পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33ల BDDB KBBJ BBBD DB LLL প্রয়াগ গয়া প্রভৃতি তীর্থ দৰ্শন করিয়া বাট আসিতেছিলেন পথে মোং মুরশেদাবাদের নিকটে গঙ্গাতীরে জ্ঞানপূর্বক পরলোকপ্রাপ্ত হইয়াছেন । ( ২৭ মে ১৮২০ । ১৫ জ্যৈষ্ঠ ১২২৭ ) মরণ --নবদ্বীপের শিবনাথ বিদ্যাবাচস্পতি ভট্টাচাৰ্য্য কতক দিন হইল পরলোকপ্রাপ্ত হইয়াছেন তিনি বাল্যাবধি ব্যাকরণাদি শাস্ত্রণধ্যয়ন করিয়া অনেক শাস্ত্রে বিদ্যোপার্জন করিয়াছিলেন পরস্তু ভঁাহার তর্কশাস্ত্রীয় বিদ্যার খ্যাতি অসাধারণত্বরূপে বহুদেশব্যাপিনী ছিল । এবং তিনি স্বপিতৃ শঙ্করতর্কবাগীশ ভট্টাচাৰ্য্য সমকালে পৃথক চতুপাটীতে নিকট দূরদেশাগত শিয্যেরদিগকে তর্ক শাস্ত্রাধ্যাপনা করিয়া এতাবৎ কালক্ষেপ করিয়াছিলেন এবং তাহারদের পিতাপুত্রের তুল্য বিদ্যানুভব করিয়া বিজ্ঞ লোকেরা উভয়ের দৃষ্টাস্তস্থলত্বরূপে উভয়কে বর্ণন করিতেন এবং কতক বৎসর হইল তর্কবাগীশ ভট্টাচাৰ্য্য পরলোক গমন করিলে তাঞ্ছার শিষ্যেরদের পাঠক্ষতি ও খেদ ছিল না যেহেতুক তাহারা ইহার নিকটে অধ্যয়ন করিয়া তুল্য সন্তোষপ্রাপ্ত হইতেন এবং উদাসীন লোকেরদেরও কিছু খেদ জন্মিয়াছিল না ইহার বিদ্যাবাহুল্য দেখিয়া তাহার তর্কবাগীশ ভট্টাচার্য্যের স্মরণমাত্র করিতেন । সম্প্রতি ইহার পরলোকপ্রাপ্ত হওয়া * * * * * এবং উদাসীন লোকেরদের মনে সে উভয়ের কারণ খেদ এক কালে প্রবিষ্ট হইয়াছে এই খেদাপনয়ন অন্তদ্বারা হয় এমত প্রত্যাশাও নাই । ( ২ সেপ্টেম্বর ১৮২০ । ১৯ ভাদ্র ১২২৭ ) মোং কলিকাতায় হাতিবাগানে শ্রীরামদুলাল চুড়ামণির এক পুত্র উন্মত্ত আছে...। ( ২২ ডিসেম্বর ১৮২১ । ৯ পৌষ ১২২৮) ...সদর দেওয়ানী আদালতের জজ শ্ৰীযুত কোলক্ৰক সাহেবের পণ্ডিত চিত্রপতি ওঝা--- তিনি মৈথিল পণ্ডিত অতএব তাদেশীয় ব্যবস্থাতে অতিনিপুণ--- ( ২৬ মে ১৮২১ । ১৪ জ্যৈষ্ঠ ১২২৮ ) - সহমরণ –মোং বাশাইনপাড়া গ্রামের রাধাকৃষ্ণ ন্যায় বাচস্পতি ভট্টাচাৰ্য্য ন্যায়শাস্ত্র প্রভৃতি শাস্ত্রে বিদ্যাবান ও কবি ও সভ্য ছিলেন সম্প্রতি ২৪ মে ১২ জ্যৈষ্ঠ বৃহস্পতি বার মোকাম কোননগরের ঘাটে গঙ্গাতীরে পর লোকগত হইয়াছেন। এবং তাহার পত্নী সহগমন করিয়াছেন । ( ১১ মে ১৮২২ । ৩০ বৈশাখ ১২২৯ ) সহগমন —বঙ্গ দেশীয় অভয়ানন্দ ভৰ্কালঙ্কার ভট্টাচাৰ্য্য প্রথমতে৷ নবদ্বীপে স্থায়শাস্ত্রাধ্যয়ন করিয়া পাঠ সময়ে খ্যাত্যাপন্ন হইয়াছিলেন পরে ঐ নবদ্বীপে চতুস্পাট করিয়া অধ্যাপনারম্ভ