পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[  ]

সন্ধি প্রকরণ।


স্বরসন্ধি।

 ১৬। যদি অকারের পর অকার থাকে, তাহা হইলে দুই অকারে মিলিয়া আকার হয়; আকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, শশ-অঙ্কঃ, শশাঙ্কঃ, উত্তম-অঙ্গম্‌, উত্তমাঙ্গম্‌; অদ্য-অবধি, অদ্যাবধি।

 ১৭। যদি অকারের পর আকার থাকে, তাহা হইলে অকার ও আকারে মিলিয়া আকার হয়; আকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, রত্ন-আকরঃ, রত্নাকরঃ; দেব-আলয়ঃ, দেবালয়ঃ; কুশ-আসনম্, কুশাসনম্‌।

 ১৮। যদি আকারের পর আকার কিম্বা অকার থাকে, তাহা হইলে উভয়ে মিলিয়া আকার হয়; আকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, মহা-আশয়ঃ, মহাশয়ঃ; গদা—আঘাতঃ, গদাঘাতঃ; দয়া-অর্ণবঃ, দয়ার্ণবঃ; মহা-অৰ্ঘঃ, মহার্ঘঃ।