পাঠী { ২৪ জুন ১৮২০ । ১২ আষাঢ় ১২২৭ ) নবদ্বীপের প্রধান চতুস্পাট ।—শিবনাথ বিদ্যাবাচস্পতি ভট্টাচাৰ্য্য পরলোকপ্রাপ্ত হইয়াছেন ইহা পূৰ্ব্বে ছাপান গিয়াছে। সংপ্রতি র্তাহার চতুপাটীতে শিষ্যেরা আপন২ পাঠক্ষতিপ্রযুক্ত উদ্বিগ্ন হইয়া মহারাজ শ্ৰীল শ্ৰীযুত গিরীশচন্দ্র রায় বাহাদুরের নিকটে নিবেদন করিলে তিনি তাহারদিগকে আজ্ঞা করিলেন যে তোমারদের নবদ্বীপ পরিত্যাগ করিয়া অন্যত্র পাঠস্বীকার করা অনুপযুক্ত অতএব নবদ্বীপে যাহার নিকটে তোমারদের অধ্যয়ন করিতে বাসনা হয় তাহাকে ঐ চতুপাটীতে বসাও কিম্ব তাহার নিজ চতুস্পাটীতে তোমরা গিয়া নির্ভর কর অথবা অন্ত দেশীয় কোন অধ্যাপককে আনিয়া ঐ চতুপাটীতে বসাইয়া পাঠ স্বীকার কর তাহাতেও ক্ষতি নাই তোমারদের যেমত বাসনা আমিও সেই মত করিব। ইহাতে শিষ্যেরা ভিন্ন দেশীয় এক দণ্ডী গোস্বামিকে আনাইয়া বিদ্যাবাচস্পতি ভট্টাচায্যের চতুপাটাতে তাহাকে বসাইয় অধ্যয়ন করিতেছেন। ইহাতে নবদ্বীপের তাবৎ অধ্যাপকেরদের অভ্যন্ত অসন্তোষ হইয়াছে এবং কোন প্রকারে তাহার বাঘাত হয় এমত চেষ্টা আছে যেহেতুক নবদ্বীপে উপযুক্ত অনেক২ অধ্যাপক আছেন তাহারা থাকিতে অন্য দেশীয় লোক সেখানে অধ্যাপনা করিলে তাহারদের মান হানি হয় এবং বিদ্যাবাচস্পতি ভট্টাচাৰ্য্যের পুত্রেরা অকৃতবিদ ও অপ্রাপ্ত ব্যবহার আছেন তাহারা যাবৎ পর্য্যস্ত উপযুক্ত না হন তাবৎ এই রূপ চলিবেক ।